নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি

ফাইয়াজ ইসলাম ফাহিম

কবি

ফাইয়াজ ইসলাম ফাহিম › বিস্তারিত পোস্টঃ

ধর্মের শিকল

০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০

গল্পঃ ধর্মের শিকল
.
- ফাইয়াজ ইসলাম ফাহিম
.
দৃশ্যঃ ১
.
আবির রাঙা সকাল সূর্যি মামা উঁকি দিচ্ছে, গাছের ডালে ফিঙ্গে নৃত্য করছে
গীষ্মকাল তাপদাহে অস্থির পুরো মধু গ্রাম।
সোহেল বাতায়ন খুলে আনমনে রাস্তার পানে চেয়ে আছে....
.
হঠাৎ সোহেলের ফোন ক্রিং ক্রিং শব্দে কেঁপে উঠল, ধ্যাত্তেরি এ্যাত্ত সকালে কে ফোন দিল?
.
হুম দেবী বলো, কি হয়েছে এ্যাত্ত সকালে ফোন দিলে কিসে!
আমার তো ভাবনাটা নষ্ট করলে, কবিতা লেখা আর হলো না( রেগে)
.
আমার বিবাহ ঠিক হয়ে গেছে সোহেল গত রাতে বর পক্ষ এসেছিল আমাদের পাশের গ্রাম সোনাদিয়া থেকে , সামনের মাসের পহেলা রবিবার আমার বিবাহ। তুমি কিছু একটা করো সোহেল! আমি আর পাচ্ছি না বাবা- মার সনে লড়াই করতে এভাবে আর কতদিন লুকিয়ে প্রেম করব?
( কেঁদে কেঁদে)
.
সব সময় মজা ভাল লাগে না এ রকম করে তো প্রায় বলো?
.
সত্যি বলছি সোহেল ভগবানের কসম কিছু একটা করো!
.
এ কথা শুনে সোহেলের মাথায় আকাশ ভেঙ্গে পড়ল,মস্তিষ্কে উন্মাদনা ছড়িয়ে পড়ল,কিংকর্তব্যবিমূঢ় হয়ে দেবীর বচন শুনতে লাগল।( ফোনে শোনা যাবে দেবীর কন্ঠ কিছু একটা বলো সোহেলের ফর্সা মুখ লাল আকার ধারণ করবে )
.
বাবা সকাল সকাল কার সনে কথা বলছিস দাঁত ব্রাশ করবি না,খাওয়া দাওয়া করবি না কলেজ যাবি না?( সোহেল নিশ্চুপ )
বাবা বাবা বাবা শুনছিস না (দরজায় নক করে)
.
হুম মা যাচ্ছি ( চিন্তায় বিভোর সোহেল হেলে দুলে ঘর হতে বের হতে লাগল)

.
দৃশ্যঃ২
.
মা দেবী এদিকে একটু আয় মা একটু রান্নার কাজে সাহায্য কর ক' দিন পরে তো তোর বিয়া একটু কাজ- কাম শেখ!
মা দেবী..... ( দেবীর জবাব নেই)
.
দেবী আনমনে তার প্রিয় লেখকের কাব্য গ্রন্থ " কবিতার বই"পড়তেছিল,( কবিতা পড়তে পড়তে ভাবনার রাজ্যে চলে যায় বিছানায় শুয়ে পা নেড়ে নেড়ে )
.
আপু আপু এই অঙ্কটা বুঝিয়ে দে না একটা আদরের চুমু দিমু নে আপু! অঙ্কটা বুঝে দে না আপু(ভাই/বোন)
.
ধ্যাত্তেরি যাবি এখান থেকে পরে আসিস তো পোটো?
কি বললি আপি আমি পোটো আমি তো তোর ভাই সবাই বলে তাই তুইও পোটো বলিস?
.
আইজ বাজান আসুক ক্ষ্যাত থেকে দেখিস তোরে কেমন মাইর খাওয়াইয়া নেই..( কাঁদতে কাঁদতে?
.
দৃশ্যঃ৩
.
দোস্ কি করি বল আমি কি আমার দেবীকে পাবো না বল ও তো প্রায় বেহুশ,
আমি মুসলিম বলে ও হিন্দু বলে কি আমরা এক হতে পারব না
চিন্তা করিস না আমি তোর পাশে আছি সোহেল
পহেলা শুক্রবার আসতে আর চারদিন আমার পকেটে তো টাকাও নেই
.
জানিস তো বাবা নেই অসহায় মা হাতের চুড়ি বিকিয়ে কলেজে ভর্তি করে দিয়েছে।
আরে ব্যাটা এ্যাত্ত অসহায় ফিল করিস ক্যান আমি জিসান আছি তোর জন্যে টাকার চিন্তা করিস না?
.
ওসব চিন্তা বাদ দে তো বাংলা ম্যামের ক্লাসটা করে আসি?
(সোহেল মাথার চুল টানতে টানতে পাগলের মত বাংলা ক্লাস করতে লাগল
জিসান তার কাধে জাত রেখে যায়)
.
দৃশ্যঃ৪
.
মা দেবী মা দেবী কি গো মা কোথায় গো একটু বাহিরে আয় মা এক গ্লাস পানি নিয়ে আয় গলা শুকিয়ে গেছে?
.
আনছি বাবা আনছি( পানি খেয়ে নিল)
আঙ্গিনায় বসে তোর যে কবে বিবাহ দিতে পারব গোপিল বাবুর ছেলের সঙ্গে এরপর মরলে শান্তি পাই গোপিল বাবুর ছেলেটা...?( হাসতে হাসতে )
.
চুপ করো তো বাবা মরার কথা কইবে না ( কেঁদে কেঁদে রুমে গেল আর সোহেলের কথা ভাবতে লাগল)
মা আমার লজ্জা পাইছে হাসতে হাসতে দেবীর মাকে ডাকতে লাগল কই গো দেবীর মা. ( করিসস চন্দ্র)

.
দৃশ্যঃ ৫
.

কি করি সোহেল কে তো টাকা দিতেই হবে নয়তো সোহেলের ভালবাসা বিসর্জন দিতে হবে আহ্ ভাল লাগছে না?( মনে মনে ভাবতেছে বাড়ির উঠানে বসে)
হঠাৎ দাঁড়িয়ে মা মা মা!
টাকা লাগবে পঞ্চাশ হাজার ক্যান বাবা এ্যাত্ত টাকা কি করবি
-কই কত টাকা এরকম করে তো টাকা আমি প্রায় নেই দরকার আছে?
-
তোর বাবা আসুক তার কাছ থেকে নেস্ ?
-না মা বাবা কে বলবে না
টাকা আমার এখনি দরকার আর হ্যাঁ বাবা কে বলবে না যে আমি টাকা নিয়েছি?
(কি পোলা যে মানুষ করলাম..... রেগে জিসান কে কিছু বলবে)
- জিসান বাইক নিয়ে ছুটে পড়ল?
.

দৃশ্যঃ ৬
.
সোহেল কাপড়- চোপড় গুছিয়ে নিচ্ছে
বাবা বাবা ব্যাগ গুছিয়ে কি করবি কোথাও যাবি নাকি
হুম মা আমি জিসানের সঙ্গে কক্সবাজার যাব সমুদ্র সৈকত দেখতে?
- টাকা কই পাবি এই রংপুর থেকে কক্সবাজার যাবি সে তো অনেক দূর
আরে মা আমার কোন টাকা লাগবে না জিসানের দিবে
ওকে মা আমি যাচ্ছি নিজের খেয়াল রাখিও ( সোহেলের চোখে জল নিয়ে বেরিয়ে গেল ব্যাগ কাঁধে নিয়ে?
.
রাস্তায় বের হতে দেবীর ফোর ক্রিং ক্রিংক্রিং
হ্যাঁ বলো তুমি কোখায় সোহেল কাল কে আমার পরশু দিন আমার গাঁয়ে হলুদ তুমি কবে আসবে বলোতো( ফুপিয়ে কাঁদে আর বলে দেবী কোন এক রুমে )
আরে বাবা কাঁদছো কেন আজ রাতেই গাড়িতে চড়ব
আর হ্যাঁ তোমার বাবা যেন না জানতে পারে যে আমরা পালিয়ে যাচ্ছি তাই শক্ত থাকবে ওকে কাঁদবে না?
.
দৃশ্যঃ ৭
.
নে ধর দোস্ টাকা নে আর হ্যাঁ সোজা গাড়িতে উঠবি ৫০০০০ টাকা দিয়ে কি করব এ্যাত্ত টাকা,
এই অচলায়তন সমাজ থেকে অনেক দূরে চলে যাবে যেখানে ত
তোদের কেউ চিনবে না?
.
আরে ট্রেন ছাড়ল জলদি গাড়িতে উঠ বেশি দেড়ি করিস না
ট্রেন ছেড়ে দিল,
আর হ্যাঁ আমি ফোনে কথা বলব?
.
ওকে দোস্ ( ট্রেনে চেপে বসল ট্রেন চলে গেল..........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.