নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈশ্বর পটল তুলছে - নীৎসে/নীশে/নিৎচা

উদাসী স্বপ্ন

রক্তের নেশা খুব খারাপ জিনিস, রক্তের পাপ ছাড়ে না কাউকে, এমনকি অনাগত শিশুর রক্তের হিসাবও দিতে হয় এক সময়। গালাগাল,থ্রেট বা রিদ্দা করতে চাইলে এখানে যোগাযোগ করতে পারেন: [email protected]

উদাসী স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

উচাটোনিয়ান দিনকাল!!!

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২০




বিয়ের কাজীর ব্যাবসাতে যে একটা হালাল কামাই আছে সেটা অনেকেই জানে না। বিয়ের দেনমোহরের একটা নির্দেষ্ট অংশ হয়ে থাকে কাজী সাহেবের চার্জ। দেশের উন্নয়নের ফলে আজকাল গ্রামের বিয়েতেও লাখ টাকার দেনমোহর হয় আর সাথে ভালো মন্দ খাবার তো আছেই আর বিয়ে পড়ানোর ব্যাবসার বেশ ভালোই পসার জমেছে। কিন্তু সবক্ষেত্রে অভিজ্ঞতা সুখকর নয় যেটার অবশ্য ধারনা করা মুস্কিল। আর হঠাৎ যদি খবর বেরোয় বিয়ের কাজী বা ঘটকের নিজেরই বিয়ে হয়নি তাহলে তো সর্বনাশ। নিশ্চিত নগদ নারায়ন ছুটে যায়। আর বাঙ্গালী টাকা পয়সা দেবার বেলায় কোনো ছুতো নাতা যে সহ্য করবে না সেটা বিশ্বসমাদৃত।

বন্ধু শাহেদ ছোটখাটো চাকরীর পাশাপাশি ঘটকালী ও কাজী দুটোই পার্ট টাইম শুরু করলো। কিন্তু ভাগ্যের শিকে ঠিক ছিড়ছিলো না। যখন ঘটকালী চুড়ান্ত পর্যায়ে দেখা যায় মেয়ের বোনের সাথে ছেলে নাকি ভেগে গেছে অথবা মাঝে মাঝে মেয়েই অন্য কারো সাথে ভেগে যায়। ২০১৮ সালেও যদি জেল পালানোর মতো ভাগাভাগি চলে তাহলে বলতেই হয় দেশের উন্নয়ন হয় নি।

তো মাঝরাতে খবর পেয়ে শাহেদের বাসাতে ছুটে যাওয়া। গিয়ে দেখি সেকি তুলকালাম! ভাবী ফিফটি সেন্টসের মতো নন স্টপ র্যাপ সংগীতের স্টাইলে গালি দিয়ে যাচ্ছে আর বন্ধু শাহেদ কপালে হাত দিয়ে চৌকাঠে বসে।

এক গ্লাস পানি এগিয়ে দিলাম,”দুস্ত, একটা গান ধরো। ঐ যে কুমার ছাগলাটা গাইছিলো.. সংসার সুখের হয় রমনীর গুনে.... ট্যাট্টেটো ট্যাট্টোটো ট্যাও...”

আমার হাতের থেকে গ্লাসটা ছো মেরে দূরে ছুড়ে মারলো,”আমার ঘর পুড়তেছে আর উনি ট্যাও ট্যাও শুরু করছে!”

আমি একটু থতমত সুরেই কাশলাম,”ভাবী তো দেখি র্যাপ সং গায়.... তাও মাঝরাইতে। কি আকাম করছো দোস্ত?”

: আর কইস না! ভাবছিলাম ব্যাবসার বনী টা হইয়াই গেলো। পাত্রী রেডি। পাত্র সকালে কইছে আপনে ওদিক ঠিক রাখেন। আমরা টাইম মতো আইসা পড়ুম।

: তারপর? তুমি কি বাড়ি গিয়া পাত্রী পাও নাই?
: পাত্রী তো তিনদিন আগের থিকাই রেডি। হুলস্থুল আয়োজন। আমি তো সকাল থিকা প্লেটে হাত ডুবাই রাখছি। এক্সট্রা সিকিউরিটি হিসেবে পাত্রের বাসায় শামসুরে রাখছিলাম।
: শামসু তোমার এসিস্ট্যান্ট না? সে কি পাত্রের বাসায় আকাম করছে?
: আকাম করলে তো ভালো হইতো। পরে শুনছি ওরে নাকি গোয়াল ঘরে গরুর লগে বাইন্ধা রাখছে। পাত্রকে নাকি আরেক ঘটক আরো সুন্দরী পাত্রী ঠিক কইরা দিছে। শামসুরে গোয়ালে রাইখা তারা এদিকে রওনা দিছে।
: কও কি! কাহিনীর তো মোড়ে মোড়ে টুইস্ট। মুভিতে দেখি একটু গরুও আইসা গেছে।
: মজা লও না? এদিকে রাইত হয়, শামসুর মোবাইলে কল ঢুকে না। পাত্রের বাসায়ও কল যায় না। এদিকে পাত্রী পক্ষ আমারে ছাড়ে না। বুঝলাম যে আমাকেও বান্ধনের পালা। রাত শেষ হইলে একটা শর্ত দিলো।
: কি শর্ত?
: মান সম্মান রক্ষার্থে আমার গলায় পাত্রী ঝুলাইতে চায়।
: কও কি? তারপর?
: নাইলে নাকি আমারে গুম করে ফেলবো।
: কেন তাদের বংশে কোনো পোলা নাই?
: আছে, কিন্তু সব বিবাহিত
: তুমিও তো বিয়াইত্তা।
: বেশীর ভাগ বেকার।
: তুমি রাজী হইয়া গেলা?
: জানতো বাচাইতে হইবো।
: পাত্রী কৈ? চেহারা কেমুন?
: বাইরে রিক্সায় বইসা আছে।
: নয়া বৌ বাসর রাত করবো তা না তুমি রিক্সায় বসায় রাখছো? রিক্সা আলার সাথে যদি ভাইগ্যা যায়?
: তোর ভাইস্তা আছে।
: ঐ পাকনাটা?

এমন সময় পাকনাটার আগমন,” আস্লামুয়ালাইকুম আংকেল!”
: ঐদিককার কি খবর? চেহারা কেমন? পছন্দ হইছে?
: আর বইলেন না! সারা বিশ্ব যেখানে জ্ঞানে বিজ্ঞানে আগাইয়া যাইতেছে সেখানে আমাদের সংসারে একটা তুচ্ছ বিবাহ নিয়ে কি তুলকালাম কান্ড!

ঘটনাটা ঠিক বুঝলাম না! কোথা থেকে ভাবীর আগমন ঘটলো এবং ক্ষীপ্র গতিতে ভাইস্তার দুইগালে দুটা বন চটকানা মেরে বললো,”ওরে আমার রবীন্দ্রনাথ! গত বার্ষিক পরীক্ষায় অংকে ফেল মারনের সময় দুনিয়ার জ্ঞানে বিজ্ঞান খেয়াল ছিলো না?”

প্যালেস্টাইনের ওপর শক্তিশালী আমেরিকার এমন ক্ষীপ্র আক্রমন দেখে আমি আমার নিজের জান নিয়া কিঞ্চিৎ শংকিত হইলাম।

*ঘটনা কাল্পনিক!!

মন্তব্য ৯৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৮

বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা সক্কাল সক্কাল সেরাম একটা পোষ্ট দিলেন

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪১

উদাসী স্বপ্ন বলেছেন: গতকালকে বিনোদন খুজতেছিলেন, তাই একটু ব্যাবস্থা করলাম

২| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৪

রক বেনন বলেছেন: ব্যাপক বিনুদুন!! =p~ =p~ =p~

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪১

উদাসী স্বপ্ন বলেছেন: এখন একটা বিয়ার লুঙ্গি ডান্স মারেন

৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০২

বিজন রয় বলেছেন: জয় অবিবাহিতদের জয়!!!!!

আচ্ছা উদাসী বন চটকানা মানে কি?

পোস্টখানা কিন্তুক!!!

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১০

উদাসী স্বপ্ন বলেছেন: হাতের তালু সমতল করিয়া বাইসেপসের মাংশপেশী ফুলাইয়া সজোরে পুচকার নরম তুলতুলে গালে মানচিত্র একে দেয়াটাই বনচটকানার আরেক নাম

৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৩

কে ত ন বলেছেন: বিয়ে আল্লাহর পবিত্র বিধান এবং রাসূল (সা) এর সুন্নত। সামর্থবান প্রতিটি মানুষের বয়েসে উন্নীত হলে বিয়ে করা উচিত। যার সামর্থ নেই, সেও যদি আল্লাহর উপর ভরসা করে বিয়ে করে, আল্লাহ তার সামর্থ বৃদ্ধি করে দেন। আমার সামনে এরকম অনেক ইন্সট্যান্স আছে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হুকুম আহকাম মেনে পরিপূর্ণ তৃপ্তি সহকারে ইহকালীন কল্যাণ এবং পরকালীন সাফল্য লাভের তৌফিক দান করুন। আমীন!

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১১

উদাসী স্বপ্ন বলেছেন: মারছে.... এইখানেও ধর্ম??? ক্ষমা চাই, ভুল হইয়া গেছে।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১২

বিজন রয় বলেছেন: বন চটকানা................ এটার কোন ভিডিও লিংক পাওয়া যাবে?

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৬

উদাসী স্বপ্ন বলেছেন: বুঝলাম না, গুগল কইরা ১০-১২ টা পিএইচডি করন যায় এরাম জিনিস পাইয়া যাই কিন্তু কলিকালের এত গুরুত্বপূর্ণ বন চটকানা মারিবার তরিকা খুইজ্জা পাইলাম না। এইডা কিছু হইলো?

৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সেরাম হইচে দোস্ত! তুমি রম্য লেখা শুরু করো । :P

বিয়া করা দরকার, ঘরজামাই থাকমু। তোমার খোঁজে এরাম কোন পাত্রী আছে নি। শ্যালিকা থাকলে আরো ভাল, ওটাকে তুমি বিয়ে করো।
জয় মা দুগ্গা ;)

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৮

উদাসী স্বপ্ন বলেছেন: কেন, ব্লগেরটা কি কোনো গ্রীন সিগনাল দেয় নাই?

৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কে দোস্ত? কোনটা?

সিনিয়র? না জুনিয়র?


তুমি বিয়া করবা না? একসাথে করলে খরচটা কম হত..:P

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৪

উদাসী স্বপ্ন বলেছেন: আমার বিয়া নিয়া চিন্তা কইরো না। নিজেরটা করো। ঐযে অচেনা পাখি না কি নাম জানি! খাচায় ভরতে পারলা না?

৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আরে ধূর! বাদ দাও ওসব। ;)

উদা ভায়া, একটা কাজ করে দিতে হবে। তুমি তো লিংক/প্রমানসহ যুক্তি দিতে ওস্তাদ। আমার বঙ্গবন্ধুর সবগুলো ভাষনের নির্ভর যোগ্য লিংক দরকার। আমার কাছে অনেক ভিডিও আছে, কিন্তু আমার ডকুমেন্ট/লিখিত ভাষন চাই। (আমি সবগুলো পাচ্ছি না।)

সম্ভব হলে কাজটা করে দিও ভাই। তোমার সাথে আর কাইজা করবো না। প্রমিস..:)

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২০

উদাসী স্বপ্ন বলেছেন: রাজনীতির ব্যাপারে চাদগাজি আর ডকুমেন্ট চাইলে ফেসবুকে অমিপিয়ালরে নক দেও। রাজনীতি নিয়া আমার কুনো ইন্টারেস্ট নাই। সরি

৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: প্রত্যেকটি বাক্যেই চরম স্বাদ! শুভ কামনা রইলো।

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

উদাসী স্বপ্ন বলেছেন: শুভ আর কামনা কে? এরা কারা?

১০| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বন চটকানার উদহারন হিসেবে চলতে পারে।

১১| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

উদাসী স্বপ্ন বলেছেন: দেইখা তো দেশী মনে হইতেছে। পুরা সিলেটের মানচিত্র গালে বসায় দিছে

১২| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এর চেয়ে ভালো উদহারন আর খুঁজে পাইলাম না।

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

উদাসী স্বপ্ন বলেছেন: যেই উদাহরন দিলেন কানের ডাক্তার পরে, পুরা কানের হাসপাতাল বেটে খাওয়ালেও ঐ কান আর কাজ করবে না

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৮

মোস্তফা সোহেল বলেছেন: পড়ে ভাল লাগল।

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

উদাসী স্বপ্ন বলেছেন: আহ! কি আরাম!

১৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৩

শায়মা বলেছেন: ভাইয়া এইটার উপরে আর কিচ্ছু নাই!!! ভাবীর জন্য একখানা হেল্পিং ভিডিও

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

উদাসী স্বপ্ন বলেছেন: মাঝে মাঝে আমারও হাত নিশপিশ করে। কথা হইলো ইউরোপে হাত নিশপিশ করা অপরাধ। বড়ই সমস্যা তে থাকি তখন

১৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৬

আখেনাটেন বলেছেন: জ্ঞান-বিজ্ঞানের উপর যেভাবে বনচটকানা দিলেন, পড়ে হাসতে হাসতে উষ্ঠা খাওয়ার দশা।

চরম বিনুদুন।

*ব্যবসা

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

উদাসী স্বপ্ন বলেছেন: ব্যাবসা এবং মাসনা সুলাসা রুবাআ এজন্যই হালাল করা হইছে

১৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩১

রাকু হাসান বলেছেন:


Haha awesome , B-) :)

শায়মা apu best ;) :P

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

উদাসী স্বপ্ন বলেছেন: আবার জিগস

১৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: এমনি করেই সত্য মিথ্যায় মিশিয়া মানুষের জীবন একরকম কাটিয়া যায় । খানিকটা বিধাতা গড়েন, খানিকটা আপনি গড়ে, খানিকটা পাঁচজনে গড়িয়া দেয় । জীবনটা একটা পাঁচমিশালি রকমের জোড়াতাড়া- প্রকৃত এবং অপ্রকৃত, কাল্পনিক এবং বাস্তবিক ।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০১

উদাসী স্বপ্ন বলেছেন: কুনটা গিলছেন? শুনছেন তো ৫ গ্রামের উপ্রে পাইলে সরকার ফাসিতে ঝুলাইবো??

১৮| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৪৩

অন্তরন্তর বলেছেন: উদা ভাই থাব্রার উপর ঔষধ নাই। যেই একখান বনচটকান দিলেন অসাম। আশা করি কাভা অথবা শায়মার উদাহরনে সুপ্রিয় কবি বিজন রয় উত্তর পাইয়া গিয়াছেন। শুভ কামনা।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১২

উদাসী স্বপ্ন বলেছেন: কুটিকালে এই থাব্রার ওপর বিশেষ অভিজ্ঞতা ছিলো কিনা!!

১৯| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৩

নীল আকাশ বলেছেন: গতকালকে বিনোদন খুজতেছিলেন, তাই একটু ব্যাবস্থা করলাম।
ভাই, যে বিনোদনের ব্যবস্থা করেছেন তাতে তো মনে হয় মিনিমাম এক সপ্তাহ চলে যাবে......।

কাভা ভাইয়ের টা দারুন তবে শায়মা আপু যেটা দিয়েছে তার কোন তুলনা হয় না।.......শেষের বিড়ালের টা..........মন্তব্য নিস্প্রয়োজন......

সকাল বেলা উঠে মন টা সত্যি ভালো হয়ে গেল।
ধন্যবাদ উদাসী স্বপ্ন ভাই।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৪

উদাসী স্বপ্ন বলেছেন: স্লাপ টু টা ছিলো একটা ড্রামা সিরিয়ালের প্যারোডি। ব্রিটিশ পুলাপান যে কত ত্যান্দর হয় এগুলারে ঠিক করার জন্য থাপ্রার ওপর ঔষুধ নাই। কিন্তু মনোবিজ্ঞানীদের গবেষনার কারনে এই থাব্রা দেয়াটা এখন পশ্চিমা বিশ্বে চাইল্ড এবিউজের সমান অর ধরতে পারেন যে খুন করার মতো অপরাধ।

এই হইলো কাহিনী। কিন্তু মাইকের ওপর ঔষুধ নাই এটা চিরন্তন সত্যি কথা

২০| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিদেশে যাইতে চাইলে ম্যারেজ সার্টিফিকেট মানে নিকাহমানা মানে বিবাহ সনদ দরকার পড়ে। উহার জন্য তিনারা বিরাট সার্ভিস চার্জ রাখেন।

এই চার্জের কারণে মাঝে মাঝে মনে হয়- কাজী হইলেই ভালো করিতাম।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৮

উদাসী স্বপ্ন বলেছেন: আমি এইটা নিজের বিয়ার সময় জানছিলাম। তার আগে হাল্কা পাতলা শুনলেও তখন সবচে যেটা লোভনীয় ছিলো সেটা হলো বিয়া পড়াইলে অনেক সোয়াব। স্বভাবতই একটা ঈর্ষা কাজ করতো। পরে যখন দেখলাম বিয়া পড়াইলে দেন মোহর দেন কি না দেন কাজীর টাকা নগদ। আর যদি শোনে বিদেশের কথা.... তাইলে আর যায় কই। তারপর বিয়ার আগে মাইয়া পোলার মাথা এমতেই হটথাকে। তাই টাকাটাও নগদ

২১| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫২

আখেনাটেন বলেছেন: মাসনা সুলাসা রুবাঅা কী জিনিস? মোল্লার দেশের কিছু নয় তো। :D

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৮

উদাসী স্বপ্ন বলেছেন: সুরা নিসাতে চার বিয়া বৈধ করার ব্যাপারে মাসনা মানে দুই দুই সুলাসা মানে তিন তিন রুবাআ মানে চার চার বলা আছে। অর্থাৎ একই সাথে চার স্ত্রী এবং আরো প্রয়োজন পড়লে দাসী রাখতে পারবেন যা আপনি যুদ্ধ হতে খরিদ করতে পারবেন অথবা ক্রয় করতে পারবেন। তালাক দিয়ে সে কোঠা পূর্ন করার সুযোগও আছে আপনার চাহিদা অনুসারে।

২২| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৫

আখেনাটেন বলেছেন: সেক্ষেত্রে আমার ঐ কমেন্টের সাথে এই চার বিবি রাখার সম্পর্কের শানে নুযুলটা কী? :(
আপনি কি আমারে বিপদে ফেলবার চান? |-)

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৯

উদাসী স্বপ্ন বলেছেন: ব্যাবসা যেহেতু বলেই ফেলছেন তাই ভাবলাম বিপদে ফেলার জন্য একটা মুরগী পেয়েই গেছি... হে হে হে

২৩| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১১

আখেনাটেন বলেছেন: ও, তাই কন? সমস্যা ঐ জায়গাত তাইলে............হা হা হা।

টাইপো:

* ব্যাবসা < ব্যবসা।


১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৪

উদাসী স্বপ্ন বলেছেন: চিল ব্রো!!

আজকা মেঘলা করা উদাস দিন এইখানে... অসাম

পুরানা দিনের কুটিকালের একটা গান শুনেন

২৪| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩০

স্বপ্নডানা১২৩ বলেছেন: ঘটকের স্ট্যাটাস খানি জটিলস

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৬

উদাসী স্বপ্ন বলেছেন: আবার জিগস

২৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৯

স্বপ্নডানা১২৩ বলেছেন: ফান পোস্টে কেতন সাহিবের সিরিয়াস কমেন্ট পড়ে কী ইমু দিমু ভাবতেসি

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ২:০২

উদাসী স্বপ্ন বলেছেন: মাথায় সমস্যা থাকলে যা হয়। এগুলা সব এক পাগলের নিক। কে সেই পাগল অনেকখানি শিওর এখন

২৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পুলা যদি মালয়েশিয়া প্রবাসী হয় তার ম্যারিজ সনদের যেই খরচ আর পুলা যদি ইউরোপ কিংবা আমেরিকা থাকে তার মেরিজ সনদের কিন্তু দাম আলাদা।

মালয়েশিয়া যারা থাকে তাদের সনদ একটু কম খরচেই বানায় দেয়া কাজীদা। আর যারা ইউরোপ আমেরিকায় থাকে তাদেরটা বানাতে খরচাপাতি বেশী পড়ে। যা দিনকাল পড়ছে। একটু খরচাপাতি না দিলে সনদ বানানো যায় না।

অফটফিকঃ আমার নিজের সনদ আমিই নিজেই বানাইছিলাম। তারপর প্রেসক্লাবের সামনে থিকা ২০ টাকা দিয়া উকিলের সিল মারাইছি। তারপর মন্ত্রণালয়ের সিল তো টাকা লাগে না।

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০১

উদাসী স্বপ্ন বলেছেন: দিলেন তো দেখি একটা ব্যাড নিউজ! নিজের বিয়ে শাদী নিয়ে কিঞ্চিৎ চিন্তা ভাবনা ছিলো এখন খরচের খাতা দেখি আরেকটু বাড়াইয়া দিলেন !!

২৭| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৭

বিজন রয় বলেছেন: হা হা হা হা হা াহ .............. আাহাঅ হা হা াহ ............ কাভা যা দেখাইল না!!!!!!
আমি এত দিন এখানে আস নাই কেন?????


হা হা হা ....... এটাই তাইলে আসলে বনচটকানা!!!!!


হা হা হা .............

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০২

উদাসী স্বপ্ন বলেছেন: দেইখেন বাস্তব জীবনে এটার প্রয়োগ আবার ঘটাইতে যাইয়েন না

২৮| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৮

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

ব্লগার চিকন মিয়ারে নিয়া এট্টা পোস্টান না!!!

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৮

উদাসী স্বপ্ন বলেছেন: চিকন মিয়া ছিলো চট্টগ্রাম নিবাসী সাইফুল ভাই ওরফে কাছুর একটা নিক। তার সাথে আমার দেখা হয়েছিলো একবার যখন কনভোতেশনে চুয়েটে গেছিলাম।

পরে ব্লগ হায়াটাসে আমি সবার সাথেই যোগাযোগ হারিয়ে ফেলি। সে নিজে যদিও একবার চেস্টা করেছিলো কিন্তু আমি ইচ্ছা করেই যোগাযোগ রাখি নাই। পরে নিয়মিত যখন হতে শুরু করি তখন সে ব্লগ অনলাইন থেকে বিদায় নেয়। বড্ড ভালো একজন ছেলে। ব্লগের অনেকের সাথে সম্পর্ক ঠিক ধরে রাখা হয়নি যার জন্য নিজের কাছে একটু খারাপ লাগে, ব্লগের কাছু ওরফে সাইফুল সেদিনের একজন।

তার একটা কমেন্ট বেশ বিখ্যাত ছিলো সেটা হলো মাইনাচ।

ব্লগারদের নিয়ে লেখা হয় না কারন আমার পোস্টে তত্বের সন্নিবেশ তার পাশাপাশি আনফিল্টারড মন্তব্যের কারনে অনেকে স্বাচ্ছন্দ্য অনুভব করে না। বিশেষ করে মেয়ে ব্লগাররা সবচে বেশী অস্বাচ্ছন্দ্য বোধ করে। তাই কোনো ব্লগারকে উদ্দেশ্য বা নাম উল্লেখ করে পোস্ট দেয়া থেকে নিজেকে বিরত রাখি।

ভালো থাকবেন

২৯| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার মেইল পাইয়া প্রীত হইয়াছি। কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১০

উদাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ দেয়ার কিছু নাই। তথ্যের আদান প্রদান আর আলোচনা করাই আমার কাজ। বরংচ আপনাকে ধন্যবাদ যে আপনার উছিলায় পরিচিত একজন গুনী মানুষের সাথে বহু দিন পর কথা হলো।

আর আমি তখনই খুশী হবো যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ধনে পাতা

৩০| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:১৭

ডঃ এম এ আলী বলেছেন: বিনোদনের সন্ধীবিচ্ছেদ কি? এর সাথে বন চটকানার মিল আর অমিল কি ?
নিপাতনে সিদ্ধ আর বিসর্গসন্ধী যে দিকেই যাক এমত কাজে বনচটকানাতেই
আসল সিদ্ধি !!!

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৮

উদাসী স্বপ্ন বলেছেন: সন্ধিবিচ্ছেদে আমি কাঁচা ছিলাম কুটিকাল থেকেই তবে বন চটকানার ব্যাপারে একমত

৩১| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নান্টু, মন্টু, ফ‌টিকচাঁন পর্ব পড়‌তে চাই। প‌রের পর্ব ক‌বে পোস্টাই‌বেন?

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২০

উদাসী স্বপ্ন বলেছেন: একসাথে ৪-৫ সিরিজ আটকে গেছে মাঝপথে। দিশা পাইতেছি না। এখন এই ৪-৫টা সিরিজ শেষ করতে হবে ভাবতেই ডর লাগে তাই লগইনও হই না। ফাঁকিবাজি কমেন্ট করে ভাগতেছি ডেইলি

৩২| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: বিয়ে না করে ফষ্টিনষ্টি এই সোনার বাংলায় চলবে না
ব্যাফক বিনুদুন ফাইলাম। =p~ =p~ =p~

২৫ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:১৫

উদাসী স্বপ্ন বলেছেন: কথা কিন্তু ঠিক। মিয়া বাংলাদেশে বিয়া শাদী যদি ঠিক মতো হয় তাইলে কত লোকের জীবিকা হয় এটা বোঝেন! প্যান্ডেল পারটি থিকা শুরু কইরা এলাকার যে কার্ড ছাপায় এমনকি যারা শেরোওয়ানী ভাড়া দেয় এমনকি ডিজে এমনকি উঠতি বয়সী পোলাপানের একটু ফিল্ডিং মারনের লাইনও হয়।

৩৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার নতুন কোনো লেখা পাচ্ছি না । আপনার কাছে একটি প্রশ্ন ছিলো ?

২৫ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:১৬

উদাসী স্বপ্ন বলেছেন: করেন

৩৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন: ১। ইসলামের পতাকা ডুবার পর প্রায় ৩০০-তেকে ৩৫০ বছর পর হাদিস লেখা হয়েছে ! যেখানে বাংলাদেশ ৪৭ বছরে ১৯৭১-১৯৭৫ বিতর্কিত সেখানে ৩০০-৩৫০ বছর পর হাদিস কি স্বপ্নে পাওয়া ?

২। ইসলামের জাগরনী সংঘের সবাইকে অপঘাতে মৃত্যুবরন করতে হয়, তাহলে ইয়াজীদ তো বোকা বুরবাক ছিলো না, তার তো প্রথম কাজ হওয়ার কথা ইতিহাস ‍বিকৃত করা ? ইয়াজীদ যদি সফল হয়ে থাকে তাহলে আজকের ইসলাম ধর্ম ইয়াজীদের তৈরি - এখানে কোনো সংশয় ?

২৫ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:২০

উদাসী স্বপ্ন বলেছেন: যেহেতু আপনি আমাকে ইসলাম নিয়ে প্রশ্ন করেছেন এবং আমি ইসলামোফোব, সেহেতু আমার পক্ষে নিরপেক্ষ উত্তর দেয়াটা সম্ভব না। আমি টেক্সটবুক ভার্সন যেটা শুধু ইসলামী স্কলাররা লিখেছেন আমি তার থেকে যে ধারনা পেয়েছি সেটা অনুযায়ীই জবাব দিচ্ছি। উত্তর গ্রহন করা বা না করা আপনার ইচ্ছা।

১) বাংলাদেশের ইতিহাস তাদের কাছেই বিতর্কিত করা সম্ভব যারা অশিক্ষিত মূর্খ বা লেখা পড়া জানে না। যেমন ধরেন কেউ যদি বলে শামসুর রহমান তো স্বাধীনতা বিরোধীদের পত্রিকাতে চাকুরী করছে তার বেতন নিছে এমনকি বাংলাদেশ যাতে স্বাধীন না হয় সেখান থেকে বেতন নিছে বা বঙ্গবন্ধুর ছেলে ব্যাংক ডাকাতের সাথে জড়িত। এমনকি আপনাকে কিছু পেপার কাটিং বা কিছু লেখা এমনভাবে দেখাবে যে আপনি পুরো টাস্কি খেয়ে যাবেন। আবার অনেকে পারলে বঙ্গবন্ধুকে নবী হিসেবে দেখাবে, দেখাবে যে তার মতো নেতা দেশে নাই। আপনি একসময় বিশ্বাস করবেন, কখনো গোলাম আজমকে মওদুদীর সমান তাফসীর কারন বানিয়ে তাতে বুঁদ হয়ে থাকবেন, কখনো বঙ্গবন্ধুকে রাজাকার বানিয়ে জিয়ার পূজো করবেন। সমস্যা হলো আপনার যদি কিছু বেসিক বই পড়া থাকতো এবং স্বাধীনতা ও তার পরবর্তী ইতিহাস সম্পর্কে খুব ভালোভাবে পড়া থাকতো তখন যে আপনাকে বলছে বা লিংক দেখাচ্ছে দুটো বন চটকানা দিয়ে তাকে ঘাড়ে ধরে উল্টো দেখিয়ে দিতেন সে যাদেরকে খারাপ বলছে তাদের কারনেই এত সুন্দর একটা দেশ পাইছেন। সিম্পল এনসার।

এখন আসি হাদিস বিকৃতি ও সময়ের প্রভাব। ভাই এ ছুতোটা মুসলমানদের জন্য আত্মঘাতী। এখন আপনি এআর১৫ এর মতো হাদিস বাদ দিতে চান এবং শুধু কোরান মানতে চান, তাহলে সবার আগে কলেমা ছাড়তে হবে। কারন কলেমা কোরানে নেই। তারপর নামাজ ছাড়তে হবে কারন নামাজ পড়ার কথা থাকলেও শুধু সেজদা ছাড়া আর কিছুই নেই। এমনকি ইসলামের আরো একটি স্তম্ভ যাকাতটাও শুধু সদকায় পরিনত হবে কারন এর পরিমান কোথাও কোরানে নাই। ইসলাম উইল বি লেম ডাঙ্ক।

ইসলামের মূল ইতিহাস জানতে আপনাকে কোরানের সাথে তাফসীর পড়তেই হবে। তাফসীর ছাড়া কোরান পড়লে আপনার নাসুখ মানসুখ সমস্যাটা সবার প্রথমে পড়বেন এমনকি কোন প্রেক্ষিতে কি বলা আছে আপনি ডিরেইল হবেন। তাফসীরের পরিপূর্ন স্বরূপ এবং এর পেছনের দর্শন জানতে আপনাকে পড়তে হবে সীরাত। যদি আপনি সীরাত না পড়েন তাহলে আপনি মোহাম্মদকে শুয়োর বা শিশুকামী মনে করবেন। সেখানে সীরাত পড়লে আপনি তার পেছনের স হী ইসলমী চেতনা সম্পর্কে অব হিত হবে। এখন আপনি ইসলামের বেসিক আইডিয়া পেলেন কিন্তু পালন করবেন কিভাবে? তখন আসতেছে হাদিস। হাদিসের মধ্যে বেশ কিছু ক্লাস আচে। স হী, হাসান, জঈফ আরেকটা কি যেনো ভুলে গেছি। এগুলো সম্পর্কে ধারনা পেলে আপনি ইসলাম পালন করতে পারবেন কিন্তু আপনি আপনার জীবনে ইসলাম কায়েম করতে পারবেন না। কারন ইসলাম শুধু ব্যাক্তিগত জীবন পরিচালনা করে না, এটা পুরো একটা সমাজকে পরিচালনা করে। তখন আসে ইজমা কিয়াস ফিকাহ।

এখন সমস্যা হলো বুখারী সাহেব তো ভুল হতে পারেন কারন তার লেখা ব হু হাদিস কোরান বিরোধী এবং ব হু হাদিস যেমন ঘাদিরে খুম সে ঢুকায় নাই কিন্তু সে অস্বীকারও করে নাই। তাহলে কেমনে কি?

আমার সমস্যা এখানে হয় নি। হইছে অন্য জায়গায়। বিজ্ঞান সম্পর্কিত যত তথ্য আর বাল্যবিবাহ প্লাস নারী স্বাধীনতা ও আরো বেশ কিছু ব্যাপারে। তখন আরো বেশী ডিগ ডীপ করলে এর মিথ্যা আর কালো রূপ চোখের সামনে আসে এবং স হী ইসলাম মানুষকে হয় জঙ্গি বানাবে বা ইসলাম বিদ্বেষী করবে সেটা পরিস্কার হয়।

কথা হলো সীরাত তাফসীর নবী মরার ৫০ থেকে ১০০ বছরের মধ্যে লেখা শুরু হয়। প্রশ্ন যদি করেন কেন? মোহাম্মদ যখন কোরানের আয়াত বলতে থাকে তখন আরবের যারা শিক্ষিত রাবাই বা করোইশদের মধ্যে ছিলো যারা প্রজ্ঞাবান তাদের কাছে এই ধারনা পরিচিত ছিলো এবং লুজার মোহাম্মদের ইনটেনশন গুলো খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলো। তবে মোহাম্মদ বেশ কিছু ভালো উদ্যেোগ নেয় যেমন দাস মুক্ত করার ব্যাবস্থা এবং গনিমতের মাল স হ যুদ্ধ প্রাপ্ত মালের সুষম বন্টন ফলে মোহাম্মদের প্রথমদিককার বেশীর ভাগ অনুসারী ছিলো নিম্ন বর্নের অথবা কনভিক্টেড ক্রিমিনাল ও কসাই। পরে যখন মক্কা বিজয় হয় তখন উচ্চ বংশের লোকজন তার কাছে মাথা নত করে। কিন্তু সে চলও বেশী থাকেনি। মোহাম্মদের ওফাত ও খোলাফায়ে রাশেদীনের মধ্যে নিজেদের কুত্তার মতো কামড়া কামড়ি রিদ্দা যুদ্ধের সূচনা করে। যেটা সুন্নীরা শ্রেফ বিধর্মী নিকেশের কথা বলে সেটা আসলে বক্করকে যাকাতের টাকা দেবার ক্ষেত্রে ইনকার এবং তার বাইয়াত না নিয়ে আলির বাইয়াত নেয়ার ফল যার ফলে ব হু হাদিস সংস্কারককে হত্যা করা হয়। এই যে খালিদ যাকে সুন্নীরা বীর বলে সে আসলে একজন মোনাফেক কারন সে যখন যুদ্ধ জয় করতে থাকে একে তো ত হবিল তশরুফের ঘটনা ঘটে তার ওপর সে খাড়ার ওপর আল্লাকে অস্বীকার করে। উমরের খালাতো ও তার ক্ষমতার প্রধান খুটা হবার কারনে তাকে সে ইনডেমনিটি কিন্তু আসল ইতিহাস আরো ভয়ংকর।

আপনি যে বলছেন বিতর্কিত আসলে আপনার মধ্যে সংশয় তাই এটা বলছেন। আপনার সামনে আসল কাহিনী আছে, কভার আপ ও আছে। আপনি কভার আপ বিশ্বাস করতে চান। সেটা আপনার ব্যাপার। আমি সেটা চাই না। পার্থক্য এখানেই। আশা করি উত্তর পেয়েছেন।

২) আপনি যে ইয়াজিদের কথা বললেন এটার উত্তর আসলে এত অল্প করে দিতে পারবো না। আমার চোখে খোলাফায়ে রাশেদীনের আমলের চাইতে মুয়াবিয়ার আমলকে অনেক বেশী পরিচ্ছন্ন এবং ইসলাম যে ইউরোপে ছড়াইছে এবং নৌপথে যে সুচারূ রূপের যুদ্ধগুলো প্লাস ইউরোপের সাথে যে বানিজ্য এগুলো মুয়াবিয়া করছে। ইসলামের জন্য মুয়াবিয়ার অবদান খোলাফায়ের রাশেদীনের ১০ বারের জন্ম নিয়াও সেটার সমান হতে পারবে না। যদিও সে আয়েশার হত্যাকারী এবং আমি এখনো সঠিক জানি না পরিকিয়া বা ব হুগামীতায় আসক্ত আয়েশার সাথে কোরান লেখক মুয়াবিয়ার কি সম্পর্ক। তবে এটা আমার নিতান্তই ব্যাক্তিগত সন্দেহ কারন সেরকম হিন্টস আমি পরতে পরতে পাই।

ইয়াজিদ যেটা করছে হুসেনকে মেরে যদি সেটার কারনে আপনি তাকে ঘৃনা করেন তাহলে বক্কর আর আর ওমরকে ঘৃনা করেন না কেন? যেকানে ঘাদিরে খুমে নবী মোহাম্মদ স্পস্টতই আলিকে মাওলা ঘোষনা করলো তার ওফাতের ইঙ্গিত দিয়ে এবং তখন কিনা উসমান ওমর বক্কর চারজনেই তার হাতে চুমা দিলো কিন্তু নবী মরার পর লাশ ঠান্ডা হইলো না ব্কর ওমররে সাথে নিয়া স্ট্যাটাস ক্যু তো করলোই সাথে ফাতিমার পেটা গালায় দিলো সেটার ব্যাপারে মত নাই কেন? ঘটনা অস্বীকার করেন নাকি অন্য সমস্যা? সেটার উত্তর আগে দেন

ইয়াজিদ সম্পর্কে তিনটা ধারনা প্রচলিত। এই লিংকে ক্লিক করেন আমি কোনো বইয়ের লিংক দিয়ে ঝামেলায় ফেলতে চাচ্ছি না। এখানে ইয়াজিদ সম্পর্কে তিনটা ধারনার কথা বলা আছে। একটা হলো ইয়াজিদ যৌবনকালে প্লেবয় ছিলো, মদ খাইতো তার ওপর নবী মোহম্মাদের দৌহিত্রের মাথায় কোপ মাইরা রাম নাম সত্য কইরা দিছে, আরেকটা হইলো সে সাহাবী ছিলো, প্রচন্ড বুদ্ধিমান, এবং সৎ ও ইসলামের প্রসারে তার অনেক ভূমিকা ছিলো। আরেকটা হইলো সে ভালোও না খারাপও না। আপনারা হইলেন দ্বিতীয় শ্রেনী। ইসলামী থিওলজিস্টরা পক্ষপাতের কারনে আসল ঘটনা জানাটা বেশ কষ্টকর কারন এমন না যে এগুলো প্রত্নতত্ব দিয়ে বিচার করা যাবে।

কিন্তু প্রশ্ন হলো ইয়াজিদ জিতেছে এবং তারপরও ইসলামের প্রসার হইছে এবং ইসলামের বিকৃতি যাই থাকুক না কেন আমরা নবী মোহাম্মদের আসল জীবনী থেকে শুরু করে অনেক কিছুই অথেনটিক পাইছি যার বড় প্রমান তাবারী ক্বাথীর সাদের লেখা বই, তাসখন্দের ভুলে ভরা ওসমানের কোরান, সেই সঙ্গে মোহাম্মদের হাতে লেখা সন্ধি পত্র যা দিয়ে প্রমান করা যায় প্রতারকটা অশিক্ষিত ছিলো না এবং হাদিস চেইন বা রেয়াত যেগুলো বিভিন্ন ভাবে বোখারী, মিশকাত স হ অন্যান্য থিওলজিয়ান ও হাদিস সংস্কার ও ঐতিহাসিকরা প্রমান করে গেছেন।

এবং আপনার জন্য একটা ছবি

৩৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবাদ উদাসী স্বপ্ন ভাই,
আমার পৃথিবীর তাবৎ কোনে ধর্মে আস্থা নাই, আমার ধর্ম “ন্যায় হচ্ছে ধর্ম আর অন্যায় হচ্ছে অধর্ম” ছোটবেলায় বাসার সামনে দিয়ে বিহারী ফকির যেতো তার গান ছিলো “ভালো করলে ভালো পাবে, মন্দ করলে মন্দ পাবে” আমার প্রশ্নের বিস্তারিত উত্তর দিয়েছেন, দিতে চেষ্ট করেছেন - আমি কৃতজ্ঞ ।

ধর্ম হচ্ছে ডাষ্টবিনের ব্যাবসা !!! মাসে ১৫০ টাকা দিতে হয় ডাষ্টবিন ওয়ালাকে ।

২৫ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪৯

উদাসী স্বপ্ন বলেছেন: ভাই, আপনাদের সাথে আমার মতবিরোধ আছে থাকবে। কারন আমরা মানুষ। আমার কাছে যেটা খারাপ অন্যের কাছে সেটা ন্যায়। কিন্তু দিনশেষে আমি যেটা বুঝি যতই মতপার্থক্য থাকুক, আমি নিজের মনুষত্ব বিকাতে পারবো না। আমি মানুষ হতে চাই। হিন্দু মুসলিম ধনী গরীব হরিদাস পাল হতে চাই না।

ভালো থাকবেন

৩৬| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৩

বিজন রয় বলেছেন: আপনি চিকন মেয়ারে চিনতেন!!!!!!!! তয় চিকন মিয়ারে হদিস লাগান, পাইলে আমারে জানাইয়েন, হ্যারে ব্লগে দরকার।
ব্লগটা রসকসহীন হইয়া যাইতেছে।

আপনি আর চাঙ্কু তার আছেন বইলা রইক্ষা।

নতুন পোস্ট কই?

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৮

উদাসী স্বপ্ন বলেছেন: নিজের আইডি পুলাপান গুম কইরা দিলো, চিকনারে কেমনে খুঁজি! তয় আইডিটা ফেরতপাইলে ট্রাই করুম একটা।


নতুন পোস্ট দিবার পারতেছি না কারন এক সাথে ৫-৬ টা পোস্টে আমি আটকায় গেছি এইজন্য ভয়ে ব্লগেও ঢুকি না। ঢুকলেই মনে হয় ঐগুলো লিখে শেষ করতে হবে!!

৩৭| ২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
কী মিয়া, খেয়েদেয়ে কাজ নাই? কাল্পনিক ঘটনা বলে বেঁচে যাওয়ার ধান্ধা! ;)


আচ্ছা বোন, আপনি লারে লাপা শব্দটা কোথায় পেলেন, বলতে পারেন!

২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫১

উদাসী স্বপ্ন বলেছেন: হলি মলি! আমি বোইন না, আমি ড্যুড।

সেইক্ষেত্রে ঘটনাটা কাল্পনিকই!! বুঝছেন নি!!

লারে লাপ্পা পাইছি কুটিকালে ফরিদপুরে একটা ইয়ো ইয়ো টাইপ খেলা ছিলো ইয়ো ইয়ো আসার আগে সেটা হলো রাবারের ভেতর পানি ভরে তারপর সেটাকে দড়ি দিয়ে বেধে পুলাপান আঙ্গুলে নাচাতো। একসময় আমরা এটা নিয়ে অনেক খেলতাম। পরে ইয়ো ইয়ে আসারপর সেটা উঠে যায়

৩৮| ২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ইয়ো ইয়ো তো ভাই অনেক খেলেছি গো! ;)

গ্রামের মেলা আর স্কুল থেলে আসার পথে বাজার থেকে নিয়ে আসার কথা স্মরণ করিয়ে দিলেন যে!

এই খেলায় যে কত্ত মজা! খালি খেলন আর খেলন!;) ;) :) :) :)

২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০২

উদাসী স্বপ্ন বলেছেন: হ, মাগার জিনিসটা আমার ভারী লাগতো। আঙ্গুল টনটন করতো। কুটিকালে আমি আবার খুব বেশী স্পোর্টি ছিলাম না। গ্রামে থাইকাও সারাদিন উদাস হইয়া ভ্যাবলার মতো দিন কাটাইতাম

৩৯| ২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
এই ভ্যাবলারা কিন্তু সব কিছুতে পার্ট নিত! সেই সূত্রে জিজ্ঞাইতে চাই, আপনি কি এখনো পার্ট লন? ;)

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৩

উদাসী স্বপ্ন বলেছেন: আবার জিগস!!

৪০| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ২:১৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: লাগলো!? =p~ =p~ =p~ =p~

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৩১

উদাসী স্বপ্ন বলেছেন: ১২ বছর ধরে অনলাইনে। চল্টু পল্টু কত আসলো গেলো! ছুচোদের গালি শুনলেও ছোয়াব আছে কারন তখন বুঝবেন আপনি সঠিক পথে!

একদম চাপ নেবেন না কমেন্টে ...রিল্যাক্স

৪১| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৪০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হা হা হা হা, =p~ =p~

সাওয়াব অর্জন করবো ঈশ্বরকে পাওয়ার জন্য! সেটা জাহান্নামে গেলেও চলবে, যদি সেখানে সে আমার সঙ্গে থাকে। কী বলেন!

রিলেক্সে চাপ নিলুম! শীতের রাতে চাপ নেয়ায় আরাম আছে ;)

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৫১

উদাসী স্বপ্ন বলেছেন: তা আপনি যেটা বলে খুশি থাকেন। এই বয়সে এই দেশে খুশি থাকাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার

৪২| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৫৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সেটাই!

ধন্যবাদ। একটা ছবি ব্লগ আপনাকে উৎসর্গ করবো বলে ভাবছি! দেখবেন?

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:০৬

উদাসী স্বপ্ন বলেছেন: দেখান...

৪৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:২৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ড্রাফটে আছে!

৪৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:২৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: শিরোনাম হচ্ছে, হাসি :) উগান্ডার একটি জাতিয় সম্পদ!

আপনার হাস্যজ্জল প্রোপিকের সাথে যায়!

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৯

উদাসী স্বপ্ন বলেছেন: ভালো তো! তো ভালো না!!

৪৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪৯

স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনি খুব ভালো লিখেন। আমি পড়েছি।

২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

উদাসী স্বপ্ন বলেছেন: ইহা আমি মোটেই লিখি নাই, লিখেছে আমার ফুন আর এডিট করে বানান ঠিক করছে ল্যাপুটুপু।

৪৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ঘটনা কি আসলেও কাল্পনিক? B:-/

০৫ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৫৮

উদাসী স্বপ্ন বলেছেন: ১০০ ভাগ ফিকশন, ইহাতে কুনো সন্দেহ থাকার কথা না!

৪৭| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১০

নীল-দর্পণ বলেছেন: বিনুদুননারবিনুদুন ! ঘটক সাবের জন্যে শুভকামনা আর সমবেদনা একসাথে :P =p~

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২৪

উদাসী স্বপ্ন বলেছেন: আবার জিগস

৪৮| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২২

সোহানী বলেছেন: আরে আপনার ব্লগতো সাক্ষাৎ ব্যাপক বিনোদন..........

সুপার লাইক! তবে অফটপিক, "বিয়ে চারটা করা যায়!" এ একমাত্র কথা যেটা সকল ননইসলামীরা জানে। তারা ইসলাম মানেই চারটা বিয়ে এটাকে নিয়েই বেশী মজা করে।

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২৫

উদাসী স্বপ্ন বলেছেন: ঘটনা কিন্তু কাল্পনিক :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.