![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেজা ঘাস মাড়িয়ে ছুটে চলি স্বপ্নের দেশে হঠাৎ কালো মেঘ এসে যে যায় আকাশে এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে ভাঙা স্বপনের সুর দিয়ে আসে এই আমাতে পুবাআকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি ...ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি হব বলে স্বপ্নঘুরি।
.........
...........
..............
.................
....................
......................
........................
আর দশটা গ্রামের ছেলের মতই ইয়াজ উদ্দিন (ছদ্মনাম ) সম্পর্কে আমার মামা হন। এস.এস.সি পাশ করার পর আর পড়েননি, (বেকার) ভবঘুরে ইস্টাইলের একটা লোক। ভাইদের ঘাড়ের উপর বসে বসে খাচ্ছিলেন কিন্তু এভাবে আর কতকাল খাবেন??
উনার বড় ভাইরা মিলে সিদ্ধান্ত নিলেন তাঁকে একটা ব্যবসা ধরিয়ে দিবেন। কিন্তু উনার দ্বারা আবার পারিশ্রমিক ব্যবসা সম্ভব না, একটু অলস টাইপের মানুষ।তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলেন শেয়ার ব্যবসা করবেন ইয়াজ মামা।
শেয়ার ব্যবসায় শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয় না শুধু একটু মাথা খাটিয়ে শেয়ার কিনে সময় মতো বেচলেই হল বসে বসে টকা আয়, পানির মতো সহজ!! :!>
মামরা সবাই মিলে একটা বড় Amount তুলল তুলে ইয়াজ মামার হাতে দেওয়া হল এবার তাকে দেখাতে হবে সে কি করতে পারে।
ইয়াজ মামার শেয়ার ব্যবসা সম্পর্কে তেমন কোন অভিজ্ঞতা নেই।
গ্রাম ছেড়ে শহরে আসলো শেয়ার ব্যবসা প্রত্যক্ষ করতে এবং নিজের ভাগ্য পরিবর্তন করতে। আমরা ঢাকায় থাকি কাছের আত্মীয় বলতে আমরাই তাই আমাদের বাসায় উঠলেন। আমার পাশের রুমটাতেই থাকতে দেয়া হল।
মামা আমার থেকে বয়সে বড় হলেও কিছু দিনের ভিতরেই বন্ধু সুলভ সম্পর্ক হয়ে যায়।
কথায় কথায় মামার সাথে ফেসবুক নিয়ে কথা বলি কি করে একজন অপরিচিত মানুষ সহজে বন্ধু হয়ে যায়। একটা মেয়ে আর একটা ছেলের মধ্যে এক গভীর সম্পর্ক সৃষ্টি হয়.আরো অনেক কিছু।
মামা বিষয়টা শুনে Interested হয়ে যায়।
বাসায় একটা ডেস্কটপ আর আমার ল্যাপটপ ছিল। মামার রুমে ডেস্কটপ সেট করে দেই নেট কানেকশন দিয়েদি। ফেসবুকে একটা Account খুলে দেই। মামা তখন শেয়ার বাজার আর ফেসবুক নিয়ে থাকতো সারাক্ষণ। দুটোই ভাল যাচ্ছিলো মামার, নতুন নতুন বন্ধু এড হচ্ছে ফেসবুকে আর শেয়ার ব্যবসায় লাভ হচ্ছে।
প্রায় আমার রুমে এসে মামা ফেসবুকের বন্ধুদের গল্প বলতেন....
একটা মেয়ের কথা অনেক বেশী বলেন তার সাথে নাকি অনেক ভাল সম্পর্ক হয়ে গেছে এই মধ্যে। বিষয়টা নিয়ে আমি খুব একটা আগ্রহ করিনি,এটা খুব সাধারণ একটা ব্যাপার মামার কাছে হয়তো ব্যাপারটা একটু অন্য রকম.
দিন ভালই যাচ্ছে মামার, একদিন বিকেলে বসে বসে ল্যাপটপে একটা ডকুমেন্ট তৈরি করছিলাম মামা বিদ্যুৎ চমকানোর মতো দরজা খুললো একটু হকচকায়ে যাই !?!
জিজ্ঞেস করলাম কি হয়েছে মামা? বললো তার ফেসবুকের সেই মেয়ে বন্ধুটিকে ফ্রেন্ডলিস্টে খুঁজে পাচ্ছে না বিষয়টা মামার কাছে হয়তো মাথায় বাজ পড়ার মতো,
আমি বিষয়টাকে এতো সিরিয়াসলি নিলাম না বললাম ভাল করে খুঁজে দেখো পাবে আছে হয়তো বললো সার্চ দিয়েতো খুঁজে পেলাম না কথাটা বলতেই যেন কেঁদে দেবে
মামা এমন দেখে বললাম ঠিক আছে আমি দেখছি এই বলে ফেসবুকে তাঁর Account ঢুকলাম অনেক খুঁজা খুঁজি করেও পেলাম না। মামাকে বললাম তোমার সাথে কি কোন জগড়া হয়েছে মামা বললো না! বরং তার সাথে তো দেখা করার কথা ছিল
বললাম কবে!?
দুই এক দিনের মধ্যে তাহলে এমন হওয়ার কারণ কি? প্রায় এক ঘণ্টা দরে খুঁজলাম কিন্তু যাদের পেলাম তাদের সাথে প্রো-পিকের মিল নেই এক পর্যায়ে মামা হতাশ হয়ে কেঁদে দিলেন মামাকে আর কি বলে সান্ত্বনা দিবো বললাম ok মামা Relax
Googleএ সার্চ দিয়া দেখতেছি নিশ্চয়ই পেয়ে যাবো। Yahoo,bing, Google সব দিয়ে সার্চ দিলাম কিন্তু ঐ মাইয়ার কোন হদিস পাইলাম না ।
এই দিকে মামা নিশ্চুপ নির্বাক হয়ে গেলেন মামাকে অনেক বুঝানোর চেষ্টা করলাম বললাম কেউ হয়তো আপনার সাথে মজা করেছে। ফেসবুকে এভাবে অনেককে বিভ্রান্ত করা হয়. যে কোন মেয়ের ছবি ফেসবুকে বসিয়ে ফেক আই.ডি খুলে সহজ সরল মানুষদের বোকা বানানো হয়। কিন্তু কিসে কি মামা তা বুঝতেই চাইলেন না।
সেই মেয়ের বিরহে মামা দেবদাশ হয়ে গেলেন।
শেয়ার ব্যবসার মতো হঠাৎ অনেক উঁচুতে উঠে ধপাস করে ডাউন হয়ে যাওয়ার মতো শেয়ার ব্যবসায় হয়তো পতন আছে আবার অনেক উঁচুতে উঠার ক্ষমতা ও আছে।
মামার হয়তো সেই ক্ষমতা নেই কারণ মামা busness নয়।
মামার জন্য অনেক খারাপ লাগছে। এমনটা তাঁর সাথে হওয়া ঠিক হয়নি। মামা ফিরে যাচ্ছেন তার আগের গ্রামের জীবনে।
এই ইট কাঠের শহর থকে নিয়ে যাচ্ছেন বিষণ্ণতা আর উদাসীনতা নিয়ে......
২| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ৯:৪২
জয় রাজ খান বলেছেন: একি মন্তব্য আসলো কিন্তু আমি দেখতেছি না কেন
৩| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৩
জুন বলেছেন: খারাপ ই লাগছে আপনার মামার জন্য জয়।
০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:১৩
জয় রাজ খান বলেছেন: ধন্যবাদ আপু আপনার সমবেদনার জন্য।
বিষয়টা আমার সাথে ঘটলে আমি কোন কষ্টই পেতাম না কারন ভার্চুয়াল ভালবাসা সম্পর্কে ধারনা আছে।
কিন্তু সহজ সরল মানুষটার সাথে এমনটা না হলেই কি নয়।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:২২
চাঙ্কু বলেছেন: ফেসবুকে কিছু কিছু সিক ছেলে, মেয়ে নিক খুলে ফাজলামি কেন যে করে । আপনার মামার কেসটা বুঝলাম না। ওই মেয়ে হয়তো তার একাউন্টই ডিলেট মারছে।
০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৩
জয় রাজ খান বলেছেন: আসলেই ওরা সিক পুরা সাইকো
ঐটা যে মেয়ে তা নিয়াও আমার সন্দেহ আছে ।অনেক বুঝানোর চেষ্টা করলাম মামাকে যে কেউ হয়তো আপনার সথে মজা করেছে কিন্তু আমি ব্যর্থ হয়েছি আমি চাই না এরকম কারো সাথে ঘটুক তাই ঘটনাটা সেয়ার করলাম।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১:০৬
শায়মা বলেছেন: আহালে ।
আমারও খারাপ লাগছে মামার জন্য।
কিন্তু কোনো শিক্ষাই জীবনে ফেলনা নয়।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১:৩১
জয় রাজ খান বলেছেন: এবার বুজতে পেরেছি ধন্যবাদ আপু বুঝিয়ে বলার জন্য।
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১:২৯
রাজসোহান বলেছেন:
০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১:৩৫
জয় রাজ খান বলেছেন: সমবেদনা যানানোর জন্য ধন্যবাদ।
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১:৩৯
হুপফূলফরইভার বলেছেন:
০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১:৫২
জয় রাজ খান বলেছেন: আপনার নামটা কেন যানি মুখ দিয়ে আসছেনে
যাউগ্গা আপনার ইমোর মানে বুঝি নাই।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১:৪৬
কর্নেল ব্লেড বলেছেন: ্দুঃখজনক ,
০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ২:১৪
জয় রাজ খান বলেছেন: হুম খুবী দুঃখ জনক।
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১:৪৮
নীল ভোমরা বলেছেন:
সত্যি কইরা কনতো.... আপনি নিজেই কোন ছাইয়া নিক নিয়া আপনার সহজ সরল মামারে নাচান নাইতো!? আপনারে বিশ্বাস নাই!
০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ২:১২
জয় রাজ খান বলেছেন: আউল ফাউল কথা বলতেছেন কেন
আমার কেন যানি আপনারে সন্দেহ হচ্ছে আপনার প্রথম মন্তব্য করার পর থেকে
যদি এমন করে থাকেন তাহলে বলছি কাজটা মোটেই ভাল করেন নি
এভাবে নিরীহ মানুষটার সাথে ছলনা আপনার কাছে তা কোন দিন আশা করি নি। প্লীজ ফিরে আসুন আমার মামার কাছে :>
মামা আপনার জন্য কেঁদে
অস্থির
মামী প্লীজ
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১:৫৬
কাদামাটি বলেছেন:
ফেসবুক খালাপ.........বুকে খালি বেদনা দেয়।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ২:১৭
জয় রাজ খান বলেছেন: ফেসবুক খারাপ না। ফেসবুকে কিছু সিক পোলা পাইন আছে তার খারাপ
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫৬
হুপফূলফরইভার বলেছেন: আন্নের মামুর কুনু দুষ নাই~
এরাম বেয়াক্কেলতো মুই ও ছিনুরে সেই কুটি কালে~
০৪ ঠা জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৬
জয় রাজ খান বলেছেন: কোন বেয়াক্কেলের কথা কইলেন হুপফূল ভাই?
আবারো বুঝি নাই!!
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩০
মাহী ফ্লোরা বলেছেন: আহারে আমগো মামুটা
০৪ ঠা জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১৬
জয় রাজ খান বলেছেন:
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৩
চতুষ্কোণ বলেছেন: হা হা হা। আমার তো গল্প গল্প মনে হৈলো।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৩
জয় রাজ খান বলেছেন: গল্প গল্পই মনে হওয়ার কথা
লেখাটা যদি ইন্টারেস্টিং করে না লিখি তাহলে তো কেউ মন্তব্য করবেন। তাই গল্পের মতই লিখিছি
১৪| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৭
মহাবিশ্ব বলেছেন: জয়, ঘটনাটা সত্যি খুব দুঃখের। এটা টেকনোলজির অন্ধকার এক দিক। ইন্টারনেটে প্রবেশ করানোর আগেই মামাকে সতর্ক করে কাউন্সেলিং করে দিলে ভালো হতো, কারণ এই রকম ঘটনা এবং ফলশ্রুতি স্বরুপ মানসিক বিপর্যয় এখন কোমল মনের মানুষদের কাছে খুবই সাধারণ হয়ে পড়েছে। যাই হোক এমনটা যেন আর কারোর না ঘটে।
কখনোই আমাদের ভূমিকা যেন নীরব না হয়। শুভকামনা রইল। শুভরাত্রি।
০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০২
জয় রাজ খান বলেছেন: ধন্যবাদ বিশ্ব ভাই আমার পোষ্টে মন্তব্য করার জন্য।
আপনি ঠিক বলেছেন মামাকে সতর্ক করে কাউন্সেলিং করা উচিত ছিল আসলে এতো কিছু হবে ভাবিনী
পৃথিবীটা আসলেই বড় নিষ্ঠুর নির্মম কি ভাবে মানুষ এমন করতে পারে ভাবতেই অভাক লাগে
আপনার জন্য শুভকামনা রইল। শুভরাত্রি।
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৬
এম চৌধুরী বলেছেন:
বেচারা।
০৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০৩
জয় রাজ খান বলেছেন: বেচারা মামু
১৬| ১১ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৭
মাহী ফ্লোরা বলেছেন: আপনের বৌ পাইলেন?
১১ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১১
জয় রাজ খান বলেছেন: অপ টপিক প্রশ্ন??
So No Comment
মামার কথা যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো উনি গ্রাম চলে গেছেন
তাঁর জন্য পাত্রী দেখা হোচ্ছে
১৭| ১১ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১৮
ফাইরুজ বলেছেন:
১১ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৯
জয় রাজ খান বলেছেন:
১৮| ১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:১৭
মিরাজ is বলেছেন: কারো কারো নিচুতার জন্য অনেক ভাল মানুষ অকালে হারিয়ে যায় ।
আপনার মামার জন্য সমবেদনা ।
লেখা ভাল হয়েছে ।
১৩ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩০
জয় রাজ খান বলেছেন: সমবেদনার জন্য ধন্যবাদ।
লেখা ভাল লেগেছে যেনে ভাল লাগলো।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ৯:২০
নীল ভোমরা বলেছেন: হেঃ...হেঃ...