নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাহিমা জেরিন জেবা্

ফাহিমা জেরিন জেবা্ › বিস্তারিত পোস্টঃ

আমার ইশতেহার

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯



আমি যদি কোন দলের ব্যানারে নির্বাচন করতাম তাহলে সে দলের পক্ষ থেকে আমার নির্বাচনী ইশতেহার নিম্নরূপ হতোঃ-

১। সরকার প্রধান দুই মেয়াদের বেশী না থাকার বিধান তৈরী করা।

২। নাগরিকদের মাঝে অর্থনৈতিক ভারসাম্য তৈরী করা।হত দরিদ্র জনগোষ্ঠির অর্থনৈতিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

৩।প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং প্রতিভা বিবেচনায় শিক্ষার ব্যবস্থাকরা। যার যে শিক্ষার প্রতিভা তাকে অন্যদের ইচ্ছা অনুযায়ী তার যে প্রতিভা নেই সে দিকে পরিচালিত না করা।

৪। নারী উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।

৫। পর্যটন ব্যবস্থাকে বিশ্বমানে পরিণত করা।

৬।কৃষিক্ষেত্রে কৃষকদেরকে যথাযথ প্রশিক্ষণ প্রদান ও প্রয়োজনীয় ঋণের ব্যবস্থা করা।

৭। নারীদেরকে বখাটে উৎপাত মোকাবেলায় শারিরিক ও মানসিক ভাবে গড়ে তোলা।

৮। দেশের অর্থের অপচয় রোধ করে দেশের অধিকতর উন্নয়ন সাধনের চেষ্টা করা।

৯। ট্রাফিক আইনের যথাযথ বাস্তবায়ন করে যাতায়ত ব্যবস্থা নিরাপদ করা।

১০। অসাম্প্রদায়িক দেশ বজায় রাখা।

১১। অপরিকল্পিত আবাসন ব্যবস্থা প্রতিরোধ করা হবে।

১২। উদ্যোক্তা বৃদ্ধির মাধ্যমে অধিকতর কর্মসংস্থানের ব্যবস্থা করে ক্রমান্নয়ে বেকার সমস্যার সমাধান করতে হবে।

১৩। সরকার প্রধান থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রে নিযুক্ত কর্তাব্যক্তিদের বিলাশী আচরণ প্রতিহত করা।

১৪। ঠিকাদারের কাজের যথযথ তদরকি করে রাষ্ট্রীয় অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা।

১৫। যানজট সৃষ্টিকারী গাড়ী রাস্তাথেকে তুলে নিয়ে যানজট সৃষ্টি যেন না হয় এমন গাড়ী রাস্তায় নামাতে হবে। যেমন সিএনজির বদলে ন্যানো গাড়ি চালানো যেতে পারে।

১৬। চিকিৎসাসেবাকে জনগণের দোর গোড়ায় পৌছে দেওয়া।

১৭। মাদক, সন্ত্রাস, জঙ্গি, ধর্ষক, অত্যাচারী ও নির্যাতকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা।

১৮। বিগত সরকারের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখা।

১৯। যুদ্ধাঅপরাধের বিচার অব্যাহত রাখা ও মুত্তিযুদ্ধসহ সকল জাতীয় চেতনা বজায় রাখা।

২০। সুস্থ্যসাংস্কৃতিক পরিমন্ডল গড়ে তোলা।

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


ভালো চিন্তা ভাবনা; টোকাই ও তাদের মতো শিশুদের পড়ালেখার জন্য কিছু যোগ করেন।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: আপনি যেহেতু বলেছেন সেহেতু পরে চিন্তা ভাবনা করে যোগ করবো।
( ইনশা আল্লা)

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

আরোগ্য বলেছেন: নারী উন্নয়ন বলতে কি বুঝিয়েছেন?

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: নারী উন্নয়ন বলতে নারীদের অর্থনৈতিক ভাবে সাবলম্বি করা এবং আত্নরক্ষায় সক্ষম করাকে বুঝিয়েছি।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

হাবিব বলেছেন: অসাম্প্রদায়িক দেশ গড়বেন কিভাবে?

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ইসতেহার সাধারনত সংক্ষিপ্ত হয়। এই বিষয়ে আমাদের দলীয় ফোরামে বিস্তারিত ঠিক করা হবে।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

রাজীব নুর বলেছেন: বেশ ভালো।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাইয়া।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

হাবিব বলেছেন: ১৫ নাম্বারে যে সকল গাড়ি রাস্তা থেকে তুলে নিবেন সেগুলো কি করবেন আপুু........?

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: সেগুলি প্রত্যন্ত গ্রামাঞ্চলে চলতে পারে।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

মাহমুদুর রহমান বলেছেন: ভালো ইশতেহার।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ধন্যবাদ, অনুপ্রেরণা পেলাম।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

মৌরি হক দোলা বলেছেন: নারীদেরকে বখাটে উৎপাত মোকাবেলায় শারীরিক ও মানসিকভাবে গড়ে তোলা

দৃঢ়ভাবে সহমত পোষণ করছি। কিন্তু আপা, আমাদের দেশে কি কখনো এমন দিন আসবে না, যেদিন বখাটে উৎপাত শব্দটা আর থাকবে না, পুরুষরা নারীদের দিকে তাকাবে না হিংস্র, লোলুপ দৃষ্টিতে, আর নারীরা ও চলাফেরা করতে পারবে স্বাধীনভাবে, নির্ভয়ে, নির্বিঘ্নে ?

আর ৩ নং টার জন্য কি বলব.............অশেষ ভালোবাসা.....একেবারে আমার মনের কথা....যার যে শিক্ষা প্রতিভা্ তাকে অন্যদের ইচ্ছা অনুযায়ী তার যে প্রতিভা নেই সেদিকে পরিচালিত না করা

ইশতেহারে ++++++

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: এমন দিন তরান্বিত করতেই আমরা প্রচেষ্টা চালাবো। অসাধারন মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক শুবেচ্ছা ও অভিনন্দন।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

নজসু বলেছেন:



বেশ ভালো।
ভাববার মতো।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪০

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ধন্যবাদ।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: ঢাকা সিটি থেকে মশা তাড়াবার মতো কঠিন একটা চ্যালেঞ্জ উল্লেখ থাকতে পারতো। ঢাকা মহানগরী কি যনজটমুক্ত করার কোন পরিকল্পনা নেই।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০০

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ৯নং ও ১৫ নং ক্রমিকে যানজট সম্পর্কে লেখা হয়েছে। মশা সম্পর্কিত আপনার গুরুত্বপূর্ণ উপদেশ বিবেচনায় রাখা হবে।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫২

তারেক ফাহিম বলেছেন: ভালো ভালো।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪১

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ধন্যবাদ।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: বেশ ভালোই হয়েছে বলতে হবে!

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৮

বলেছেন: বিচার বিভাগ বাদ পড়লো!!!

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৮

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: না এটা ইশতেহারের সংক্ষিপ্ত রূপ হওয়ায় বিস্তারিত লেখিনি। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের ভিত্তিতে পরবর্তীতে বিস্তারিত চিন্তাভাবনা করবো।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent manifesto!

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: অনুপ্রেরণাদায়ক মন্তব্যের জন্য আপনাকে নিরন্তর শুবেচ্ছা।

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০

কালীদাস বলেছেন: ৩ নাম্বার পয়েন্টটা ভাল লেগেছে; এটাকে অনেকেই মিসইন্টারপ্রেট করছে। ১৫ নাম্বারটা অনেকদিনের সমস্যা, আরও পোক্ত সমাধান দরকার। ১৬ নাম্বার পারবেন না, এটার আগে অনেকগুলো স্টেপ আছে যেগুলোর একটাও বাংলাদেশে চালু হয়নি এখনও।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৭

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: আমাদের সরকার ব্যবস্থায় এমন অনেক গুলো কর্মকান্ড রয়েছে যে গুলোতে সরকারের নিখুঁত পর্যবেক্ষণ ও পদক্ষেপ গ্রহণের দরকার ছিল। কিন্তু যদি এসকল কর্মকান্ড সমূহে আমরা যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করতে পারি তবে এই সকল সমস্যা সমাধান করা সম্ভব।

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৩

রসায়ন বলেছেন: ৫ বছরে এখানের অনেক কিছুই করা সম্ভব হবে না

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: তারপর ও পরিকল্পনা থাকতে হবে। চেষ্টা করতে দোষ কি?

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৯

স্বপ্নীল ফিরোজ বলেছেন: Great idea

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ধন্যবাদ।

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

খায়রুল আহসান বলেছেন: মোটামুটি ভালভাবেই প্রকাশ করেছেন আপনার নিরবাচন বিষয়ক চিন্তাগুলোকে, তবে প্রতিটির না হলেও কিছু কিছু পয়েন্টের আরেকটু বিশদ ব্যাখ্যা থাকলে ভাল হতো।
৩ নং পয়েন্টটা চমৎকার হয়েছে। আপনি কি এটার ভুক্তভোগী?
১৫ ও ১৬ নং পয়েন্টের ব্যাপারে কালীদাস এর সাথে একমত।
পোস্টে প্লাস + +

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: আমি ৩ নং পয়েন্টের ভোক্তভুগী নই। তবে অনেকের বেলায় দেখেছি।

আপনার মত মাননীয় আমার পোষ্টে মন্তব্য করায় আমি কৃতজ্ঞ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.