নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মতে, নিজের সম্পর্কে বলা অনেক কঠিন একটা কাজ। তাই কঠিন এই কাজটা না হয় অসম্পূর্ণ থেকে থাক।।।

ফাহিম জামান ।।

।।।

ফাহিম জামান ।। › বিস্তারিত পোস্টঃ

টিএসসির সেই ভাইরাল ছবি তোলা ফটোগ্রাফারকে মারধর...

২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বৃষ্টিভেজা একটি কাপলের ছবি তুলে রাতারাতি আলোচনায় চলে আসেন ফটোগ্রাফার জীবন আহমেদ। সোমবার সারাদিনব্যাপী ছবিটি সকল সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় ছিল।

সাম্প্রতিককালের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ভাইরাল ছিল জীবন আহমেদের তোলা সেই ছবিটি। এমনকি এরপর মঙ্গলবার দিনেও সেই আলোচনায় বিন্দুমাত্র ভাটা পড়েনি।
তবে সেই আলোচিত ছবি তোলার অপরাধে নিজের পেশার লোকদের হাতেই মারধরের শিকার হয়েছেন ফটোগ্রাফার- এমনটিই অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, টিএসসির যে স্থানে যুগলদের ছবিটি তোলা হয়েছে সেখানেই তাঁকে প্রকাশ্যে মারধর করা হয়েছে সেই ফটোগ্রাফারকে। মারধরকারী সকলেই আলোকচিত্রশিল্পী বলে জানা গিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জীবন আহমেদের সহকর্মী মাকসুদুল হক ইমু বলেন, “আজ জীবন আহমেদকে মারধর করা হয়েছে। যারা মেরেছে তারাও একই পেশার সাথে যুক্ত। মূলত জীবনের কাছে তারা সিরিজ ছবিগুলো চেয়ে না পেয়ে মারধর করে।”

জীবনকে মারধরের সময় তাঁকে বলা হয়েছে এই পেশাকে নাকি জীবন কলঙ্কিত করেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হয় আলোকচিত্রশিল্পী জীবন আহমেদের সঙ্গে। তিনি বিষয়টি সম্পর্কে প্রথমে কোনো কথা বলতে রাজি না হলেও এক পর্যায়ে বলেন, আমি কার বিরুদ্ধে কথা বলবো? তিনি বলেন, আমার পেশার লোকেরাই আমাকে মেরেছে। আমি কিছু বলতাম না তারা যদি আমাকে আড়ালে নিয়ে গিয়ে মারধর করতো। কিন্তু তারা আমাকে মেরেছে প্রকাশ্যে টিএসসিতে।

জীবন আহমেদ বলেন, আমাকে মারার সময় তারা আমাকে বলছিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নির্দেশে মারছে। আমি নাকি কলঙ্কিত করেছি আলোকচিত্রশিল্পী সমাজকে। কিন্তু প্রক্টর স্যার একটু আগে ফোন দিয়ে বললেন, এরকম নির্দেশনা তিনি দেননি দিতে পারেন না। আমিও জানি তারা গায়ের ঝাল মিটিয়েছে।

উল্লেখ্য, গতকাল জীবন আহমেদের তোলা আলোকচিত্রটি প্রথমে তার নিজস্ব কর্মরত অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। এরপর তার ফেসবুক হ্যান্ডেল থেকে তা ছড়িয়ে পড়ে। মঙ্গলবারের মারধরের ঘটনায় জীবন আহমেদ আজ ফেসবুকে লিখেছেন, ‘আজ থেকে সাংবাদিকতা থেকে বিদায় নিলাম। ‘

সূত্র : কালের কন্ঠ

মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসুস্থ্য মানসিকতার কারণে ছবিটি ভাইরাল!
ছবির নান্দনিক রূপটি তাদের চোখে পড়েনি।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১০:২২

ফাহিম জামান ।। বলেছেন: ঠিক বলেছেন

২| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

স্রাঞ্জি সে বলেছেন: বিদায় নেওয়া টা তার ঠিক হয়নি।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১০:২২

ফাহিম জামান ।। বলেছেন: এটা তার ব্যক্তিগত বিষয়

৩| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

জগতারন বলেছেন:
আমি যতদূর যেনেছিঃ

ছেলেটি মেয়ের কানে কানে কি যেন বলতে উদ্বত হলে অন্য অ্যাঙ্গেল (পাশ থেকে) ক্যমেরার কারসাজি করে ছবি তুলনেওয়ালা ফোমান্টিকতার রঙ মাখানোর চেষ্টা করেছে এবং দর্শকদের ধোকা দেয়ার প্রয়াশ করা হয়েছে।

এ ছবিটি ভালোভাবে লক্ষ করলে দেখা যাবে ছেলেটির ও মেয়ের মুখ একত্রে নয়।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৪

ফাহিম জামান ।। বলেছেন: আপনার ধারনাটি ভুল কেননা.... এদের এই যুগলটির আরো ছবি আছে... কিন্তু সেগুলো ভাইরাল হয়নি

৪| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


জীবন আহমেদের ছোট্ট একটা ইচ্ছা পুরণ হলো না: উনি চেয়েছিলেন যে, উনাকে একটু আড়ালে নিয়ে মারধর করতে, খুবই ছোট একটা চাওয়া

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৭

ফাহিম জামান ।। বলেছেন: আসলে ভাই... এই যুগে কেউ কার ভাল সহ্য করতে পারে না... সফলতা নিজের ত্যাগকৃত মলের গন্ধের মত শুধু নিজের টাই সহ্য হয়...

৫| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


এই ঘটনার তিনটা পক্ষ --
১. যাদের ছবি তোলা হয়েছে, তারা একটা পক্ষ।
২. যিনি ছবি তুলেছেন, তিনি একটা পক্ষ।
৩. যারা মারধর করেছে, তারা একটা পক্ষ।

এই ঘটনার তিনটা পক্ষই ভুল, বেআইনি এবং অন্যায় কাজ করেছে।
১ নং পক্ষ--
আমাদের সমাজ, সংস্কৃতি, আইন এবং ধর্ম প্রকাশ্যে এই ধরনের আচরণ অনুমোদন করে না। তাই তারা এই ধরণের আচরণ করে অন্যায় করেছেন।

২ নং পক্ষ--
কারো ব্যক্তিগত ছবি তোলা এবং প্রচার করার ব্যাপারে আইনের সীমারেখা আছে। কেউ বিনা অনুমতিতে কারো ব্যক্তিগত ছবি তোলে প্রচার করতে পারে না।

৩ নং পক্ষ--
কাউকে মারধর করা সম্পূর্ণ ভাবে দণ্ডনীয় অপরাধ।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৮

ফাহিম জামান ।। বলেছেন: আপনি কোন পক্ষের সাথে???

৬| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আগের মন্তব্যটির জন্য আমি দুঃখিত। প্রতিক্রিয়াটা একটু বেশী রুঢ় হয়ে গিয়েছিল। সাবধান করার জন্য ধন্যবাদ।:)

@জগতারন
@মোহাম্মদ আলী আকন্দ
সহমত।


@চাঁদগাজী,
আন্তরিক ধন্যবাদ।

৭| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যাক মাইরের মইধ্যে ভাইটামিন আছে আরেকবার প্রমাণিত হইলো। তিনি সাংবাদিকতা ছেড়ে দিয়েছেন...

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৯

ফাহিম জামান ।। বলেছেন: সেটা হয়ত ঘৃণা থেকেও ছাড়তে পারে

৮| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

বাকপ্রবাস বলেছেন: ১) ছবিটা সুন্দর, দেখলে অশ্লিল মনে হয়না, শৈল্পিক মনে হয়
২) ছবিতে চুমোর দৃশ্য মনে হলেও আদতে তা নয় বলে ধারনা
৩) জীবনকে মারধর এর ব্যাপারটাতে আমাদের অসুস্থ্য সমাজ ও রাজনীতির চিত্র ফুটে উঠৈছে
৪) জীবন সেলেন্ডার করেছে অসুস্থ্য সমাজ ও রাষ্ট্র ব্যাবস্থা হতে, এমনটা অনেকেই করছে আজকাল।
৫) জীবনের পক্ষ্যেই আছি। ছবিটা সুন্দর সুন্দর সুন্দর

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩০

ফাহিম জামান ।। বলেছেন: পুরোপুরি আমার মতবিনিময়

৯| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: @ নূরু ভাই__________একজন আলোকচিত্রী কি কারো অজান্তে মোডিফাইড এঙেলের ছবি তোলে তা সোশাল মিডিয়ায় দেয়া টাও একটা বিকৃত মানসিকতার পরিচ্য়।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩১

ফাহিম জামান ।। বলেছেন: যতটুকু জানি... ছবিটা তোলার অনুমিত ছিল

১০| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৭

সুমন কর বলেছেন: কিভাবে জানলেন, "ছবিটা তোলার অনুমিত ছিল"

মন্তব্য ৮ নং-এর সাথে সহমত।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:২০

ফাহিম জামান ।। বলেছেন: এই যুগলটির আরো ৪/৫খানা ছবি দেখেছি... অনুমতি না থাকলে তো তাড়া অন্য ছবিতে ক্যামেরা বন্ধি হত না

১১| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৬

থার্মোমিটার বলেছেন: অনুমতি ছিলো বলে মনে হয় না, আপনি কি নিশ্চিত? বাংলাদেশে খুব অল্প সংখ্যক কাপলই এই সব ছবি তোলার অনুমতি দেবে । মেয়ের ফ্যামিলেতে কেমন রিঅ্যাক্ট হতে পারে আপনার ধারনা? আর এখানে শৈল্পিক বলে আমার মনে হয় না , তাড়াহুড়ায় তোলা ছবি বলে মনে হয়েছে
(যদিও বাকি ছবিগুলো দেখিনি) । তবে ফটো সাংবাদিককে মিথ্যাবাদী বলে মনে হয়েছে আমার উনার ফেসবুক ষ্ট্যাটাস দেখে। আইডি হ্যাক হওয়ার আজব গল্প শুনিয়েছেন, এর চেয়ে ক্ষমা চেয়ে পোষ্ট ডিলিট করলেই উনার জন্য ভাল হতো ।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৫

ফাহিম জামান ।। বলেছেন: এই যুগলটির আরো ছবি দেখেছি.... তাই আনুমানিকভাবে

১২| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৩

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আমার ৪ নং মন্তব্যের ব্যাপারে লেখক প্রশ্ন করেছেন, "আপনি কোন পক্ষের সাথে???"
এর জবাব আমার ৪নং মন্তব্যেই আছে।
আমি আমার ৪ নং মন্তব্য লিখেছি, "এই ঘটনার তিনটা পক্ষই ভুল, বেআইনি এবং অন্যায় কাজ করেছে।"

যদি আমার মন্তব্য ঠিক হয় অর্থাৎ এই ঘটনার তিনটা পক্ষই ভুল, বেআইনি এবং অন্যায় কাজ করে থাকে। তাহলে কোন ব্যক্তিই একটি ভুল, বেআইনি এবং অন্যায় কাজের পক্ষে থাকতে পারে না। আমি তো না ই।

১৩| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১:২৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: "জগতারন বলেছেন:
আমি যতদূর যেনেছিঃ

ছেলেটি মেয়ের কানে কানে কি যেন বলতে উদ্বত হলে অন্য অ্যাঙ্গেল (পাশ থেকে) ক্যমেরার কারসাজি করে ছবি তুলনেওয়ালা ফোমান্টিকতার রঙ মাখানোর চেষ্টা করেছে এবং দর্শকদের ধোকা দেয়ার প্রয়াশ করা হয়েছে।

এ ছবিটি ভালোভাবে লক্ষ করলে দেখা যাবে ছেলেটির ও মেয়ের মুখ একত্রে নয়।"

ফটোগ্রাফার তো ফটোশপে এডিট করে ছবি প্রচার করেন নি। তা হলে তার অপরাধ কোথায়?
ছবিটি প্রকাশ্য স্থান থেকে তোলা হয়েছে। সুতরাং এই ছবি তোলায় কিংবা প্রচার করায় কোন সমস্যা নেই। প্রকাশ্য স্থানে যখন আমরা থাকি, আমাদের ছবিও এভাবে তোলা হতে পারে কিংবা ইন্টারনেটে আসতে পারে।

১৪| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৬

রাজীব নুর বলেছেন: হুম।

১৫| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২০

খায়রুল আহসান বলেছেন: ৪ নং মন্তব্যের সাথে একমত।

১৬| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৫

টারজান০০০০৭ বলেছেন: এতো দেখি পুরান কাসুন্দিই হইল !! একসময় পাঁঠারা বিচি প্রদর্শন করিয়া আনন্দ পাইতো ! মাগার তাহাদের বিচি ছঙবাদপত্রে রং চং মিশাইয়া কেন প্রকাশ করা হইল ইহাতে বিরাট অপরাধ হইয়া গেল, কিন্তুক বিচি প্রদর্শন অপরাধ হইল না !

মানুষের চেহারায় ভাদ্র মাসের ইয়েরা প্রকাশ্যে একটু ইয়ে করিয়া আনন্দ করিতেছিল, আবাল ছাঙবাদিক উহা আবার ভাইরাল কইরা দিছে , তাই বিরাট অপরাধ হইছে ! ভাদ্র মাসের ইয়েদের অপরাধ হয় নাই !

বাস্তবেও হয় নাই ! কারণ ভাদ্র মাসের ইয়েরা প্রকাশ্যেই ইয়ে করিবে ইহাই ছাভাবিক !

১৭| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

নীলপরি বলেছেন:

অ্যাটেনশন সিকারদের দেখেও সবাই অভ্যস্ত হয়ে যাচ্ছে । এভাবে আর কতোদিন ?

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৬

ফাহিম জামান ।। বলেছেন: কি বুঝাতে চেয়েছেন???

১৮| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫০

নীলপরি বলেছেন: যাদের ছবি তোলা হয়েছে তারা অ্যাটেনশন সিকার । এভাবে বোধহয় কিছুটা খ্যাতি চায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.