| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

বঙ্গবন্ধু
বাঙ্গালির প্রাণ তুমি শেখ মজিবুর
তুমি ছিলে উজ্জলতা, বাঙ্গালির নূর
তোমার তেজ দিপ্ততা সেই প্রখরতা
জ্ঞানের ধার মুক্তির হাহাকার যেন
দিয়েছে স্বাধীনতার নতুন সূর্যকে
আমরা পেয়েছি দেশ, পেয়েছি ভাষাকে
বাঙ্গালির স্বপ্ন, আশা যার অবদান
তুমি বঙ্গবন্ধু তুমি বাঙ্গালির গান।
হে মহান নেতা তুমি চির আহবান
তুমি অনুকরণের জিবন্ত প্রতীক
পতাকার মাঝের রং সবুজের রুপ
তুমি বাঙ্গালির সূর্য হে প্রিয় জনক
জনতার মনে তুমি রবে আজীবন
তাই বলি জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
কবিতা প্রকৃতি : সনেট
০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: valo hoyece