![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় সুহৃদ্
.
ভালবাসার সৈনিকদের সালাম এবং বুকভরা ভালবাসা নিবেন।সাম্প্রদায়িক অপশক্তি রুখতে , অচলায়তন সমাজের মানুষের নেত্রের কালো পর্দা উন্মোচন, মানবতা কে জাগ্রত করা,মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা, ভালবাসার বন্ধন
সৃষ্টি করার লক্ষ্যে Bangladesh Love Organization
১৪ ফ্রেব্রুয়ারি ২০১৯ বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে রাজধানী ঢাকায় ১০ হাজার গোলাপ ফুল মানুষের মাঝে বিলিয়ে দিবে।সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখ থেকে টিএসসি অভিমুখ ভালবাসার সৈনিকগণ গোলাপ ফুল হস্তে নিয়ে পদব্রজ করে সামনে অগ্রসর হবে, এবং মানুষের মাঝে গোলাপ ফুল বিলিয়ে দেবে।
আপনি ভালবাসার এই মহাৎসবে শরীক হয়ে ভালবাসার সৈনিকদের দীপ্তাংশু করে তুলুন। আমি কাম্য করি আপনি ভালবাসার সৈনিকদের হতাশার বিবরে পতিত করবেন না।আপনার উপস্থিতি কামনা করছি।
" জয় হোক ভালবাসার জয় হোক মানবতার "
.
নিবেদক
ভালবাসার সৈনিক ফাইয়াজ ইসলাম ফাহিম
সভাপতি,
Bangladesh Love Organization
দূরালাপনীঃ০১৬৪০৬০৮৫৬৮,০১৭৯৩৮৬৬৯৮১
ই-মেইলঃ[email protected]
©somewhere in net ltd.