![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনুষ্যত্বের মরনসাক্ষী হতে বেচে আছি
সাতক্ষীরায় একটি আসনে ৩ ঘন্টায় ৩ টি কেন্দ্রে মাত্র ১ টি ভোট পরেছিল। এটা সম্বন্ধে মাননীয় সরকার দলীয় বক্তারা কি বলবেন ? হয়তো বলবেন কয়েক হাজারের মাঝে ১ টি ভোট তো দেওয়া শেষই, আর কয়টাই বা বাকি ? আর নয়ত বলবেন বিরোধী পক্ষ ষড়যন্ত্র করে ক্যালকুলেটর নষ্ট করাতেই এই হিসাবের অসংগতি।
হায় ভোট, হায় গনতন্ত্র!
০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫২
রহস্যময় ফয়সাল বলেছেন: বেপুক বিনুদুন
২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৪
নাভিদ আরমান শিফাত বলেছেন: আজ মানুষ কে খুব সহজে ট্যগ দেবেন । যারা ভোট দিতে গেছে তারা আওয়ামীলীগ এবং বাগশালী। (বিএনপির ভাষায়) আর সেই তারাই (আওয়ামীলীগের ভাষায়) গনতন্ত্রে বিশ্বাসী স্বাধীনতায় বিশ্বাসী।
-- যারা ভোট দিতে যায় নি তারা বিএনপি এবং গনতন্ত্রে অবিশ্বাসী (আওয়ামীলীগের ভাষায়) সেই তারাই ( বিএনপির ভাষায় ) গনতন্ত্র রক্ষায় এবং সৈরাচার পতনের বিপ্লবী সৈনিক।
যারা আজ রাস্তায় ককটেল নিয়ে একটু খেলাধূলা করছে ( :p ) তারা যুদ্ধাপরাধী, জামাত-শিবির এবং মুক্তিযুদ্ধের বিপক্ষেরর শক্তি ( আওয়ামীলীগের ট্যগ) আর অন্যপক্ষের ভাষায় তারাই জিহাদি সৈনিক।
.....আর যে নীরিহ ব্যক্তিকে কুপিয়ে মারা হল তাকে গনতন্ত্র রক্ষা অথবা বাগশাল পতেন একটা ট্যগ দিয়ে দিলেই ঝামেলা শেষ!!
অবশেষে সন্ধ্যার খবরে শোনা যাবে । ভোট কেন্দ্রে জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে সৃষ্ট বিশাল জনসমুদ্রে বড় বড় মাছ লাফালাফি করছিল । অন্য দল বলবে, ভোটকেন্দ্রের চার পাচ কিলোমিটার জুড়ে সার্চ লাইট দিয়ে খুজে ও কোন মানুষ কেন একটা কুত্তা ও পাওয়া যায় নি।
মনে রাখবেন বিশ্ববাসী, যে দেশের মানুষ ক্রিকেট ম্যচের টিকিটের জন্য ২ রাত না খেয়ে একটানা লাইনে দাঁড়িয়ে থাকতে পারে, সে দেশের মানুষরাই ভোট কেন্দ্রে নাকে তেল মেখে ও যেতে পারে না।
“কারন ক্রিকেটাররা কাছের কাছে ভগবান আর রাজনীনিবিধ এক আপদের নাম”।
০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫০
রহস্যময় ফয়সাল বলেছেন: সহমত
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩
মোঃ আনারুল ইসলাম বলেছেন: ইহার দ্বারা প্রমানতি হয়, দেশে ভোটারদের ব্যাপক উপস্থিতি ও কেন্দ্রগুলোতে চলছে উৎসবের আমেজ সৌজন্যে বাংলাদেশ টেলিভিশন
এবং এই উপল্লক্ষে মাননীয় রাষ্ঠ্র পতি ও প্রধানমন্ত্রী দেশ বাসীকে অভিন্নদন জানিয়েছেন?
০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭
রহস্যময় ফয়সাল বলেছেন: এইটুকু ভুলে লেখা থেকে বেরিয়ে গেছে :p
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২
জাহাঁপনা। বলেছেন: সিলেটের বিশ্বনাথে কিছু কেন্দ্রে একটি ভোট ও পরে নাই ... ওরে বিনোদন ...