নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈশ্বর পটল তুলছে - নীৎসে/নীশে/নিৎচা

উদাসী স্বপ্ন

রক্তের নেশা খুব খারাপ জিনিস, রক্তের পাপ ছাড়ে না কাউকে, এমনকি অনাগত শিশুর রক্তের হিসাবও দিতে হয় এক সময়। গালাগাল,থ্রেট বা রিদ্দা করতে চাইলে এখানে যোগাযোগ করতে পারেন: [email protected]

উদাসী স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

উদাসী স্টাইলে ছুটি যাপন! PG১৩+L

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪১

১)

কুটিকালের মতো বৈকাল্য ভ্রমনে বাহির হইয়া বাংলা দুকানে হাজির হইলাম। হাজির হইয়াই উকি ঝুকি মারিতে দেখি দুকানদার হুজুর দাড়িতে খিলাল করিতে করিতে ঈদের চানদের হাসি মাখিয়া কহিতেছে,"কেমুন আছেন? ইলিশ মাছ লাগবে নাকি?"
অম্লান বদনে উদাস হইয়া আকাশ দেখিবার ছলে দুকানের ছাদে তাকাইয়া কহিলাম,"আজ্ঞে না, ইলিশ মাছ রাধিতেই তো পারি না। সেদিনের ভাবী আজ আর ইলিশ রাধিবে না!"
:ওহহো, ঘটনা কি শুনছেন?
: কি ঘটনা?
: জাপানে ৭ ভূমিকম্পে নাকি মানুষ জন মইরা লাশ হইয়া গেছে। এখন পর্যন্ত ৮৩।
: ইহুদী নাছাড়া সাপ ব্যাং খাওনের দেশ, গজব পড়ছে মনে হয়।
: প্রশ্ন হইলো আমাগো দেশে ৬-৭ হইলো, খালি একখান বিল্ডিং কাইত হইলো। এত বাঁশ দিয়া এত বিল্ডিং, একটাও ভাংলো না। মানুষ জন একটা মরলো না। খালি মাদ্রাসার পুলাপান বাইর হইতে গিয়ে একটা পায়ে গুতা খাইয়া পাও ভাংছে। সেইটারে নিয়া মিডিয়া বলতেছে একটাই আহত। ওরা নাকি সাগরের নীচ দিয়া রেললাইন বানাইয়া ট্রেন পাঠায়া দেয়। অথচ বিল্ডিং অফিস মাইলের পর মাইল ভাইঙ্গা শেষ। অথচ আমাগো দেশে.........
: নিশ্চয়ই আল্লাহর রহমত আছে। তার ওপর ওরা মনে হয় আমাগো মতো শক্ত বিল্ডিং বানাইতে পারে না। এমুন এমুন জিনিস বানায় যে আমেরিকা পর্যন্ত হা কইরা চাইয়া থাকে অথচ আমাগো মতন পোক্ত বিল্ডিং বানাইতে পারে না, একটু মাটি কাপলেই রাস্তা ভইরা মানুষ মইরা লাশ হইয়া যায়। আল্লাহর রহমত না তো কি!

হুজুরের দাড়ি দুলানি বন্ধ করিয়া তাহার ভ্রু কুচকাইয়া গেলো। তাহার ঈমানী মতে নাস্টেক সরকারের ওপর খোদায়ী গজবে এই দেশ শীঘ্রই লুত জাতীর মতো পানির তলে তলাইয়া যাবে (যাহাকে আমরা গুলুবুলু ওয়ার্মিং বলি), সেইখানে ভূমিকম্পের মধ্যেও এমুন সরকারী সাফল্য কেমনে কি?

আমিও দোকান আধা ঘন্টা ঘুরিয়া একটা কুকের ক্যান কিনিয়া মনে মনে "জয় বাংলা" স্লুগান দিয়া বাহির হইয়া আসিলাম।

২)

সাত সকালে ঘুম ভাঙ্গিলো আমার এক্সের ম্যাসেজ পাইয়া। তাহাকে গত রাইতে বলিয়াছিলাম ধানাই পানাই না করিয়া তালাকের কাগুজ পাঠাইয়া ধন্য করো। তাহারও ধানাই পানাই উত্তর পাইয়া ঘুম ভাঙ্গিয়া চূর্ন বিচূর্ন হইয়া গেলো।

এমুন সময় ফেসবুকে কোনো এক কালে প্রগৈতিহাসিক কালে এড হওয়া ললনা নকাইলো

: হ্যালো।
; ভাই এই বৃদ্ধ বয়সে হেলতে বললে তো কোমড় ভাঙ্গিয়া ভূমির উপর হেলে পড়া ত্রিভূজ হইয়া যাইবো...কেমনে কি?
: মানে?
: আমিও তো বুঝতেছি না। আপনে কি গৃহিনী নাকি গৃহিনী অনুষ্ঠানের নায়িকা?
: কিছুই না। কামলা খাটি। প্রোগ্রাম বানাই।
: তাইলে ৮৪ টা মিডিয়া কি?
: ওহ....ডকুমেন্টারী বানাই। ৮৪ প্রোডাকশন হাউজ।
: বুঝলাম না। সিএসবি নিউজ চ্যানেলে ৬-৭ মাস কামলা দিয়া মনে করছিলাম আমি ম্যালা তালেবর, একটা টিভি চ্যানেলের আটি থিকা চোকলা পর্যন্ত যা আছে সবকিছুই জাইনা ফেলাইছি। কিন্তু আপনার প্রোফাইল দেইখা মনে হইতেছে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, অফিসে টাইমে ঘুম পাড়িয়া!
: বুঝলাম।
: তবে আমিও বুঝলাম এত কঠিন কঠিন শব্দ দিয়া আপনের ভারী ফেসবুক প্রোফাইল দেইখা মনে হইতেছে আপনের কাম মেলা কঠিন।
: হুমম
: কালকা প্লান কি? অনুষ্ঠান বানাইবেন? নাকি ঘুর ঘুর করবেন?
: বাসায় থাকবো।
: যেই গরম পড়ছে। বাসা থেকে বলতেছে ডিম নাকি চুলায় পোচ করার দরকার পড়তেছে না। বাইরে কিছুক্ষন রেখে দিলেই পোচ হয়ে যাচ্ছে!
: ঠিকি বলছে।
: আচ্ছা দেশে আসলে কাম কাইজ কি কিছু পামু?
: আমি ক্যম্নে কমু
: ভাবছিলাম দেশে আসমু, চাকুরি করুম আর পান্তা দিয়া আলু ভর্তা হাত ডুবাইয়া খামু! থাউক, লাগবো না! দিতে চাইছেন এইটাই শুকরিয়া!
: কি দিতে চাইলাম?
: আমার চাকুরীর চাওনের লেখাটা পইড়া যে রিপ্লাইটা দেয়ার সময়টা দিলেন, ঐটাই আরকি!
: ওহ আচ্ছা
: আপনেই মহান বাকি আমরা পোলাপান! তা কুনো ভ্যাকেন্সী থাকলে জানায়েন। চা পানি টানতেও রাজী!
: হাহাহা.......... প্রোফাইলে আপনার কোনো পিক নাই কেন?
: আপা, আমারে কি আপনে চেনেন? আমি বোলগার, বোলগ দিয়া ইন্টারনেট চালাই। তাই গত তিন বছর ধইরা ফোন মাইরা থেটারিং দেয় কেন বোলগ দিয়া ইন্টারনেট চালাই, কেন লাইন দিয়া চালাই না? ফুনের যন্ত্রনায় মা বাপে বাসা চেন্জ্ঞ করছে। তাগো খুজ না পাইয়া লাস্টে ফেসবুক প্রোফাইলে আমারে সেম থেটারিং মারে, আমার বোলগ দিয়া নেট কতদিন চলবে, নাকি তাগো চাপাতী আমার পিঠে নিয়া ধার দিবে! এহেন প্রশ্নের উত্তরের পরিপ্রক্ষিতে সব ফটুক ডিলিট কইরা দিয়া সন্ন্যাসী হইছি।
: ওহ ..... ভালো।
: ভালো কেমনে বাপ?
: আমাকে কি আপনার বাপ মনে হয়?
: এইটাও একটা জ্ঞানী কথা বলছেন
: আমি জ্ঞানী....আপনি নাদান।
: কিন্তু আপনের প্রোফাইল ভরা বাদামের ফটুক কেন? নাদানের সাথে বাদামের কি সম্পর্ক?
: হুমমম
: হুমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমম
- the king of hmm
: বাপরে.....ভয় পাইছি।
: ডরানির কিছু নাই, বেতন দিতে পারি না দেইকা সেনাবাহিনী প্রধানের পোস্ট খালি! আর সেনাবাহিনীর লোক জন ডাইল খায় আর ঘুমায়।
: আমারে নিয়ে নেন, বেতন দেয়া লাগবে না।
: পেটে ভাতেও রাখতে পারুম না কিন্তু, ভাইবা দেখেন।
: ওকে নো প্রবলেম
: আসলেই আপনে মহান, বাকি সব দারোয়ান!
: হুমম
: ঘুম কি পলাইছে? নাকি দাওয়াত পায় নাই?
: ঘুমাবো এখন
: এতো বড় গুড নিউজ দেয়ার জন্য এই জাতী আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে এবং আপনাকে সশ্রদ্ধ চিত্তে স্মরন করে আপনার রুহের মাগফেরাত কামনা করবে!
আইসো বলি ছুম্মা আমিন!
: ঘুমাবো এখন
: ওকে, গুড নাইট, স্লিপ টাই্ট, নাইটি নাইট, সুইট ড্রিমস, টেক কেয়ার ওরফে টিসি, সী ইউ, শাব্বা খায়ের, আল্লাহ হাফেজ, হ্যাভ এ নাইস ডে। কুনোটা বাদ পড়ছে?
: না, তবে সী ইউ টা বাদ দিতে হবে।
: মানুষ মাত্রই ভুল, আমি মাত্রই মানুষ! এক্সপান্জ করলাম!
: থ্যাংক ইউ
: তেলকাম। আপনেই মহান বাকী সব শয়তান।
: বায়
: ডাইনে
: (হাসির ইমো)
: হাসি ইজ গুড ফর হজম

কথা শেষ হওনের পর কি জানি হইলো। ম্যাসেজ যায় না। প্রোফাইলে গিয়া দেখি প্রোফাইলটাও গায়েব! বুঝলাম না, ফেসবুকে জ্বীন ভূতের আছর হইছে মনে হয়। অতিশীঘ্রই জুকারবার্গের কোম্পানীতে ঝাড়ফুক বাটি চালান দিয়া ভুতমূক্ত করিতে হইবে! আইজকাই জুকারবার্গকে ঝাড় ফুঁক বিষয়ক ম্যাসেজ করতেছি!

বিঃদ্রঃ

আমার এই গল্পের সাথে কাল্পনিক চরিত্রের সাথে কুনো মিল নাই। যদি কেউ কুনো কাল্পনিক চরিত্রের সাথে পুরাপুরি বা একটু আকটু মিল পান, তাইলে কেস মারেন, কপি রাইটের অফিসে বুমা ফাটান, যদি মন চায় ইডেন কলেজের সামনে লুঙ্গি ড্যান্স দেন, কুনো সমস্যা নাই!

মন্তব্য ৩৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১০

রাজসোহান বলেছেন: আজকা কি দিয়া ভাত খাইলেন?

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৯

উদাসী স্বপ্ন বলেছেন: গরীব মানুষ। ভাত কই পামু?

এক পিস গরুর ব্লাডি স্টেক দিয়া পমপিস আর অরেন্জ জুস গিলছি। দুপুরে। সকালে খাইছি ৬ টা ডিম আর ওট মিল দিয়া দুধ!

২| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৮

গেম চেঞ্জার বলেছেন: আমি কি তাইলে লুংগি ড্যান্স দিমু ;) ;)

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২০

উদাসী স্বপ্ন বলেছেন: গিট্টু ভালো কইরা মাইরেন! কারন ইহা ইডেন কলেজ!। বডি লইয়া যাক, কিন্তু লুঙ্গির গিট্টু জানি না খুলে!

৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৫৬

রাজসোহান বলেছেন: ডাইল, ডিম ভাজি আর আলু ভর্তা দিয়া ভাত খাইলাম B-))

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:০২

উদাসী স্বপ্ন বলেছেন: ক্ষুধা লাইগা গেলো। হালার এইখানকার রেস্টুরেন্টে না আছে স্বাদ না আছে গন্ধ। দেশী খাওন দেখলেই পেট কেমুন খালি হইয়া যায়!

৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০০

বিজন রয় বলেছেন: এত এত লেখেন কখন? আমিও যদি আপনার মতো এত সময় পেতাম তো অনেক লিখতাম।

একসাথে ৬টি ডিম আপনি খেতে পারেন?

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৫

উদাসী স্বপ্ন বলেছেন: সপ্তাহে ৫ দিন কাজ করি। খুব বেশী প্রেসার থাকলে ১-২ ঘন্টা এক্সট্রা। এখন তো সুইডেনে ৮ ঘন্টার জায়গায় ৬ ঘন্টা কাজের নিয়ম। টেকনিক্যাল লাইনে সেক্ষেত্রে ৮ ঘন্টাই আছে। এর পর আমার আর কিছু করার নেই। আর যে কাজ করি তাতে নতুন কোনো কোড বা টেকনোলজী আগামী ৩-৪ বছরে আসার সম্ভাবনা নাই। আর ৩-৪ বছর কাজ করতে পারলে কি লাগে?

আর ছুটির দিন তো সারাদিন ঘরেই থাকি। বাইরে যেতে ভালো লাগে না। তাই সময়ই সময়।

আর মাঝে মাঝে ৯ টা খাওয়া হয়ে যায়। এখানে ডিমের দাম লজেন্সের থেকেও সস্তা!

৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৫

আলী বলেছেন: ইডেন কলেজের সামনে লুঙ্গি ড্যান্স দেন, কুনো সমস্যা নাই!

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৭

উদাসী স্বপ্ন বলেছেন: তা থাকবো কেন? সবাই তো ড্যান্স দিবার চায়, কেউ পারে, কেউ বা তাল হারায়......

ভালো কথা আপনে কি সেই আলী-ঢালী জুটির একজন না? সামুর এককালের হাইয়েস্ট পোস্টদাতা?

৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৯

আলী বলেছেন: জি আমিই আলী

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩০

উদাসী স্বপ্ন বলেছেন: আপনে যে একজন লিজেন্ড এটা কি জানেন?

আপনার একটা গার্ল ফ্রেন্ড ছিলো তখন। বিয়ে শাদী করছেন? মিয়া আপনে বরাবরই রহস্যজনক। আপনে আর ঢালী! দুইজন ছিলেন তখন ব্লগের সবচেয়ে দামী খানদানী ব্লগার!

৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৬

জুন বলেছেন: চাংখার পুলের কাছে বাশের চটি চালান আছে দেখেছিলাম বেশ ক বছর আগে। তাই দিয়ে ফেবুর ভুত ছাড়িয়ে নিন উদাসী :)

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩১

উদাসী স্বপ্ন বলেছেন: জ্বী আজ্ঞে মানে চটি চালানে আমার কুনো পারদর্শীতা নাই!

৮| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি বোলগার, বোলগ দিয়া ইন্টারনেট চালাই।

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৩

উদাসী স্বপ্ন বলেছেন: আপনেরেই হেফাজতের সেকেন্ড ইন কমান্ড বানানো দরকার!

৯| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৪২

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: "ড়েযা ঘটক " syndrome

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৫

উদাসী স্বপ্ন বলেছেন: আবার জিগস! তয় এই টাইটেলে লেখা আমি অনেক আগেই লিখতাম!

১০| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: হায় হায় কী কন? উপর্যুক্ত লাইন দুটো বেশি ভাল্লাগসে! তাই জানালাম অার কী!

২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১১

উদাসী স্বপ্ন বলেছেন: কন কি? হেফাজতে অখনোই যোগ দেন। আগামী নির্বাচনে হেফাজত নিশ্চয়ই কিছু আসন পাইবো। আর যেহেতু হিন্দু থিকা মুসলিম হইছেন সেহেতু দেখবেন আপনারে এমুন কভারেজ দিবো একখান মন্ত্রনালয় পাইয়া ৩-৪ বিয়া কইরা লগে দুই তিনটা উপ পত্নী আর কচি মাদ্রাসার পোলা রাখনের সুযোগও পাইয়া যাবেন হালাল ভাবেই!

সময় থাকতে ঢুইকা যান

১১| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৩

বিজন রয় বলেছেন: বেঁচে আছেন তো?

২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১২

উদাসী স্বপ্ন বলেছেন: নানা ক্যাচাল, নানা প্রেসার....একটু ব্যাক্তিগত সমস্যায় আছি!

১২| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: অাপ্নেরে কে কইলো হিন্দু থিকা মুসলিম হইসি?

২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

উদাসী স্বপ্ন বলেছেন: আরে আমি কই নাই, কইলাম চান্স লন। অতিশীঘ্রই দেশটা মুসলিম দেশ হইয়া যাইতেছে। তো তখন ফায়দা পাবেন!

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: বস, অামি ছদ্মনামে লেখালেখি করি । যাউকগা, অাপ্নার প্রস্তাবটা কিন্তু খারাপ না! কল্লা বাঁচানোর জন্য ভালা-মন্দ কওয়া বাদ দিছি! হেফাজতে যোগ দিলে অারামসে থাকুন যাইতো ।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২২

উদাসী স্বপ্ন বলেছেন: পুরা শিওর সাকসেস এইটা। কারন নেক্সট ইলেকশনে বিএনপি জামাতের ইলেকশন করনের মতো কুনো লোক বাইচ্চা থাকবো না। এরশাদ চাচ্চুর লাগাম ছাড়া মুখ আর প্যান্টের জীপারের জন্য তারে নিজের দলেই সবাই বৌ পোলাপান দূরে রাইখা পাশে ঘেরে, তো তারে দিয়া বিরোধী দলের কাম হইতো না। সেই হিসাবে বাবু নাগরী আর শফি চাচ্চুর সেই হেফাজতী চুক্তি পালন এখনও শেষ হয় নাই!

তো হেফাজতের সাথে লীগ মিলে মিশে একটা কোয়ালিশন সরকার বানাইলে তখন তো ঠ্যাং এর ওপর পা তুইল্লা ডেইলী একটা বিয়া আর একটা তালাক তার সাথে ইসলামী সব হালাল সুবিধা!

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৯

মহা সমন্বয় বলেছেন: আপনি এত পোষ্ট করেন কেমনে? আপনি কি রোবট পালেন নাকি? ;)

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৩

উদাসী স্বপ্ন বলেছেন: না, রোবট পালনের মতো ট্যাকা আর শখ নাই! তয় একখান বৌ পালনের শখ আছে! আগের বৌ তো থাকলো না। তাই নয়া বৌ এর তালাশে আছি!

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৪

মহা সমন্বয় বলেছেন: আপা, আমারে কি আপনে চেনেন? আমি বোলগার, বোলগ দিয়া ইন্টারনেট চালাই =p~

মজা পাইলাম B-))

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৪

উদাসী স্বপ্ন বলেছেন: আপায় আবার ফ্রেন্ড রিকু দিছে। এক্সেপ্ট করুম কিনা ভাবতে আছি!

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৫

ফয়সাল রকি বলেছেন: অনেকেই দেখি বোলগ দিয়া ইন্টারনেট চালায় :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.