নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব ভালো মানুষ না। নিজের সম্পর্কে এরচেয়ে ভালো কিছু লেখা উচিত না।

ফাইজুল ইসলাম নিরব

নিজের প্রতি আস্থা নেই বলে অনেক দিন লেখালেখি করিনি। ফিরে এসেছি ভিন্ন নিজেকে নিয়ে। যা কিছুই লেখি না কেন আমি আমার দেশের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল।

ফাইজুল ইসলাম নিরব › বিস্তারিত পোস্টঃ

নীল আকাশের কথামালা

২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১০

পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভাঙ্গলো। বেলা কয়টা বাজে অনুমান করার চেষ্টা করলাম। সূর্য্যের কৌণিক অবস্থানের কারনে সময় বের করা যাচ্ছে না। এখন হেমন্তকাল শীত আসি আসি বলেও আসছে না। তবে সাইবেরিয়ান ঠান্ডা হাওয়া আসা শুরু হয়েছে। পাশে মোবাইল ফোন আছে চাইলেই সময় দেখে নিতে পারি। কিন্তু দেখতে ইচ্ছে করছে না। ঘুম ভাঙ্গার পর কেন জানি টায়ার্ড লাগে। তখন অলসতা ঘিরে ধরে। মনে হয় সারা রাত অনেক পরিশ্রম করেছি। এবার একটু বিশ্রাম নেয়া যাক। কিন্তু ঘুমের মধ্যে কি পরিশ্রম করলাম। ঘুমতো বিশ্রামই, এতে পরিশ্রম হবে কেন? এটা কি সম্ভব। হলে হতেও পারে কেননা ঘুমানোর চেষ্টা করাটা পরিশ্রান্ত কাজ। আবার স্বপ্ন দেখাটাও পরিশ্রান্ত বিষয়। স্বপ্ন দেখার ক্ষেত্রে মস্তিষ্ক এই পরিশ্রমটা করে থাকে। হয়তো রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি। এখন মনে করতে পারছি না। স্বপ্ন হচ্ছে সর্ট মেমোরি। আমার দেখা অধিকাংশ স্বপ্নই হারিয়ে যায়। আর কখনোই মনে হয় না। খুব অল্প স্বপ্নই আমার মনে থাকে। আচ্ছা বালিশের পাশে কাগজ কলম রাখলে কেমন হয়। স্বপ্নে যা দেখলাম তা ঘুম ভাঙ্গার সাথে সাথেই লিখে ফেললাম। এখানেও একটা সমস্যা আছে আমার ঘরে বাতির বেড সুইচ নেই। বিছানা থেকে উঠে দেয়ালে লাগানো বোর্ডে সুইচ দিতে হয়। ততোক্ষণে হয়তো মস্তিষ্কের সর্ট মেমোরিটা তার কার্যকারিতা হরিয়ে ফেলবে। লিখতে গিয়ে কিছুই মনে করতে পারব না। ফোনে সময় দেখে নিলাম। বেলা ৯টা ৪মিনিট বাজে। যদিও সময় দেখার কোন প্রয়োজন ছিল না। এখন কলেজ বন্ধ। কাজেই সময় নিঁয়ে কোন মাথা ব্যথা নেই। যেকোন এক সময় ঘুম থেকে উঠলেই হল। জানালা দিয়ে আকাশটা দেখা যাচ্ছে। আজকের আকাশের রং গাঢ় নীল। ভূমধ্যসাগরীয় আকাশ হয়তো এতোটা নীল নয়।

রুটি আর চা দিয়ে নাস্তা করলাম। হঠাৎ মনে হল অনেকদিন হয়ে গেল নীলার সাথে কথা হয় না। এরকমই এক চমৎকার দিনে তোমার সাথে আমার প্রথম দেখা। শেষবার দুই বছর আগে তোমার সাথে আমার কথা হয়েছিল। সেখানে ভালবাসার ইতি টানা হয়েছিল। উপসংহারে ছিল শুধু হতাশা আর মিথ্যে অপবাদটুকু। তবুও কেন জানি মনে হয় নীলা এখনও আমার আপন। আপন ভাবি বলেই তো তোমার দেয়া সব অপবাদ নি:শব্দে গায়ে মেখে নিলাম। এখনও তোমাকে ভেবে আমার সকালটা শুরু হয়। অনেক দূরে থাকো বলে ভেবোনা আমার অনুভূতিগুলো তোমাকে ছুঁতে পারবে না। আকাশের নীল আভায় তোমাকে দেখতে কেমন লাগবে। তা কি তুমি জানো? আমি অবশ্য জানি। আর জানি বলেই তোমাকে দেখতে চাই সর্বত্র। তোমার সাথে এই নীল আকাশের একটা সম্পর্ক আছে। নীল আকাশটা দেখলেই তোমাকে মনে পড়ে। এতো মনে পড়া সত্ত্বেও তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করছি না। তুমি তোমার মতো করে থাকো। আমি আমার মতোই আছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.