![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের প্রতি আস্থা নেই বলে অনেক দিন লেখালেখি করিনি। ফিরে এসেছি ভিন্ন নিজেকে নিয়ে। যা কিছুই লেখি না কেন আমি আমার দেশের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল।
ছোটবেলা থেকেই শবেবরাত নিয়ে আমার মনের মধ্যে একটা ধারণা জন্মে গিয়েছিল। মূল্যবান এই রাতে যা চাওয়া হয় আল্লাহ পাক আমাদের তাই দেন। এক শবেবরাতে আমি নফল ইবাদত শেষ করে যখন দোয়া করবো। তখন আমি স্থির করতে পারছিলাম না আমি কি চাইব। মনে মনে ভাবলাম, যা আছে সেগুলোই থাক না, নতুন করে চাইবার দরকার কি। অবশেষে "রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানিছ সাগীরা" এই লাইনটিই তিনবার পড়ে দোয়া শেষ করলাম। এতো সংক্ষিপ্ত দোয়া হয়তো এই মূল্যবান রাতের জন্য মানানসই নয়। কিন্তু এরচেয়ে বেশি চাইবার মতো কিছু আমার ছিল না।
মা-বাবাকে,
যাঁদের ছাড়া আমি শূন্যে ভাসি।
©somewhere in net ltd.