![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংশ্লিষ্ট জাতিগোষ্ঠী :
আরব, গ্রিক , রোমান ,পারসিয়ান , মঙ্গোলিয়ান, টুর্ক , রুশ , হিন্দ , বংগ
সংশ্লিষ্ট ধর্মীয়গোষ্ঠী :
ইহুদি, খ্রিস্টান ,ইসলাম, বৌদ্ধ, পৌত্তলিক
ঘটনাপ্রবাহ : সিনাইয়ে আমালেক সম্প্রদায়ের সাথে সংঘর্ষ
সিনাই উপত্যকায় অবস্থানকালে তৎকালীন আমালেক সম্প্রদায় লুটতরাজের উদ্দেশ্যে বিপর্যস্ত ইসরায়েল সম্প্রদায়ের উপর আক্রমণ করে । আমালেক সম্প্রদায় তৎকালীন সিনাই সংলঙ্গ আধুনিক প্যালেস্টাইনের কানান ভূখণ্ডে কানানাইট ও যোধায় (জেরুসালেম ) বসবাসকারী ফিলিস্তিন সম্প্রদায়ের সাথে বাস করতো ,তৎকালীন যোধায় বসবাসকারী ফিলিস্তিনবাসীদের যোধিয়ান বলা হতো । ফিলিস্তিন , আমালেক ও কানাইন সম্প্রদায় মূলত সূর্য, ঝড় ঝন্ডা ও ফার্টিলিটি এ তিন গডেস এর পূজা করত ।
[ মুসা( আ ) ভাই এরোন এবং হোর এর সহায়তায় আমালেক সম্প্রদায়ের সাথে যুদ্ধের পুরো সময় এভাবেই হাত উঁচিয়ে রাখেন ]
তাৎক্ষণিকভাবে মুসা (আ) জশুয়ার নেতৃত্বে একটি বাহিনী গঠন করেন এবং আমালেক বাহিনীকে প্রতিহত করেন । অতঃপর সৃষ্টিকর্তার ওহী অনুযায়ী মুসা ( আ ) আমালেক সম্প্রদায়ের উপর পূর্ণ মাত্রার সামরিক অভিযান পরিচালনা করেন এবং সেখানে ইসরায়েলী আধিপত্য প্রতিষ্ঠা করেন । অতঃপর আমালেক সম্প্রদায়ের অনেকে মুসা ( আ ) এর ধর্মে দীক্ষিত হন ।
মুসা (আ ) সেখানে বাকি জীবন অতিবাহিত করেন । তৎকালীন আমালেক আধুনিক জর্ডানের মোয়াবে এ মহান নবীকে সমাহিত করা হয় ।
[ মুসা ( আ ) এর নির্দেশে আমালেক সম্প্রদায়ের সাথে যুদ্ধরত জশুয়া ]
পরবর্তীতে ইসরাল সম্প্রদায়ের সাথে ফিলিস্তিনিদের আরো বেশ কয়েকবার যুদ্ধ সংঘটিত হয় । দাউদ ( আ ) যিনি প্রাথমিক জীবনে রাখাল ছিলেন, অত্যন্ত অল্প বয়সেই ফিলিস্তিনিদের সাথে একটি যুদ্ধে ১ || ১ ব্যাটলে তাদের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাকে পরাস্ত ও হত্যা করেন, এ ঘটনায় ফিলিস্তিন সম্প্রদায় দাউদ (আ ) এর কাছে আত্মসমর্পন করে এবং প্রথমবারের মতো যোধায় ইসরালেই নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠিত হয় । অতঃপর দাউদ (আ ) ছেলে সুলাইমান (আ ) যোধার জেরুসালেমে ইসরাইলিদের প্রথম মন্দির স্থাপন করেন। এর মধ্য দিয়ে তৎকালীন কানান ও যোধায় ইহুদি ধর্ম পূর্ণাঙ্গতা লাভ করে ।
পরবর্তী ঘটনাপ্রবাহ : এসিরয়ান সভ্যতার বিকাশ ইসরায়েলি ও মিশরের উপর আধিপত্য লাভ ।
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৫
ফেইরি টেলার বলেছেন: অনেক ধন্যবাদ । মূল্যবান পরামর্শ পরের লেখায় কাজে লাগাবো ইনশাল্লাহ
২| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫১
আরোগ্য বলেছেন: অভিনন্দন! প্রথম পাতায় স্বাগতম।
পোস্ট পড়ে পরে আবার মন্তব্য করবো, ইনশাআল্লাহ।
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৮
ফেইরি টেলার বলেছেন: থাঙ্কস আরোগ্য, পড়ে ভুল ত্রুটি যা পাবেন কোনরকম দ্বিধা ছাড়াই বলবেন ।
৩| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:০২
আখেনাটেন বলেছেন: আর একটু বিস্তারিত লিখতে পারছেন। ইসরাইল ও প্যালেস্টাইনের যুদ্ধের সময় মিশরের কি ভূমিকা ছিল সেসময়।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:১৮
ফেইরি টেলার বলেছেন: অতি সংক্ষেপনের জন্য আমি দুঃখিত । আপনার প্রশ্নটি বেশ ইন্টারেষ্টিং,
১০ দফা প্লেগ, আর নীল নদে ফারাওহ সম্রাট ও তার সেনাবহরের সমাধির পর থেকে মিশর সভ্যতা ক্রমেই দুর্বল হতে থাকে, তারা নিজেদের সিংহাসন, প্লেগে আক্রান্ত জনসাধারণ নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে ইসরালে , প্যালেস্টাইন নিয়ে ভাবার অবকাশ ছিল না । প্রকৃতপক্ষে তারা এতটাই দুর্বল হয়ে পড়েছিল, যার দরুন অল্প ব্যবধানেই এসিরয়ানরা অত্যন্ত সহজে তাদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয় ।
নেক্সট টাইম এক্সটেন্ড করবো কথা দিচ্ছি
৪| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:১২
রাজীব নুর বলেছেন: যুদ্ধ কেউ'ই চায় না। অথচ পৃথিবী জন্মের পর থেকেই যুদ্ধ চলছেই।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:২৪
ফেইরি টেলার বলেছেন: যথার্থ বলেছেন । যদিও আমি যুদ্ধ বিরোধী নই
৫| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৮
আরোগ্য বলেছেন: আসলে ভাই, রাকু ভাইয়ের সাথে সহমত। আরেকটু বিস্তারিত জানলে তৃষ্ণা মিটতো।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১:১৪
ফেইরি টেলার বলেছেন: ফিরে আসার জন্য কৃতজ্ঞতা | জ্বি ভাই , আমার নিজের কাছেও কেমন যেন ছোলা ছোলা লাগছে, পরেরবার ডিটেলস দিবো কথা দিলাম
৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
প্যালেষ্টাইন কোথায় অবস্হিত?
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪০
ফেইরি টেলার বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫১
রাকু হাসান বলেছেন:
ভালো লিখেছেন । আরও বিশ্লেষণে গেলে ভালো হত । প্রথম পাতায় অভিনন্দন ।