নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাহিমা জেরিন জেবা্

ফাহিমা জেরিন জেবা্ › বিস্তারিত পোস্টঃ

দলীয় সরকারের অধীনে নির্বাচন

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৫



এখন যদি জাতীয় ঐক্য ফ্রন্টের সরকারের অধীনে তাদের পছন্দের নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করা হয় তাহলে নির্বাচনের ফলাফল আমরা যা দেখলাম এটা ঠিক থাকবে কি? তখন কারা জয়ী হবে? আমার খুব জানতে ইচ্ছে করে।আমর মনে হয় তখন বিপুলতো থাক দূরের কথা তখন মহাজোট মোটে জয়ের চাঁদমুখখানাই দেখতে পাবে না। তখন জাতীয় ঐক্যফ্রন্ট বলবে এরা জনগণের সাথে যা করেছে জনগণ তাদেরকে এর যোগ্য জবাব দিয়েছে।মহাজোটের এমন মহবিজয়ের পরেও জাতীয় ঐক্যফ্রন্ট পরাজয় স্বীকার করলোনা। তারা আরো বলছে আমাদের অধীনে নির্বাচন দিয়েই দেখুক তারা জিততে পারে কি না! আমারও কেন জানি মনে হয় এমন ক্ষেত্রে ভোটের ফল উল্টা হয়ে যাবে। আর এটাই আমাদের দেশ। এখানে আমরা এমন কিছু দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছি।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দলিয় অবস্থানে যা সত্য তার বাইরেও একটা সার্বজনীন সত্য আছে।

সেই সত্যকে দৃশ্যমান করতে হলে নাগরিকের মতপ্রকাশের স্বধীনতা নিশ্চিত করতে হবে।
তাদের ভৌটাধীকার নির্ভয়ে, নিরাপদে নিশ্চিন্তে প্রদানের অধিকার দিতে হবে।
এবং সেই মতামতকে মেনে নেবার নূন্যতম ভব্যতা বোধ থাকতে হবে।

চরের টেটার লড়াই যখন রাজনীতিতে ঢুকে পড়ে
বচন বাচনে যখন মাস্তান সন্ত্রাসীর হুমকি ভাষা (খাইয়ালাম, ছিড়ালাম) নিত্য হয়ে যায়
তখন নাগরিকেরা অক্ষম আক্রোশে নিজের চুল ছেড়ে!!!!!

স্বাধীনতাকে অর্থবহ করতে হলে নাহরিক অধিকার সুনিশ্চিত করতে হবে।

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: স্বাধীনতাকে অর্থবহ করতে হলে নাগরিক অধিকার সুনিশ্চিত করতে হবে।
আপনি ঠিক বলেছেন।

২| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

সূচরিতা সেন বলেছেন: সুন্দর উপস্থাপন ।

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ধন্যবাদ

৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

হাবিব বলেছেন: কি আর করা বলুন.......

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: তার চেয়ে আপনি সনেট লেখুন এটাই ভালো........।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

সুখী পৃথিবীর পথে বলেছেন: আমি ই এ জন্য দায়ী। কারণ আমি ক্ষমতা লোভী স্বত্ত্বা উভয় দিকে আছি। ধন্যবাদ ভাল লিখেছে।

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ঠিক বলেছেন......
ক্ষমতা লোভের কারণেই আমরা ভালো হতে পারিনা।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: যে কৃষ্ণ রাধার অলি তারে ভোলায় চন্দ্রাবলী।
সে কথা আর কারে বলি ঘৃণায় আমার জীবন যায়।।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪১

খাঁজা বাবা বলেছেন: দুই দলের বাইরেও আর একটা বড় দল আছে, সেটা হচ্ছে জনগন। যারা এই দেশের মূল চালিকাশক্তি।
আপনি তাদের কথা ভুলে গেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.