![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের প্রতি আস্থা নেই বলে অনেক দিন লেখালেখি করিনি। ফিরে এসেছি ভিন্ন নিজেকে নিয়ে। যা কিছুই লেখি না কেন আমি আমার দেশের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল।
প্রিয়তমেষু,
তুমি কেমন আছো আমি জানি না। আর জানতেও ইচ্ছে করছে না। ইদানীং জানাজানির আগ্রহটা হারিয়ে ফেলেছি। চিঠির নিয়মমতো প্রথম অংশে সামাজিক সৌজন্য থাকতে হয় বলে লেখা। আমার তৃষ্ণার্থ চোখ তোমাকে দেখতে চায়। জানি আর দেখা হবে না। তবুও নিজের মনকে বুঝাতে পারি না। আমার মন এখন বেশিরভাগ সময়ই থাকে কল্পনা রাজ্যে। যে রাজ্যের হারিয়ে যাওয়া রানী তুমি। মাঝেমধ্যে এই কল্পনা রাজ্যকেই বাস্তবের চেয়েও সত্য বলে মনে হয়। একথা সত্য যে, ৮২৫০ কিলোমিটার দূরে থেকে আর যা ই হোক ভালবাসা বাসি হয় না। ভালবাসতে হয় কাছে থেকে। গল্প উপন্যাস হলে ছিল ভিন্ন কথা। বাস্তবতা সম্পূর্ণ আলাদা। তবুও কেন জানি মনে হচ্ছে আমার ভালবাসা সীমানা দূরত্ব এসবের ঊর্ধ্বে। যত দূরেই থাকো না কেন আমি তোমাকে ভালবেসে যাব। বলেছিলে কোন এক পূর্ণিমায় তুমি আসবে। তাই গত পূর্ণিমায় সবাই যখন সুপারমুন দেখতে ব্যস্ত, আমার আকাশে আমি তখন খোজছিলাম তোমাকে। তোমায় দেখতে পাবো এই আনন্দে সারা রাত আমার বিন্দুমাত্র ঘুম হয় নি। রানীবিহীন রাজ্য সূর্যবিহীন পৃথিবীর সমান। আমার মতো অভাজন তোমাকে কি দিতে পারে? আমি দিলাম "কল্পনা রাজ্য।" তুমি নিজের ইচ্ছেমত এর শাসন করতে পারো।
ইতি,
নিরব ফাইজুল
রাজা, কল্পনা রাজ্য।
©somewhere in net ltd.