নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য ,

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,

ফাহিম আহমদ

কানের পাশে কার যেন স্মৃতি ফাটা বিলাপের করুন সুর।

ফাহিম আহমদ › বিস্তারিত পোস্টঃ

তুমি কত সুন্দর যেন, সম্পুর্ণ একটা কবিতা

২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩০





তুমি কত সুন্দর যেন, সম্পুর্ণ একটা কবিতা

যার ছন্দে ছন্দে আবৃত্তি করা যায়।



তুমি কত সুন্দর যেন, সম্পুর্ণ একটা চিত্র

যার রঙ্গে রঙ্গে এ মন টা রাঙ্গানো যায়।



তুমি থাকলে পাশে যেন, আমাকে আমার করে

খুঁজে পাই।

তোমার চোখে চোখ রাখলে কষ্টের

শত জ্বালা ভুলে যাই।



শিল্পীর তুলেতে আকাঁ মুনালীসাকে তোমার

হাসির মাঝে খুঁজে পাই।

তোমার রঙ্গে মন রাঙ্গাতে আমি

স্বপ্নের দ্বীপে চলে যাই।



রঙ্গ ধনু বিকেলের স্বপ্ন এনে সাতটি রঙ্গে ছোঁয়ায়

তোমার হৃদয়ে নিজেকে সাজাতে চাই।



হাল ভাঙা নাবিকের ক্লান্তি নিয়ে একটু সুখের

আশায় তোমার হৃদয়ে পেলেছি....................থাক ধুরু ধুরু বুকে আর বলা

হলানা।;):((



মন্তব্য ২৮ টি রেটিং +৪/-৮

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩২

অপ্‌সরা বলেছেন: বাহ বাহ কবিতার চেয়ে মেয়েটা বেশী সুন্দর কিন্তু!!!:P

২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

ফাহিম আহমদ বলেছেন: অপ্‌সরাপু দন্যপাতা

২| ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৬

স্বপ্নকথক বলেছেন: অপ্‌সরা বলেছেন: বাহ বাহ কবিতার চেয়ে মেয়েটা বেশী সুন্দর কিন্তু!!!:P

২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৮

ফাহিম আহমদ বলেছেন: :|

৩| ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪০

শাকিল ফারুক. বলেছেন: অপ্‌সরা এবং স্বপ্নকথক বলেছেন: বাহ বাহ কবিতার চেয়ে মেয়েটা বেশী সুন্দর কিন্তু!!!

২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪২

ফাহিম আহমদ বলেছেন: নজর লাইগা যাইতাছে মনে হয়। B:-)

৪| ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪১

সবার প্রিয় বলেছেন: শাকিল ফারুক. বলেছেন: অপ্‌সরা এবং স্বপ্নকথক বলেছেন: বাহ বাহ কবিতার চেয়ে মেয়েটা বেশী সুন্দর কিন্তু!!!

২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৩

ফাহিম আহমদ বলেছেন: মসকরা কর নাকি, /:)

৫| ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৪

নষ্ট ছেলে বলেছেন:
তুমি কত সুন্দর চিড়িয়াখানায় দেখেছি তোমার মত বান্দর :P

ফটুকটা কার বস ;)

২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৬

ফাহিম আহমদ বলেছেন: এ্যাঁ #:-S

৬| ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৫

করবি বলেছেন:
কে কার জন্য ??
ছবিটার জন্য কবিতা
নাকি কবিতার জন্য ছবিটা !!

২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৭

ফাহিম আহমদ বলেছেন: কে কার জন্য ??
ছবিটার জন্য কবিতা
নাকি কবিতার জন্য ছবিটা । বাহ দারুন পিচ্ছি কবিতা মনে হয়। B:-/

৭| ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৭

আকাশের নীল থেকে বলেছেন: সুন্দরের মধ্যেই কি সব?মানুষের মধ্যে কিছু নাই?ছেলেরা কেন শুধু মেয়েদের সুন্দরটাই দেখে আমি সেটা বুঝি না।এখানের মেয়েটা একটুও সুন্দর না কেবল রঙ সাদা ছেলেদের ভাষায় একেই সুন্দর বলৈ ।আমার কষ্ট হয় এটা ভেবে যে ছেলেরা জানেই না সুন্দর কি জিনিস।

২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৩

ফাহিম আহমদ বলেছেন: আপনার দারণা সম্পুর্ণ ভুল, একটি কবিতার মধ্য কবিতার ভাব ও তার শব্দ চয়ন বাক্য গঠন এরকম থাকবেই ।আবার সব কবিতা এক রকম হয়না।

৮| ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৭

পথে-প্রান্তরে বলেছেন: এই মাইয়াডা কই থাহে ? ফুন লম্বর কত ? ঠিকানা কি ? :-B :-B বড়ই সৌন্দর্য ।

২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:০০

ফাহিম আহমদ বলেছেন: হায় হায় কন কি তাইলে আমি যামু কই? :-B

৯| ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:০০

প্রজাপতি বালক বলেছেন: সুন্দর। প্লাস দিলাম।

২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:০১

ফাহিম আহমদ বলেছেন: ধন্যবাদ।

১০| ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:০৩

লালসালু বলেছেন: সবার প্রিয় বলেছেন: শাকিল ফারুক. বলেছেন: অপ্‌সরা এবং স্বপ্নকথক বলেছেন: বাহ বাহ কবিতার চেয়ে মেয়েটা বেশী সুন্দর কিন্তু!!!+

২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪০

ফাহিম আহমদ বলেছেন: আমিও। :((

১১| ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:০৮

ডঃ জেকিল বলেছেন: ভালো।

২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪১

ফাহিম আহমদ বলেছেন: ধন্যবাদ

১২| ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:০৯

ভাঙ্গন বলেছেন: ডঃ জেকিল বলেছেন: ভালো।

২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৭

ফাহিম আহমদ বলেছেন: আপনার মুখটা কেন কালো? :)

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩১

আকাশের নীল থেকে বলেছেন: সরি,এই কবিতাকে নিয়ে বলিনি,ছেলেদের সাধারন মনোভাব নিয়ে বলেছি।কবিতার মধ্যে কত কথাই থাকতে পারে কবিতাকে সাজানোর জন্য।ধন্যবাদ।

২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৭

ফাহিম আহমদ বলেছেন: ধন্যবাদ। আপনার ধারণাও বেঠিক নয়।

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২০

যাযাবর রাজিব বলেছেন: একটারে লইয়া কাড়াকাড়ি....এখান থেকে সবাই নেন.......

২৫ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৩

ফাহিম আহমদ বলেছেন: :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.