নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মতে, নিজের সম্পর্কে বলা অনেক কঠিন একটা কাজ। তাই কঠিন এই কাজটা না হয় অসম্পূর্ণ থেকে থাক।।।

ফাহিম জামান ।।

।।।

ফাহিম জামান ।। › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা রং বদলায়ঃ

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫


সুবর্ণা মুস্তফার সাথে একবার হুমায়ুন ফরিদীর প্রচণ্ড ঝগড়া হলো, রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন।

সূবর্ণা সকালে উঠে দরজা খুলে দেখেন, যেই রুমে ঝগড়া হয়েছিল, সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটি কথাই লিখে পুরো রুমকে ভরে ফেলা হয়েছে, কথাটি হল- 'সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি'|

এতো ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি, ২০০৮ সালে ডিভোর্স হয়। কারণ ভালোবাসা রং বদলায়..!

জীবনানন্দ দাশ লিখেছিলেন-
'প্রেম ধীরে মুছে যায়; নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।'

এই জীবনানন্দকে একবার দেখেই বিয়ের পিঁড়িতে বসে লাবণ্যপ্রভা। সাহিত্যের ছায়া থেকে একশ হাত দূরে থেকেও সাহিত্যের ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্র এই লাবণ্য।

সেও কিছুকাল পরে টের পায় তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে। মুক্তির জন্য ছটপট করতে থাকে। দুর্বিষহ হয়ে উঠে দুজনের জীবন। প্রেম সত্যি একসময় মুছে যায়।

গুলতেকিন নামের ক্লাস টেনের সেই কিশোরী হুমায়ুনের প্রেমে অন্ধ হয়ে বিয়ে করে ফেলে।

বিয়ের পরে সে জানতে পারে যে লেখক হুমায়ুন আহমেদ মানুষ হিসেবে খুবই সাধারণ। বাস্তব জীবনে সে চাঁদের দিকে হা করে তাকিয়ে থাকে না, কবিতা আওড়ায় না। তার মধ্যে আলাদা কিছু নেই। সে আর দশটা মানুষের মতোই সাধারণ।

স্বপ্ন ভঙ্গের মতো ব্যাপার। গুলতেকিন বারবার বলতে থাকে- 'তোমার লেখাই ভালো, অন্যকিছু ভালো না।'

আসলেই ভালোবাসা রং বদলায়। নন্দিতা রায়ের 'বেলাশেষে' সিনেমায় এই কঠিন ব্যাপারটা খুব সহজ ভাবে বুঝানো হয়েছে-

'হাতের ওপর হাত রাখা খুব সহজ,
সারাজীবন বইতে পারা সহজ নয়!'

সহজ না হওয়ার কারণ ঐ একটাই-
'ভালোবাসা রং বদলায়'।। (সংগ্রহীত)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

আরোহী আশা বলেছেন: খুব ভালো লাগলো .............

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৮

সনেট কবি বলেছেন: বেশ

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখাটা তিনবারে এসেছে। ঠিক করে দিন !

হুম। আসলিই তাই- ভালবাসা রং বদলায়
তাইতো জীবনের গতি বারবার বদলে যায়!

+++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩১

ফাহিম জামান ।। বলেছেন: হ্যা... ঠিক করেছি।। ধন্যবাদ

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালোবাসা আপেক্ষিক তত্ত্বর মতোই আপেক্ষিক

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শয়তান মাথায় চাপলে আরও কত উপমা দিয়ে হালাল করতে হবে এইসবকে... =p~ =p~ =p~

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: মৃত্যুর জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে আর ভালো লাগে না। মরতে যখন হবেই তখন সেই ভয়ংকর ব্যাপারটা ঘটে গেলেই ভালো হয়। দুশ্চিন্তা থেকে মুক্তি। সকল সমস্যার সমাধান!

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুব ভালো গ্রন্থনা!
তবে কেই কেউ বলে
ভালো বেসে মি্টিলোনা সাধ
জীবন এত ছোটে কেনে !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.