নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি করতে ভালো লাগে। তাই এখানে আসা।

মহসিন উদ্দিন

আমার মতই আমি। অন্য কারো মত নয়

মহসিন উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

রবীন্দ্রনাথের একটি কথার প্রতিবাদ

০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৮

"যদি তুমি কাউকে ভালবাস তবে তাকে মুক্তি দাও
যদি সে ফিরে আসে তবে সে তোমার
আর যদি ফিরে না আসে তবে
সে কোনদিন তোমার ছিল না হবেও না"


রবীন্দ্রনাথ ঠাকুর, বিখ্যাত বিশ্ব কবি। উপরে রয়েছে তার উল্লেখযোগ্য কয়েকটি লাইন। আজ আমি তার এই লেখার বিরুদ্দে প্রতিবাদ করতে যাচ্ছি।
ধরা যাক, একটি ছেলে একটি মেয়েকে ভালবাসে। এখন মেয়েটি অন্য একটি ছেলেকে ভালবাসে এবং উক্ত ছেলেটিকে এড়িয়ে চলে । এখন যদি ছেলেটি ঐ মেয়েটিকে মুক্তি দেয় তাহলে সে কখনও ফিরে আসবে না। মেয়েটি যাকে ভালবাসে তাকে নিয়েই থাকার চেষ্টা করবে। সুতরাং মুক্তি কথাটা নিয়ে এখানে মতভেদ আছে। কারণ মুক্তি দিলে মেয়েটি কখনই ঐ ছেলেটির কাছে ফিরে আসবে না।
পরিসংখ্যন করলে দেখা যায় যে, যদি সব প্রেমিক তাদের প্রেমিকাদের অথবা সব প্রেমিকারা তাদের প্রেমিকদের মুক্তি দিয়ে বলে, “যদি সে ফিরে আসে তবে সে আমার” তাহলে সে কখনই তাকে পাবে না। কারণ সে আর ফিরে আসবে না।
ভালবাসা কী? ভালবাসা কখনই “যদি সে ফিরে আসে তবে সে আমার” এই কথার উপর ভিত্তি করে হতে পারে না। হৃদয় উজার করে ভালবাসা দিয়ে ভালবাসা আদায় করাকেই ভালবাসা বলে।
কাউকে মুক্তি দিলে সে কখনই ফিরে আসবে না।

আমরা এভাবে বলতে পারি,
"যদি তুমি কাউকে ভালবাস তবে তুমি চেষ্টা করে যাও,
যদি সে ফিরে আসে তবে তোমার সৌভাগ্য,
আর যদি সে ফিরে না আসে তবে বুজবে সেটা তোমার চেষ্টার ত্রুটি,
সে তোমার হবে যদি প্রকৃত ভালবাসতে পার।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২১

রোষানল বলেছেন: রবীন্দ্রনাথের কবিতার বর্তমান ভার্সন
"যদি তুমি কাউকে ভালবাস তবে তাকে গাড়ি, বাড়ি দাও
যদি সে তোমার লগে থাইকা যায় তবে সে তোমার
আর যদি সে পালাইয়া যায় তবে
ধরে নিয় যে তোমার গাড়ি বাড়ীর মডেল পুরান হইয়াছে"

১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

মহসিন উদ্দিন বলেছেন: ভাই চরম কথা লিখেছেন। এই দু:খের মাঝে আপনার কথা শুনে একটু হাসি পেলাম। হা হা হা হা হা হা .......

৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৫

জাদিদুল বান্না বলেছেন: আপনি বুঝতে ভুল করেছেন তাই দিমত করেছেন। বুঝলে দিমত করতেন না।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪০

নেট ইনফিনিটি বলেছেন: If you love something
Set it free
If it comes back to you
It's yours
If it does not
It never was....
If you love something
Set it free ;
If it comes back to you
It's yours ;
If it does not
It never was....

৫| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৫

শ্রাবণধারা বলেছেন: ভাই, ইহা যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাই তো জানতুম না । আমি তো ভাবিয়াছিলাম ইহা এই কালের কোন লেখকের স্বরচিত রবীন্দ্রসংগীত । =p~ =p~ =p~

কালে কালে আরও কত কিছু জানিতে হইবে দেখিতেছি । তো ইহা রবীন্দ্রনাথের কোন গদ্য/ পদ্য হইতে লেখা হইয়াছে ????

১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

মহসিন উদ্দিন বলেছেন: আমি উক্ত কথাটি আগে থেকেই জানতাম এবং রবীন্দ্রনাথের কোনো একটি কাব্যগ্রন্থ থেকে পেয়েছি।

৬| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৪

রিকি বলেছেন: "যদি তুমি কাউকে ভালবাস তবে তুমি চেষ্টা করে যাও,
যদি সে ফিরে আসে তবে তোমার সৌভাগ্য,
আর যদি সে ফিরে না আসে তবে বুজবে সেটা তোমার চেষ্টার ত্রুটি,
সে তোমার হবে যদি প্রকৃত ভালবাসতে পার।


ভাই আপনি এটা বলেছেন, আমি আরেকটু পরিমার্জিত করে বলি---"আর যদি সে ফিরে না আসে তবে তার হাতে দুইটা নাইক্ষ্যংছড়ির টিকেট ধরিয়ে দাও" !!!!! =p~ =p~ =p~

১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

মহসিন উদ্দিন বলেছেন: হুম........ আপনার কথাটাও ভাল লাগল।

৭| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালোবাসা কি জবরদস্তি করে আদায় করা যায়? যে মেয়ে অন্যকাউকে ভালোবাসে তাকে সেভাবেই থাকতে দিন ওটা তার সিদ্ধান্ত। আপনার কাছে ফিরে এলে কি বিশ্বাস করতে পারবেন , সে অন্য কারো জন্য ভবিষ্যতে আপনাকে ছেড়ে যাবেনা? আর সবার কপালে সবার ভালোবাসা লেখা থাকে না তা যতই চেষ্টা করেন না কেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.