![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মাথায় ভালবাসার ছাতা নেই
তাই কষ্টের বৃষ্টি টুপটাপ পড়ে,
সারা কায়া ভিজে যায়
তবুও কেউ ভালবাসার ছাতা নাহি ধরে।
.
আমার মাথায় ভালবাসার ছাতা নেই
তাই রোদ্র আমার সনে করে খেলা,
ভালবাসার কথা বলে
অঙ্গ পুড়ে করে কালা।
.
আমার মাথায় ভালবাসার ছাতা নেই
তাই প্রিয়সীর বুকের মাঝে
আমার ঠাঁই নেই,
আমায় নিয়ে ভাবার আগের মত
তার সময় নেই
আমার মাথায় যে ভালবাসার ছাতা নেই....
©somewhere in net ltd.