নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি

ফাইয়াজ ইসলাম ফাহিম

কবি

ফাইয়াজ ইসলাম ফাহিম › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি একটি খেলার নাম?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৮


রাজনীতি একটি খেলনার নাম, রাজনীতির খেলা আমরা নিত্য দেখি রাজপথে,হাইকোর্টে,টেলিভিশনে,বলতে পারেন বাংলাদেশের জনপ্রিয় খেলার নাম রাজনীতি, আ.লীগ বিএনপি বাংলাদেশের রাজনীতি দলের বড় দুই খেলোয়াড়।মূলত এই দুটি খেলোয়াড় রাজনীতি খেলাকে নিয়ন্ত্রণ করে।

এই দুই খেলোয়াড় আছে বলে আমরা রাজনীতির খেলা দেখতে পারি
রাজনীতির খেলার মূল উদ্দেশ্য, খেলার মাধ্যমে বাংলার অপামর জনতা কে শান্তিতে রাখা।

কিন্তু এ খেলা শান্তির পরিবর্তে অশান্তি করছে, খেলোয়াড় আ.লীগ এবং বিএনপির মাথায় পাগলা ভূত চেপে বসেছে,তাই তারা খেলার নিয়ম কানুন পরিবর্তন করেছে। কারণ, রাজনীতি নামক খেলার প্রধান তারা দুইজন,
এবং সর্বময় ক্ষমতার অধিকারী।

এই দুই খেলোয়াড় দুই রকম কাজের সনে জড়িত হয়ে পড়েছে,এবং রাজনীতি খেলার মূল স্লোগান রেখেছে" খেলবো খেলা রাজনীতি দেশজুড়ে বয়ে আনবো অশান্তি"বর্তমান রাজনীতি খেলার মূল মন্ত্র এখন অশান্তি।তাই তারা খেলাড় উপকরণ স্বরূপ কিছু সামগ্রী সংগ্রহ করেছে।

আ.লীগ খেলোয়াড় পেটোয়া বাহিনী এবং বিএনপি খেলোয়াড় পেট্রল বোমা ব্যাপক আকারে সংগ্রহ করছে।

যে কোন দিন তারা রাজনীতি খেলা রোমাঞ্চকর করে তুলতে পারে,আ.লীগ খেলোয়াড় পেটোয়া বাহিনী দিয়ে রাজনীতি খেলাকে বিকশিত করছে এবং বিএনপি পেট্রল বোমা দিয়ে রাজনীতি খেলার দর্শকদের চোখের অন্ধকার দূর করতে চেষ্টা করতেছে।

রাজনীতি খেলার এমন কান্ড দেখে সাধারণ দর্শক আর রাজনীতি খেলা দেখতে চায় না।

কিন্তু, টিভি অন করলেই দেখতে পারে রাজনীতি খেলা,যদিও এ খেলা দেখার ইচ্ছা নেই,তবুও দেখতে হচ্ছে।
কারণ ইতিমধ্যে রাজনীতি খেলা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে?
.
ফাইয়াজ ইসলাম ফাহিম
সাংবাদিক, কবি,সংগঠক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.