নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনন্ত প্রতীক্ষা

অগোছালো এই আমি

জি.এম. সাদমান

খালি খাই আর খাই।খাওয়ার পরে ঘুমাই।ঘুম থেকে উঠে আবার খাই।তারপর আবার ঘুমাই।এইভাবেই নিজের ওজনটাকে প্রায় শতকের কাছাকাছি নিয়ে গিয়েছি।এখন শতকে পৌঁছানোর চেষ্টায় আছি।

জি.এম. সাদমান › বিস্তারিত পোস্টঃ

সবচেয়ে দামী বাইক!!!!(বাইক প্রেমিদের জন্য)

২৬ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৪

বয়স ১৫-২৫,আর বাইকের প্রতি আগ্রহ নাই এমন খুব কমই আছে।আর গতির প্রতি নেশা নাই এমন ছেলেদের সংখ্যাও অনেক কম।তাই আজকে তাদের জন্য থাকছে দামী কিছু বাইকের দাম আর তার সাথে এর খুঁটিনাটি।

১.MV-Augusta F4CC







টপ স্পীডঃঘন্টায় ৩১৫ কিঃমিঃ,১০৭৮ সিসি

দামঃ $১২০,০০০ মাত্র।



২.MTT Turbine SuperBike









সামনে পিছনে ক্যামেরা আছে আর সাথে আছে এল,সি,ডি ডিসপ্লে।

ইঞ্জিন ক্ষমতাঃ ৩০০ হর্স পাওয়ার।

দামঃ $১৫০,০০০ মাত্র।





৩.Icon Sheene









১৪০০ সিসি,ইঞ্জিন ক্ষমতাঃ ২৫০ হর্স পাওয়ার



দামঃ $১৬০,০০০ মাত্র।



৪.Macchia Nera concept bike







দামঃ $২০১,০০০ মাত্র।



৪.Ecosse Titanium Series RR Limited Edition







২১৫০ সিসি,ইঞ্জিন ক্ষমতাঃ ২০০ হর্স পাওয়ার

মাত্র ১০ টা উতপন্ন হইছিল।



দামঃ $২৭৫,০০০ মাত্র।





৫.Dodge Tomahawk V10 Superbike



টপ স্পীডঃঘন্টায় ৪০০ কিঃমিঃ



দামঃ $৫৫৫,০০০ মাত্র।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ১২:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দুর্দান্ত। ষাট বছর বয়সেও আমার ইচ্ছা করছে শেষের বাইকটাতে চড়ে বসি আর এ্যাকসিলেটর ফুল ছেড়ে দিয়ে উড়ে যাই।

২৭ শে জুন, ২০১৪ সকাল ১০:৫৪

জি.এম. সাদমান বলেছেন: আমাদের দেশে তা আর সম্ভব নারে ভাই।

২| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ১২:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সংশোধনী>এ্যাকসিলারেটর

৩| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ১:০২

চাতক পক্ষী বলেছেন: মাগার বাংলাদেশ এ এই বাইক আসবো না :(

৪| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৪:২৭

সোহানী বলেছেন: আমার যে সুপারবাইক চাই ই চাই যদিও চালাতে জানিনা। তাতে কি পিছনেতো চড়তে জানি !!!!

২৭ শে জুন, ২০১৪ সকাল ১০:৫৫

জি.এম. সাদমান বলেছেন: আমি চালাইতে জানি ঃপি

৫| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ওয়াও ! কি দুধর্ষ সব বাইক । চালাইবার মন চায়। =p~ =p~ :) :)

৬| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কিনতে মন চায় , তার আগে অনেক ডলার রোজগার করতে হবে । নাইলে কিনুম কেমনে

৭| ২৬ শে জুন, ২০১৪ রাত ১০:৪৭

মেহেদী_বিএনসিসি বলেছেন: জীবনে একখান বাইচ্চা থাকলে এমন একখান বাইক কেননই লাগবো.........

২৭ শে জুন, ২০১৪ সকাল ১০:৫৬

জি.এম. সাদমান বলেছেন: কিন্না ফালান একখান।

৮| ২৭ শে জুন, ২০১৪ সকাল ৯:৪৬

মোঃ শরিফুল ইসলাম বলেছেন: শুধু চোখ বুঁজে বাইক দেখলাম,আহা! কত সুন্দর বাইক,কিনুম! কিন্তু টাকা নাই৷
তবুও ইচ্ছা আছে চালামু,তয় সেটা বাস্তবে না স্বপ্নে! হা-হা-হা

৯| ৩০ শে জুন, ২০১৪ রাত ১:২৪

এহসান সাবির বলেছেন: হোন্ডা ৫০ সিসি সবথেকে ভালো বাইক ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.