![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের প্রতি আস্থা নেই বলে অনেক দিন লেখালেখি করিনি। ফিরে এসেছি ভিন্ন নিজেকে নিয়ে। যা কিছুই লেখি না কেন আমি আমার দেশের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল।
সিটি কখনো আমাকে নিরাশ করে নি। ম্যানচেস্টার সিটির সমর্থক হিসেবে আমি গর্বিত। যা পাওয়া হয়নি তা হলো চ্যাম্পিয়নস লীগ। তবে আমি আশা রাখি চ্যাম্পিয়নস লীগও একদিন আমরা জয় করবো। প্রিমিয়ার লীগের মধ্যম মানের দল হয়েও আমাদের অবস্থান টেবিলের উপরের দিকে। সাত বছর আগে ম্যান সিটি যখন খুব দুর্বল একটি দল ছিল। শুধুমাত্র প্লেস্টেশন গেইম খেলেই আমি সিটি সমর্থক হয়ে গেলাম। কল্পনা করতে লাগলাম এই দলই একদিন প্রিমিয়ার লিগ জিতবে। ইউনাইটেড সমর্থকরা আমাকে নিয়ে হাসাহাসি করত। আজ আমি ইউনাইটেডর এই দূরাবস্থা শুধু দেখেই যাচ্ছি হাসছি না।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৭
হামিদ আহসান বলেছেন: আজ আমি ইউনাইটেডর এই দূরাবস্থা শুধু দেখেই যাচ্ছি হাসছি না।