নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি

ফাইয়াজ ইসলাম ফাহিম

কবি

ফাইয়াজ ইসলাম ফাহিম › বিস্তারিত পোস্টঃ

ললিপপ মাইয়্যা

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৩


এই ললিপপ!এই ললিপপ এই শোন না,কই যাচ্ছিস?
দেখ মামুন থাপ্পর থাবি...আমার কি নাম নাই ললিপপ বলে ডাকিস ক্যান!
তুই আমারে ললিপপের মতো চুষে খাচ্ছিস তাই বলছি রে..
তোর আমি কি করছি রে ভ্যালটু মামুন?( মধ্যবিত্ত পরিবারের সন্তান)
দেখ রিয়া আমারে কি তোরে ভ্যালটু ছেলে মনে হয়!কত নীলাঞ্জনা কে পটাইলাম আর তুই কি না!
হয়েছে হয়েছে! দেখা গেছে ভ্যালটু একটা তয় আমার পিছে ঘুরিস ক্যান...
.
এই রিয়া আবার ইতরামি শুরু করছিস! তুই কি আমার ইয়ে দেখেছিস?( রিয়া মায়াবতী কন্যা)
কি দেখব রে তোর ভ্যালটামো
দূর হও সামন থেকে!
দেখ ললিপপ আমি তোরে খুব ভালবেসে ফেলছি রে,তোরে ছাড়া আমি বাঁচব না?
.
ভ্যালটামো শুরু করে দিলি,তুই থাক আমি চলে যাচ্ছি...
কই যাচ্ছিস রে ললিপপ?
জীবনের কাছে রে ভ্যালটু
ক্যান?
(উত্তর না দিয়ে ললিপপ রিয়া ছুটে চলল
ভ্যালটু মামুন স্থির হয়ে রিয়ার ছুটে চলা অবলোকন করতে লাগল)
.
উহ্! জীবন আমার একটু আসতে দেড়ি হল
পথে ভ্যালটু মামুন...
থাক!থাক! আর বলা লাগবে না
পাগল তো তাই ইতরামি করে!
তা কি মনে করে আসলি ফোন দিতে তো পারতি...সুইটি (গাল টেনে)
উহ্!জীবন গালে চিমটি কাটলি ক্যান
আমি কি তোর বউ?
.
আজ হোক কাল হোক তুই তো আমার হবি রে সুইটি?( হেসে)
জীবন আমার কিছু টাকা লাগত সালোয়ার - কামিজ কিনতাম এক পোষাক নিত্য পড়তে মন চায় না!
নে ধর পাঁচ হাজার টাকা ( জীবন বড় লোক বাপের ছেলে)
আচ্ছা,গেলাম তবে জীবন ভালো থাকিস।
জীবন গালে হাত দিৃযে রিয়া কে অবলোকন করতে লাগল
( প্রতিবারে আসে আর এ রকম করে টাকা নিয়ে যায় )
.
হাই রানা!( রানাও বড় লোক বাপের ছেলে)
এ্যাত্তদিন পড় মনে পড়ল নারে?
ভাবলাম তুই আমায় সত্যিকার অর্থে ভালবাসিস
দেখলাম তোর মতো কেউ আমায় ভালবাসে না রে রানা!
তাই রে রিয়া,তোর জন্য আমি আমার জীবন উৎসর্গ করতে পারি।
তা তুই তো আমায় ভালবাসিস না
কি যে বলিস রানা সত্যি তোরে আমি ভালবাসি?
.
চলো পড়ে কথা বলি রিয়া ফুচকা খাই আর কথা বলি
আমার ফুচকা খাওয়ার সময় নেই রানা
পারলে হাজার খানিক টাকা দিবি আমার টাকা লাগত?
কি করবি,দেখ তোরে কি বলতে হবে!
আচ্ছা নে ধর চার হাজার টাকা রিয়া মুচকি হেসে রানার গালে চুম্বন করলো?
.
কিরে রিয়া সারাদিন কি করলি?
ক্যান, রে ভ্যাল্টু মামুন তোরে বলতে হবে
সারাদিন ফকিরের মতো আমার পিছে ঘুরবি না যা করি করি ফোট তাড়াতাড়ি?
দেখ রিয়া আমি তোরে ভালবাসি!
পকেটে টাকা আছে তোর ফকির একটা
কেন রে আমি ফকির তবে এ্যাত্তটা ফকির নই,তোরে ভরণ- পোষণ দেওয়ার ক্ষমতা আমার আছে?
দূর চলে যা হাঁসের মতো প্যাক প্যাক করিস না জলদি ফোট( চুল নাড়িয়ে)
(ভ্যাল্টু মামুন চুপসে গিয়ে বাড়ির পথে রওনা দিল)

.
কয়েক দিন পর
.
জীবন জানতে পারলে যে রিয়া থাকে ভালবাসে না
রানা কে ভালবাসে,তা শুনে জীবনের মাথায় আকাশ ভেঙ্গে পড়ল ( রিয়ার পিছনে আমার ৫৫ হাজার টাকা গেছে মনে মনে বলতে লাগল)
জীবন আমার কিছু টাকা লাগতো?
নিবি টাকা নিবি তুই আমায় অনেক ঠকিয়েছিস্ রিয়া তুই নাকি রানা কে ভালবাসিস( রেগে)
না রে জীবন( আমতা আমতা করে)
তবে তুই যদি আমায় ভালবাসিস তবে আজ একরাত কাটাতে হবে আমার সাথে!
কথা শোনা মাত্রই রিয়া দৌড়ে পালাতে লাগল
আমি পারবো না! আজক নে অন্য দিন
( জীবন সেই সময় দিলো না)
জোর করে জনসম্মুখে ধর্ষণ করলো রিয়ার কোন আকুতি শুনলো না এবং জীবন পালিয়ে গেল!কয়েক দিন গা ঢাকা দিল।
রিয়ার এমন খবর শুনে রানা কিছু বললো না বরং ধিক্কার দিল( কারণ সে ভালবাসার অপব্যবহার করেছে )
সে নাকি কাউকে ভালবাসতে পারে না কিসে মেকি আস্ফালন দেখালি রিয়া( মনে মনে বলতে লাগল)
.
অবশেষে রিয়া কে সমাজের কেউ বিবাহ করে না রিয়া কে ঘৃর্ণার চোখে দেখে কেউ রিয়ার সঙ্গে কথা বলে না!
এক পর্যায় ভ্যালটু মামুন রিয়া কে বিবাহ করতে সম্মতি জানায়
কিরে ভ্যাল্টু মামুন তুই কিসে আমায় বিবাহ করবি আমি তো নোংরা!
দেখ রিয়া অতীত কে ভুলে যা আমি তোরে ভালবাসি তোরে ছাড়া আমি কাউকে ভালবাসতে পারবো না,বিবাহ করতে পারবো না
রিয়া মুচকি হেসে ভ্যালটু মামুন কে জড়িয়ে ধরল(আমায় মাফ করে দেস্ রে মামুন আমি তোরে বুঝতে পারিনি)
আবেগে দুজনের চোখ থেকে অশ্রু অনর্গল প্রবাহিত হতে লাগল?

.
লেখকঃ ফাইয়াজ ইসলাম ফাহিম

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.