![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ব্রেককাপের গল্প হয়ে যাক!!
ছেলেটা ফুটপাতের দোকানে বসে চা খাচ্ছিল।
অতি সতর্কতার সাথে সে কাপটি সযত্নে ধরে রেখেছিল।
সে কি জানতো, আজকেই তার এমন ঘটনা ঘটবে?
মেয়েটি আসতেছে, ছেলেটি ইতস্তত বোধ করছে।
ফুটের দোকানে বসে চা খাচ্ছে । মেয়েটি কি ভাববে??
হাউ খ্যাতান্টিক!!!
মেয়েটি এখনো দেখেনি। দেখলে কি বলবে?? সেই চিন্তায় সে অস্থির।
মেয়েটি তার সামনে এসে পড়েছে। আড়চোখে একবার তাচ্ছিল্যের দিকে তাকালো
মেয়েটি দেখে ফেলেছে। ছেলেটি থরথর করে কাপটি ফেলে দিলো।
যাহ! শালার ব্রেক কাপ!!!!!
কাপটি ভেংগে গেল।
২| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৮
ফেসবুকারবার্গ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
লিমন আজাদ বলেছেন: হা হা !