![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ করে নিন আপনার মনের কথাগুলো পাশে থাকা আপনার প্রিয়জনের সাথে
মেঘাচ্ছন্ন আকাশের শীতের দিনগুলো বড্ড মায়াবী হয় যদি সে মায়াবীতে একটি তুমি থাকো । আবছা আলো পড়ছে ; কণকণে ঠাণ্ডায় তোমার শহরের দিকে এগুচ্ছে লোকাল বাসটি । কানে হেডফোন, বাজছে তানজিব সারোয়ারের কণ্ঠে গাওয়া গান,
"শীতল বাতাসে,দেখেছি তোমায়
মেঘ মিলনে চেয়ে রাগ করোনা
মন চায় তোমায় আজি রাতে"
গানটার মত তোমাকেও খুঁজি আমি প্রতিক্ষণে । সকালবেলার শীতলও বাতাসে মন ছুঁয়ে যায় । তোমার শহরে পৌঁছে দেখি তুমি সবুজ ঘাসের উপর বসে আছো চাঁদর জুড়ে । পাশে বসতেই বুঝেছি বড্ড দেরি হয়েছে আমার । তুমি অভিমান করেছো ; ভালবেসেছ তো তাই অভিমানে পাকাপোক্ত হয়েছ ।
আজ তোমার অভিমান কিভাবে ভাঙাবে ভাবতে ভাবতে তোমার হাতটা ধরে বলছি, "কেমন আছো?" জবাব না দিয়ে আমার হাতটিও তুমি ধরে কাঁধে মাথায় রেখে দিয়েছিলে ; প্রশান্তি বইছিল বুকের মধ্যিখানে । হেডফোনের একটি তোমার কানে গুঁজে দিয়ে তোমার চাঁদরের নিচে দুজানা জড়িয়ে অনেকক্ষণ বসে আছি ; জড়ো শক্ত করে জড়িয়ে ।
দুজানার কানে বাজছে,
"ঝুমঝুম পাতালি হাওয়ার সাথে
খুঁজেছি শুধুই তোমায়
পেছাতে পারেনি ঝড়ো হাওয়া
খুঁজেই নিয়েছি তোমায়
ভুলে গিয়েছি মন শত অভিমান"
লেখায়ঃ ফাইয়াজ আহমেদ ইমন
©somewhere in net ltd.