নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাহিমা জেরিন জেবা্

ফাহিমা জেরিন জেবা্ › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু থেকে ফিরে এসেছি

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৩



২০ এপ্রিল ২০১৮, রাত ১১:৩০ মিনিট। সবে মাত্র ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ একটি ফোন, একটু অবাক হলাম। এতো রাত আবার কে ফোন দিল?
ফোন ঘেটে দেখি আরো অনেক গুলো কল এসেছে। বড় মামির কল। ফোন বেক করবো এই মুহুর্তেই আবারো কল আসলো। ফোন রিসিব করলাম আর যা শুনলাম তাতে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। আমার সবচেয়ে প্রিয় মানুষদের একজন আমার শ্রদ্ধেয় নানা ভাই দুনিয়ার সকল মায়া ত্যাগ করে মহান আল্লাহর দরবারে পাড়ি দিয়েছেন। তখন কার সময়টা এমন ছিল যে, আমার মামাদের মধ্যে সব চেয়ে রাগি মেঝ মামা যিনি চিৎকার দিয়ে কাঁদছিলে যা দেখে আমরা সকলে আরো ভেঙ্গে পড়ি।
ও একটা কথা বলা হয়নি্। আমার মেঝ মামা চট্টগ্রামে তার পরিবার নিয়ে থাকেন্।সেখানে তিনি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান চালান। আমি মামার বাসায় থেকে পড়া লেখা করছি প্রায় তিন বছর। এতো গুলো বছরে ও মামাকে কখনো দেখিনি এতটা ভেঙ্গে পড়তে । যতটা ভেঙ্গে পড়েছিলেন নানা ভাই এর মৃ্ত্যুর সংবাদে।
আমরা আর একটু ও সময় নেইনি। নানার বাড়ী যাওয়ার জন্য মামার নিজস্ব গাড়ী দিয়েই রাত ১:৩০ মিনিটের দিকে রওনা হলাম। ওইদিন ছিল শুক্রবার রাত্। এর আগের দিন আবার মামার অফিসে ডাকাতি হয় তাই মামার হাতেও তেমন ক্যাস টাকা ছিলনা আমরা অনেক গুলো বুথ চেক করে একটি বুথ থেকে অল্প কিছু টাকা নিয়ে রওনা দিলাম। মাঝে পড়লো আরো তিন ঘন্টা ট্রাফিকজ্যাম। মরার উপর খড়ার ঘা পড়ার মত অবস্থা।
আমরা সকাল ৭ টা বাজে বাড়ী পৌঁছালাম্।……….
এরপর……
এরপর আমরা নানা ভাই এর মৃত্যু কার্যক্রম শেষ করে ২৩ শে মাচ আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। কারো মনই তেমন স্বাভাবিক অবস্থায় ছিলনা এবং থাকার কথা ও নায়। তার মধ্যে আমার মনে একটা ভয় খুব বেশি কাজ করছিলো। তাহলো, এর আগে কখনো আমরা দূরগামী জার্নিতে প্রাইভেট কার এ কখনো উঠিনি। আমার মামি, আমি ও আমার মামাতো বোন হাইস এ করেই সব সময় বাড়ী যেতাম। আর আমার মামা ও মামাতো ভাই যেত মামার কার এ করে। কিন্তু দুরভাগ্য বসত এবার হাইস না পেয়ে সকলে একই গাড়ীতে রওনা হলাম। যা আমার মনে ভয় এর সঞ্চার করছিল। অবশ্য কাউকে তা বুঝতে দেই নি। আমরা বাড়ী থেকে ফেনী আশা পর্যন্ত বিভিন্ন সুরা শুনলাম। কিন্তু একটা পর্যায় এসে আমরা সবাই একদম নিশ্চুপ হয়ে যাই। জানি না কেন……..।
আমরা দুপরে একটা রেস্তরায় নামার কথা ছিল। কিন্তু সেইদিন তাও বন্ধ ছিল। যার কারন আমরা যাত্রায় অবসর না নিয়েই আবার রওনা হলাম। এর মাঝে আমাদের ড্রাইভার ১০০ ত্রিশ কিলোমিটার বেগে গাড়ী চালাচ্ছিল।মামা তাকে তাড়াহুড়ো না করার কথা বার বার বলছিলেন।
ড্রাইভার ও যেন আজ ভাগ্যের মত আমাদের বিপক্ষে চলতে চাইছে।……
আর তখনি ঘটলো সেই মৃত্যু থেকে ফিরে আশার ঘটনা….
আমরা সিতাকুন্ডু চলে আসলাম তখন ও আমরা সবাই চুপচাপ বসে আছি। হঠাৎ….হঠাৎ একটা কাভার্ট ভ্যান আমাদের গাড়ীকে ধাক্কা দিলো। আল্লা আমাদের রক্ষা করুন….আমরা সকলে কিছু বুঝতে পারলাম না। আমি শুনতে পারছিলাম মামা মানি বলছেন আল্লা আমাদের রক্ষা করুন……. এর পর বিকট একটা শব্দ তার পর কিছু বুঝার ক্ষমতা আমার ছিলনা। পরে মামা বলছিলেন আমাদের গাড়ী তিন বার পাল্টি খেয়ে রাস্তার ওপাশে চলেগেছে। আমাদরে গাড়ী কাথ হয়েছিল। আমার এবং সকলের জীবন খুব অল্পের জণ্য বেঁচে গেলাম……।
হয়তো সেদিন সব কিছু আমাদের বিপক্ষে থাকলে ও আল্লা আমাদের পক্ষে ছিলেন।…….
অতপর আল্লাহ তালার অসীম মেহের বাণীতে আমি সকলের মাঝে আবার ফিরে আসতে পারলাম।

সকলে আমার জণ্য দুআ করবেন।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

মাহমুদুর রহমান বলেছেন: একটা কথা আছে" রাখে আল্লাহ মারে কে?"
দুই রকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করুন।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৩

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: আপনি ঠিকিই বলেছেন রাখে আল্লা মারে কে...
আল্লাহর ইচ্ছা ছাড়া মরা বাঁচা কোনটাই সম্ভব নয়। এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করে শেষ করা যাবেনা। আমি এই ঘটনার মাধ্যমে একটি নতুন জীবন পেয়েছি এই ভাগ্য হয়তো সকলের হয়না। তাই প্রতিটা নতুন সকালের সূচনায় এবং দিবার সমাপ্তিতে আল্রাহর কাছে শুকরিয়া এবং ক্ষমা প্রার্থনা করছি।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

খায়রুল আহসান বলেছেন: বিপদ কখনো একা আসে না। যাক, আল্লাহ'র মেহেরবানী যে বেঁচে এসেছেন, বড় কোন ক্ষয়ক্ষতি ছাড়াই। এর জন্য বেশী বেশী করে দান সাদাকা করে আল্লাহ'র শোকর গুজার করুন!

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৩

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: আসলে এমন একটা বিপদের মধ্য থেকে অক্ষত অবস্থায় ফিরে আসতে পেরে প্রথমেই আল্লাহকে অশেষ ধন্যবাদ জানাই। এই ঘটনার পর আমরা কুরআন খতম করিয়েছি । গরীব দের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করেছি এবং মসজিদে কুরআন শরিফ দান করেছি। অনেক দিন পর আপনার মূল্যবান বক্তব্য পড়তে পেরে নিজেকে ধণ্য মনে করছি।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তা আলার মেহের বানি

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৪

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: জি, আপনি ঠিক বলেছেন।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ভাইয়া আব্বুর কাছে (সনেট কবি) আপনার, ভাবীর এবং পরি মণির কথা অনেক শুনেছি। আল্লাহ আপনার মঙ্গল করুক। সবাইকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসবেন।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আল্লাহ মাফ করুন...

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩১

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন..

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

ডার্ক ম্যান বলেছেন: ঢাকা-চিটাগং এর এই রুট আগে আরও ভয়ংকর ছিল। ২০১০ সালের ১৯শে ডিসেম্বর আমার মামা যারা কালু শাহ মাজার এলাকায়। কাভার্ড ভ্যান পিছন থেকে ধাক্কা দেয় মোটর সাইকেলকে । আমার বড় ভাই এর আগে নেমে যাওয়ায় প্রাণে রক্ষা পান ।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: আল্লাহ সকলকে সকল বিপদের হাত থেকে রক্ষা করুন ।
(আমিন)

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

ঢাকার লোক বলেছেন: আলহামদুলিল্লাহ, বেঁচে গেছেন এবং বড় কোনো ক্ষতি হয়নি !
ঢাকা চট্টগ্রাম সড়কে ১৩০ কি মি ( ৮০ মাইল) বেগে গাড়ি চালানো অবিশ্বাস্য, অতিমাত্রায় বিপজ্জনক; সুযোগ থাকলে এ ড্রাইভার বাদ দিয়ে অন্য কাউকে নিতে পারেন ভবিষ্যতে নিরাপত্তার খাতিরে। আর সে গাড়িকে ধাক্কা দেয় (?) যে কভার্ড ভ্যান তার গতি কত ছিল কে জানে !

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ওই কাভার্ড ভ্যান কে আর ধরা যায়নি।
ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য।

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৭

প্রামানিক বলেছেন: আমিও একজন এক্সিডেন্টের রুগী। এক্সিডেন্ট-এর কথা শুনলে আমার হৃদয় এখনও কেঁপে উঠে।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: আপনি ঠিক বলেছেন। আমি এখন ও গাড়ী দ্রুত চললে খুব ভয় পাই। এক্সিডেন্ট এর কথা তো শুনতেই পারি না।

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৬

কাতিআশা বলেছেন: আল্লাহ তায়ালা সবাইকে হেফাজত করুন!

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: আমিন।
আপনার মূল্যবান বক্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২৪

বলেছেন: আল্লাহ সকলের মঙ্গল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.