নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি কিছু মনে না করেন !

মধ্যপদলোপী কর্মধারয়

লিখতে ইচ্ছা হয় তাই লিখি । তবে চরম পর্যায়ের অলসতা আমার খুব কাছের বন্ধু ।

মধ্যপদলোপী কর্মধারয় › বিস্তারিত পোস্টঃ

আবোল তাবোল

১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

মোমবাতি বড় অদ্ভুত

একটা জিনিস ।

মোমগুলো ভিতরের

সুতাকে আগলে রাখে । আর সুতা যখন জ্বলে ওঠে ,

মোমকে গলে উড়িয়ে দেয়

। আসলেই অদ্ভুত

একটা ঘটনা । এরকম

ঘটনা আশেপাশে অনেক দেখা যায় । একজন আরেকজনকে আগলে রাখে ,

তবু বিনিময়ে তাকে গলে উড়ে যেতে হয়

স্মৃতি থেকে ।





আম্মা নানুবাসায়

যায় ।

প্রতি শুক্রবারেই যায় । যখন ঘর থেকে বের হয় আমার টেনশন শুরু হয় ।

এই বুঝি এক্সিডেন্ট

করল ! এই

বুঝি মাথা ফেটে গেল !

সব খারাপ

ধান্ধা মাথা চাড়া দিয়ে ওঠে ।

পৃথিবী অস্থির লাগে ।

কানে হেডফোন

দিয়ে ফুল সাউন্ডে গান

শুনি । কাজে লাগে না ।

মানুষের মন আজব

একটা জায়গা ।

যা ইচ্ছা তাই ভাবা যায়

। কখনো ইচ্ছা করে ,

কখনোবা অনিচ্ছায় ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

রাজীব নুর বলেছেন: মোমবাতি বড় অদ্ভুত
একটা জিনিস ।
মোমগুলো ভিতরের
সুতাকে আগলে রাখে । আর সুতা যখন জ্বলে ওঠে ,
মোমকে গলে উড়িয়ে দেয়
। আসলেই অদ্ভুত
একটা ঘটনা ।

২| ১৬ ই মে, ২০১৪ রাত ১০:২৮

মধ্যপদলোপী কর্মধারয় বলেছেন: হুম । অদ্ভুত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.