নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব ভালো মানুষ না। নিজের সম্পর্কে এরচেয়ে ভালো কিছু লেখা উচিত না।

ফাইজুল ইসলাম নিরব

নিজের প্রতি আস্থা নেই বলে অনেক দিন লেখালেখি করিনি। ফিরে এসেছি ভিন্ন নিজেকে নিয়ে। যা কিছুই লেখি না কেন আমি আমার দেশের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল।

ফাইজুল ইসলাম নিরব › বিস্তারিত পোস্টঃ

GP WowBox ব্যবহার করে পান প্রতিদিন ২০MB ফ্রি ডেটা!

১৪ ই মে, ২০১৫ দুপুর ২:০৬

গ্রামীণফোনের অর্থদাতা প্রতিষ্ঠান টেলিনরের উদ্যোগে নির্মিত WowBox নামের একটি বিনোদনমূলক অ্যাপ চালু করেছে গ্রামীণফোন। যার ফলে বন্ধু প্যাকেজের অধীন সকল সিমের জন্য বিশেষ কিছু সুবিধাও দিয়েছে দেশের বৃহত্তম এই টেলি প্রতিষ্ঠানটি। যার মধ্যে অন্যতম অফার হচ্ছে প্রতিদিন ফ্রি ২০MB ডেটা। অফারটি পেতে নিম্নের নিয়মাবলী অনুসরণ করুন:

১. প্রথমে আপনার প্রয়োজন একটি আন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত হ্যান্ডসেট এবং একটি গ্রামীণ সিম।

২. যদি আপনার সিমে বন্ধু প্যাকেজ চালু না থাকে তাহলে "B" লিখে পাঠিয়ে দিন 4444 নাম্বারে।

৩. সিমে ইন্টারনেট চালু করুন যেকোন প্যাকেজ নিয়ে (*5000#)।

৪. প্লে স্টোরে গিয়ে WowBox লিখে সার্চ দিন। Telenor Tech এর আপলোড করা অ্যাপটি ডাউনলোড করুন।

৫. ডাউনলোড হয়ে গেলে WowBox অপেন করুন। মেনু বাটনে গিয়ে Exclusive অপশন সিলেক্ট করুন।

৬. 20 Daily offer এ গিয়ে Claim বাটনে চাপ দিন। মেসেজ না আসা পর্যন্ত এখানেই অপেক্ষা করুন। কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন ২০MB
ডেটা।

৭. আপনাকে প্রতিদিন একবার করে এই অফার দেয়া হবে। প্রতিদিন পেতে হলে একই কাজ প্রতিদিন করতে হতে।
(এই অফারের জন্য কোনো চার্জ প্রযোজ্য নয়)

ধন্যবাদ সবাইকে,
ফাইজুল ইসলাম নিরব
সামু ব্লগার

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.