| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

মানবতা মহাগুণ সকলের ক্ষেত্রে
প্রকৃত মানুষ হতে, এটা প্রয়োজন
জীবনের প্রতি বাঁকে, এছাড়া এখন
স্বার্থপর মানুষের কাটছে সুদিন।
এদের চেতনা স্বার্থ চিন্তায় বিভোর
অসহায় মানুষের রক্ত চুষে খেতে
দন্ত-নখরে তাদের ছিঁড়ে, নিষ্ঠুরতা
ছড়িয়ে বিষাক্ত লোভে সারা বিশ্বময়।
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ঐক্য প্রয়োজন
সকল মানুষ মিলে করতে গঠন
অবিচল ন্যায় দল সুদৃঢ় প্রত্যয়ী।
অপরাধ অবিচার নিঃশেষিত হবে
সকল জাতির মাঝে হৃদ্যতার বলে
নির্মল মানবতার মহত্বে অনন্য।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১২
ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: বলেছেন: জি, আমি ওনার বড় মেয়ে।
২|
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
@লেখক বলেছেন: বলেছেন: জি, আমি ওনার বড় মেয়ে।
স্বাগতম ।
আপনার বাবার কবিতা ভাল লাগে ।
আপনার কবিতাও সুন্দর । দারুন ।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০২
ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য।
৩|
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৪
ডার্ক ম্যান বলেছেন: ফরিদ ভাইকে ইদানিং কম দেখছি , তিনি কেমন আছেন ?
এটা কি সনেট লিখেছেন
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬
ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: আল্লাহর রহমতে আব্বু ভালো আছেন। আসলে ইদানিং তিনি অফিসের কাজে একটু ব্যস্ত থাকেন।
জি, সনেট লেখারই চেষ্টা করেছি।
৪|
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২২
ল বলেছেন:
@লেখক বলেছেন: বলেছেন: জি, আমি ওনার বড় মেয়ে।
স্বাগতম ।
আপনার বাবার কবিতা ভাল লাগে ।
আপনার কবিতাও সুন্দর । দারুন।
পুরো সাহিত্যমনা পরিবার আমিতো পুরাই শান্তি পেলাম।
অনেক অনেক শুভ কামনা কিন্ত ---
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩২
ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
৫|
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩
ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮
চাঁদগাজী বলেছেন:
আপনি কি সনেট কবির কেহ হন?