![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের প্রতি আস্থা নেই বলে অনেক দিন লেখালেখি করিনি। ফিরে এসেছি ভিন্ন নিজেকে নিয়ে। যা কিছুই লেখি না কেন আমি আমার দেশের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল।
অনেকেই মনে করেন যাদের বাড়ির উঠান এবং রাস্তা পাকা কেবল তাদেরই প্রিয় ঋতু বর্ষাকাল। তবে আমার এরকম কখনো মনে হয় নি, অনেক ছোটবেলা বেলা থেকেই বর্ষাকাল আমার প্রিয় ঋতু। তখন আমাদের বাড়ির উঠান এবং রাস্তা পাকা ছিল না। হয়তো বৃষ্টির অযুহাতে স্কুল বাদ দেবার জন্যই তখন বর্ষাকাল আমার এতো ভালো লাগতো। এখনো কিছুটা ভালো লাগে। তবে এই ভালো লাগার সূচকটা যে দ্রুত বেগে নিচের দিকে নামছে তা অনুমান করতে পারছি। কারণ তখনকার বষর্াকাল ছিল প্রিয় লেখক হুমায়ূন আহমেদের উপন্যাসগুলোর মতো কিন্তু বতর্মানের বাস্তবটা ভিন্ন।
©somewhere in net ltd.