নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব ভালো মানুষ না। নিজের সম্পর্কে এরচেয়ে ভালো কিছু লেখা উচিত না।

ফাইজুল ইসলাম নিরব

নিজের প্রতি আস্থা নেই বলে অনেক দিন লেখালেখি করিনি। ফিরে এসেছি ভিন্ন নিজেকে নিয়ে। যা কিছুই লেখি না কেন আমি আমার দেশের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল।

ফাইজুল ইসলাম নিরব › বিস্তারিত পোস্টঃ

এক শবেবরাতে আমি।

০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১২

ছোটবেলা থেকেই শবেবরাত নিয়ে আমার মনের মধ্যে একটা ধারণা জন্মে গিয়েছিল। মূল্যবান এই রাতে যা চাওয়া হয় আল্লাহ পাক আমাদের তাই দেন। এক শবেবরাতে আমি নফল ইবাদত শেষ করে যখন দোয়া করবো। তখন আমি স্থির করতে পারছিলাম না আমি কি চাইব। মনে মনে ভাবলাম, যা আছে সেগুলোই থাক না, নতুন করে চাইবার দরকার কি। অবশেষে "রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানিছ সাগীরা" এই লাইনটিই তিনবার পড়ে দোয়া শেষ করলাম। এতো সংক্ষিপ্ত দোয়া হয়তো এই মূল্যবান রাতের জন্য মানানসই নয়। কিন্তু এরচেয়ে বেশি চাইবার মতো কিছু আমার ছিল না।
মা-বাবাকে,
যাঁদের ছাড়া আমি শূন্যে ভাসি।

মন্তব্য ০ টি রেটিং +৩/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.