![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংশ্লিষ্ট জাতিগোষ্ঠী :
আরব, গ্রিক , রোমান ,পারসিয়ান , মঙ্গোলিয়ান, টুর্ক , রুশ , হিন্দ
সংশ্লিষ্ট ধর্মীয়গোষ্ঠী :
ইহুদি, খ্রিস্টান ,ইসলাম, বৌদ্ধ, পৌত্তলিক
ঘটনাপ্রবাহ : ইহুদি ধর্মের আবির্ভাব
স্থান :মিশর (সিনাই)
সময়কাল : ফারাওহ বাদশার শাসনামল
পটভুমি : ইহুদি ধর্ম অনুযায়ী , তৎকালীন মিশরে ইসরায়েলি সম্প্রদায়ের ( যারা সংখালঘু দাস হিসেবে বাস করত) জনসংখ্যা তুলনামূলক দ্রুত বৃদ্ধি পাচ্ছিলো, এতে ফারাওহ বাদশা নিজ গোত্রের সংখ্যালঘু হয়ে যাবার আশংকায় উদ্বিগ্ন হয়ে পড়েন । ইসরায়েলিদের আধিক্য রুখতে তিনি সেনাদের নির্দেশ দেন ইস্রাইলি সম্প্রদায়ের সকল ছেলে সন্তানকে নীল নদে ফেলে হত্যার আর কন্যা সন্তানদের ছেড়ে দেবার । জাতির এ ক্রান্তিলগ্নে এক ইস্রাইলি নারী জোকেবেদ প্রসব করেন ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানদের একজন মুসা (আ ) । অবস্থার শোচনীয়তায় জোকেবেদ ভাসিয়ে দিলেন শিশু মুসা (আ) কে নীলনদে , একটি ঝুরিতে রেখে। ঘটনাচক্রে বাদশা রাজকন্যা শিশু মুসা (আ ) পান এবং শিশুটিকে সন্তানরূপে পালন করেন । ফলশ্রূতিতে মুসা (আ ) বাদশার বিশেষ দৃষ্টি পান এবং বাদশার অনুগ্রহে আইন,যুদ্ধ , নেতৃত্ব ইত্যাদি বিষয়ে বিশেষ শিক্ষা অর্জন করেন এবং মিশরীয় বিচারব্যবস্থায় বিশেষ অবস্থান অর্জন করেন ।
ইসরায়েলি সম্প্রদায়ের উপর নির্যাতনের ধারাবাহিকতায় মুসা (আ ) গোচরেই একজন দাসপরিচালক এক ইসরায়েলি দাসকে মারধর করেন, এতে রাগান্নিত হয়ে মুসা (আ ) সে দাস পরিচালককে হত্যা করেন । হত্যার পর তিনি মিশর থেকে মেডিয়ানে (বর্তমান সৌদি আরবের একটি প্রদেশ ) পালিয়ে যান এবং সেখানে নবুয়াতপ্রাপ্ত হন । অতঃপর সৃষ্টিকর্তা ইসরাইল সম্প্রদায়কে মুক্ত করার জন্য তাকে পুনরায় মিশর পাঠান । মিশরে ফিরে গিয়ে মুসা (আ) বাদশার কাছে ইসরাইল সম্প্রদায়কে দাসবৃত্তি থেকে মুক্তি দেবার দাবি জানান ।বাদশা তাতে কর্ণপাত না করায় সৃষ্টিকর্তা মিশরবাসীর উপর আজাব দান করেন , ১০ দফা প্লেগ আক্রমণে পর্যদুস্ত হয়ে অবশেষে বাদশা ইসরায়েলি দাসদের মুক্তি দেয়ার নির্দেশ দেন । মুসা (আ ) ইসরাইল সম্প্রদায়কে নিয়ে নীল নদ পারি দেবার সময় বাদশা তার মন পরিবর্তন করেন এবং তার সেনাবহর নিয়ে মুসা (আ ) কে পেছন থেকে হত্যার উদ্যেশ্যে ধাওয়া করেন । মুসা (আ ) তার সম্প্রদায়কে নিয়ে নিরাপদে নীল নদ পার হলেও ফারাওহ সেখানে প্লাবিত হয়ে সেনাবহর নিয়ে মৃত্যুবরণ করেন ।
[মুসা (আ ) এর লাঠির আঘাতে পাথর বিদীর্ণ হয়ে নিঃসৃত সুপেয় পানি ]
অতঃপর মুসা(আ) সম্প্রদায়কে নিয়ে মিশরের সিনাই উপত্যকায় বসতি স্থাপন করেন , তাদেরকে সেখানে রেখে সিনাই পর্বতের চূড়ায় আরোহন করেন সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের আশায় । সেখানে ৪০ দিন ৪০ রাত অবস্থান করেন এবং সৃষ্টিকর্তার পক্ষ থেকে ওহী লাভ করেন। অতঃপর সম্প্রদায়ের কাছে যখন ফিরে আসেন এবং দেখতে পান তার সম্প্রদায় তার ভাই নবী আরন ও একটি বাছুর ছানার মূর্তি নির্মাণ করে পূজা করছে তাতে এতটাই রাগান্নিত হয়ে পড়েন যার দরুন তার হাত থেকে সৃষ্টিকর্তার ওহী সম্বলিত ট্যাবলেট পরে টুকরো হয়ে যায় | এর ধারাবাহিকতায় সৃষ্টিকর্তার পক্ষ থেকে বাছুরছানার মূর্তি নির্মাণ করে পূজাকারিদের হত্যার নির্দেশনা আসে । মুসা (আ) সৃষ্টিকর্তার কাছে তাদের পক্ষ থেকে ক্ষমাপ্রাথনা করলে সৃষ্টিকর্তা তাদেরকে ক্ষমা দেন করেন । অতঃপর মুসা (আ ) সৃষ্টিকর্তার ওহী অনুযায়ী ইসরাইল সম্প্রদায়কে আরো ৪০ বছর পরিচালনা করেন ।
ফলাফল : মিশরের সিনাইয়ে ইহুদি ধর্মের প্রতিষ্ঠা লাভ , সৃষ্টিকর্তার পক্ষ থেকে মুসা (আ ) এর প্রতি তোরাহ্ অবতরণ, সেখান থেকে ইহুদি ধর্মের মর্মবাণীর বিকাশ যাত্রার সূচনা ।
পরবর্তী ঘটনাপ্রবাহ : গ্রিক উত্থান, গ্রিকদের অধীনে ইহুদিদের অবস্থা ।
২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫০
ফেইরি টেলার বলেছেন: অনেক ধন্যবাদ
২| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: স্বাগতম।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৪
উদাসী স্বপ্ন বলেছেন: ফারাও যদি সাগর পার হতে গিয়ে ডুবে মরে তাহলে তাদের লাশ বা চ্যারিয়ট বা সেসব নিদর্শন তার তলদেশেচাপ্পা চাপ্পা খুঁজেও কেন পাওয়া যায়নি? এমনকি মুসা নামের যে কেউ ছিলো তারদালিলিক প্রমান কি?
৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৬
উদাসী স্বপ্ন বলেছেন: আর ফারাও নামের যে একজন বাদশা ছিলো এই ডাহা মিথ্যা কথা কই পাইছেন? রাজবংশের নাম আর বাদশা কি এক? মোঘল তো বংশের পদবী এই নামে কি কোনো বাদশা আছে?
এই সামান্য মিথ্যা কথা বার বার লিখে নিজেদের দৈন্যতার প্রকাশ আর কতদিন?
২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২২
ফেইরি টেলার বলেছেন: এখানে রাজবংশের নামই বলেছি ব্রো
২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৮
ফেইরি টেলার বলেছেন: দালিলিক প্রমান চাইলে একটু কষ্ট করে ইন্টারনেটে চেষ্টা করুন, আমার লেখা আপনাকে বিশ্বাস করতেই হবে তা দ্বাবি করছি না ।একটি সিরিজ করার চেষ্টা করছি, যেখানে বিভিন্ন ধর্মের বিকাশ, জাতিসত্বার বিকাশ নিয়ে আলোচনার ক্ষুদ্র প্রয়াস থাকবে ।আপনি আমন্ত্রিত , ধন্যবাদ
৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১২
উদাসী স্বপ্ন বলেছেন: মুসার অস্তিত্বের কোনো দালিলিক প্রমান নাই। যদি প্রমান চান এই নিয়ে গবেষকদের বিভিন্ন গবেষনা শেয়ার করতে পারি। সবচে হাস্যকর ব্যাপার হলো মুসার ঘটনা বেশীর ভাগ গিলগামেশ সুমেরিয়ান আক্কাদের ঘটনার টুকলি।
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৪
ফেইরি টেলার বলেছেন: i respect your beliefs, কিন্তু শুরুতেই আমি ইহুদি ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়েছি সুতরাং এটা নিয়ে বিতর্কের অবকাশ নেই । আর সুমেরিয়ানদের কথা যখন তুললেনই তখন আশা করি এটাও জানেন বর্তমান আধুনিক জ্যোতির্বিজ্ঞানের প্রাপ্তি actually সুমেরিয়ান জ্যোতিষ্কেরই কার্বন কপি
৬| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৩৩
আরোগ্য বলেছেন: শুভ ব্লগিং। সামুতে আপনাকে স্বাগতম।
২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৫৪
ফেইরি টেলার বলেছেন: ধন্যবাদ । আপনাদের উৎসাহে সত্যি অভিভূত , ভালো কিছু উপহার দেয়ার প্রবণতা অনেক বেড়ে গেলো
৭| ২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩১
ঠাকুরমাহমুদ বলেছেন: আমি ইতিহাস পড়তে পছন্দ করি। আপনার লেখার হাত ভালো, লিখুন ইতিহাস - পড়তে থাকি অবসরে ।
২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৪
ফেইরি টেলার বলেছেন: ধন্যবাদ , আপনাদের লেখা পড়ে কিছুটা ধারণ করার চেষ্টা করছি এই আর কি ।
৮| ২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন: মুসা নবী নিয়ে বিতর্ক আছে জানা নেই, আমি তো শক্ত ইতিহাস দেখতে পাচ্ছি : -
Moses
https://en.wikipedia.org/wiki/Moses
https://www.britannica.com/biography/Moses-Hebrew-prophet
http://www.bbc.co.uk/religion/religions/judaism/history/moses_1.shtml
২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৫
ফেইরি টেলার বলেছেন: পুরোপুরি একমত !
৯| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৯
উদাসী স্বপ্ন বলেছেন: আর সুমেরিয়ানদের কথা যখন তুললেনই তখন আশা করি এটাও জানেন বর্তমান আধুনিক জ্যোতির্বিজ্ঞানের প্রাপ্তি actually সুমেরিয়ান জ্যোতিষ্কেরই কার্বন কপি
কার্বন কপি না, তবে ব্যাসিকটা। ওরা বেশ কিছু গ্রহ নক্ষত্র এবং তাদের গতিবিধির হিসাব বেশ বালোভাবেই করেছিলো। তখন অবশ্য ইহুদী ধর্মের অস্তিত্ব ছিলো না। ইহুদী ধর্মের সুত্রপাত ঘটে জুরুস্থ্রুদের সেক্ট মাদুরা এবং ক্যানাইট ও পার্শ্ববর্তী গিলগামেসের সংমিশ্রনে যখন সাইপ্রাস এটাক করে। উল্লেখ্য যে সাইপ্রাস ২ একজন ভালো শাসক ছিলেন এবং তখন ক্যানাইট শুধুই একটা প্যাগান পলিথিস্ট ধর্ম ছিলো। কিন্তু সাইপ্রাসের নির্মিত মাদুরার মন্দির স্থানীয় ক্যানাইটদের ওপর প্রভাব ফেলে এবং গিলগামেশ ফলো করে ইহুদী ধর্মের রূপকথা তোরাহ লেখে এবং ক্যানাইট ধর্মে প্রধান ঈশ্বর ইয়াহওয়েহকে তারা একেশ্বর হিসেবে পালন করতে শুরু করে।
এদের সাইকোলজি এবং টুকলি পৌরানিক কাহিনীগুলো সুন্দর বিশ্লেষন পাবেন ফ্রয়েডের লেখা মোজেস ও একেশ্বরবাদ গল্পে। এছাড়া এসবে ওপর যারা গবেষনা করেন এমন একজনের ভিডিও ও তার গবেষনা ফলো করতে পারেন যদি আসলেই সত্যি জানার ইচ্ছা থাকে
https://youtu.be/7xVBldyy_Oo
২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪১
ফেইরি টেলার বলেছেন: পসিটিভ এপ্রোচের জন্য ধন্যবাদ, আপনার ভিডিও নিশ্চই দেখবো ।
১০| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০২
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো পোস্ট মন্তব্য-প্রতিমন্তব্য বেশ ভালো লাগলো।
শুভ ব্লগিং ।
২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৯
ফেইরি টেলার বলেছেন: অসংখ্য ধন্যবাদ, আশা করছি আপনাদের অভ্যর্থনার যথাযোগ্য সম্মান রাখতে পারবো
১১| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২৭
উদাসী স্বপ্ন বলেছেন: পরের পর্ব কি আগামী বছর দিবেন না আগামী শতাব্দী? আগাম জানালে তাহলে কস্ট করে আপনার ব্লগে আসতাম না
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৯
ফেইরি টেলার বলেছেন: একটু ঝামেলার ভেতর আছি , তাই লেখা সম্ভব হচ্ছে না । তবে ২/১ দিনের মধ্যেই দিতে পারবো আশা করছি ।
১২| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩০
আখেনাটেন বলেছেন: অামার গোষ্ঠীকে নিয়ে এখানে দেখছি ভালোই টানাটানি চলছে। পড়লুম। দেখি কোথাকার জল কোথায় যায়...
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬
ফেইরি টেলার বলেছেন: আহা কি সৌভাগ্য, এতো দেখছি স্বয়ং ফেরাও সম্রাট আমার বাড়িতে ! আপনাকে কি দেয় বলুন তো , আপাদত পরের পর্বটি দিলাম , আশা করি ভালো লাগবে :
http://www.somewhereinblog.net/blog/fairyt/30259247
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা অশেষ
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: পড়লাম। নিয়মিত লিখতে থাকুন।
শুভকামনা।