নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাহিমা জেরিন জেবা্

ফাহিমা জেরিন জেবা্ › বিস্তারিত পোস্টঃ

জেগে ওঠো নারী

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২


জেগে ওঠো নারী

নারী তুমি অকারনে ভয় কেন পাও
নিজেকেই কেন তুমি দাসী ভেবে নাও
তুমি কি শোনো নি সেই জাগরণ গান
যেই গানে জেগে ছিল কত নারী প্রাণ
কষ্ট কেন সও তুমি মুখ বন্ধ রেখে
তাই সবে তোমাদের দাসী মনেকরে
জেগে ওঠো নারী তুমি ভয় পিছে ফেলে
কারন পিছু হাটার দিন শেষ বলে

চল তবে শুরু হবে উন্নয়ন কাজ
সাহায্য কর গড়তে সুশীল সমাজ
ভয় কিসের হে নারী তোমরা মা জাতি
তোমরা ঘরের আলো জগতের বাতি
একথা জানে সকল মহান পুরুষ
তাই হার মানবে না দেখা ও সাহস


মাত্রা : ৮+৬
কবিতা প্রকৃতি : সনেট

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

ঋতো আহমেদ বলেছেন: সনেট। সুন্দর হয়েছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার কথায় উৎসাহ পেলাম।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: সারা দেশ জুড়ে অবাধে
চলছে নারী নিগ্রহ। নারীজাতীর প্রতি চরম
অবমাননা করা হয়েছে। নারী জাগরণের
কবিতাটি দেশের বঙ্গনারীদের নতুন করে
জেগে ওঠার আহ্বানীমন্ত্র ও এগিয়ে চলার প্রেরণা।
সু্ন্দর উপস্থাপনা। নারীজাগরণের কবিতা।
কবিতা পাঠে মুগ্ধ হলাম প্রিয়কবি।
প্রিয়কবিকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
শুভকামনা রইল সতত। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ধণ্যবাদ আপনাকে।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৬

সাহিদা সুলতানা শাহী বলেছেন: ঠিকই বলেছেন। নারীদেরকেও পুরুষের সাথে তালে তাল মিলিয়ে বিশ্ব জয় করতে হবে। পিছু হটার দিন শেষ।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ধন্যবাদ

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৬

অলিউর রহমান খান বলেছেন: ভালো লাগলো। খুব সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.