![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের প্রতি আস্থা নেই বলে অনেক দিন লেখালেখি করিনি। ফিরে এসেছি ভিন্ন নিজেকে নিয়ে। যা কিছুই লেখি না কেন আমি আমার দেশের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল।
আজকাল "ইমোশোনাল" বা অতিরিক্ত আবেগী মানুষদের কদর নেই বললেই চলে। আমরা আজকাল সকলেই মন থেকে নয়, মস্তিষ্ক থেকেই সিদ্ধান্ত নিই। আবেগী মানুষদের চাইতে আজকাল বাস্তববাদী আর ওভার স্মার্ট মানুষদেরই কদর বেশী। কিন্তু জানেন কি, প্রেমিকা বা স্ত্রী হিসাবে আবেগী নারীরাই আসলে আপনাকে বেশী ভালো রাখবেন? জেনে নিন যে ৫টি কারণে একজন আবেগী নারীকেই বেছে নেয়া উচিত আপনার।
আপনাকে সবার আগে গুরুত্ব দেবেন
একজন অতিরিক্ত আবেগী মানুষ নিজের চাইতেও বেশী গুরুত্ব নিজের ভালোবাসার মানুষ ও পরিবারকে দিয়ে থাকেন। যদি জীবনে প্রাণঢালা সম্মান চেয়ে থাকেন, তবে অবশ্যই ভালবাসুন এমন একজন নারীকে। জীবনে কখনো অবহেলার শিকার হতে হবে না।
সন্তানেরা বেড়ে উঠবে বড় মনের মানুষ হয়ে
মনটা অনেক বড় না হলে এতটা আবেগ নিজের মাঝে ধারণ করা যায় না। আর একজন বড় মনের মায়ের কাছ থেকে আপনার সন্তানেরা সর্বদা ভালো শিক্ষাই পাবে। তাঁদের মনের জানালাগুলো খোলা থাকবে আর তাঁরা বেড়ে উঠবে বড় মনের মানুষ রূপে।
ভালোবাসার বিশাল সমুদ্র তাঁদের মাঝে থাকে
একজন আবেগী মানুষ ভালোবাসার বিশাল এক সমুদ্র বুকের মাঝে নিয়ে ঘোরেন আর নিজের আপনজনদের সেই ভালোবাসা ও মমতা দিয়ে ঘিরে রাখেন। জীবনে যদি কখনো ভালোবাসার অভাব না চান, তাহলে একজন আবেগী নারীকেই বেছে নিন জীবনসঙ্গী হিসাবে।
তাঁরা ক্ষমাশীল
একজন আবেগী মানুষ ক্ষমা চাইতে ও ক্ষমা করতে কখনো দ্বিধা করেন। এমন মানুশদেত সঙ্গী হিসাবে পাওয়া ভাগ্যের ব্যাপার। নিজের প্রেমিকা ও স্ত্রীর মাঝে এই গুণ পাওয়া আরও অনেক বেশী ভাগ্যের ব্যাপার।
জীবন হবে রোমান্সে পূর্ণ
আবেগী মানুষেরা রোমান্স ও রোমান্টিকতায় পটু। তাঁরা সৌন্দর্য ভালোবাসেন ও সম্পর্কের সৌন্দর্য রক্ষায় সব রকম চেষ্টা চালিয়ে যান। আর ঠিক এই কারণেই তাঁরা ধরে রাখেন প্রেমের মিষ্টি মধুরতা।
আরো পড়ুন:
পুরুষের মন পেতে যে ৭টি বাজে কৌশলের আশ্রয় নেন অনেক নারীই!
মানুষ ভালো কিংবা মন্দ হয় না, ভালো কিংবা মন্দ হয় মানুষের কাজ। আর যেখানে প্রেম-ভালোবাসা-বিয়ের ব্যাপার, সেক্ষেত্রে যতটা সম্ভব সততার পরিচয় দেয়াটাই সবচাইতে উচিত কাজ। তবে দুঃখ জনক হলেও সত্য যে এই প্রেম-বিয়ের ক্ষেত্রেই বাজে কিছু কৌশলের আশ্রয় নেন অনেক মানুষ। হ্যাঁ, অনেক নারীও কাঙ্খিত পুরুষের মন পেতে এমন সব কৌশলের আশ্রয় নিয়ে থাকেন যা আসলে সম্পর্কের ক্ষেত্রে খুবই অনুচিত। চলুন, আজ জানি তেমন কিছু বাজে কৌশলের কথা।
©somewhere in net ltd.