নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক বিরাট ইতিহাস.....

ফজলুভাই

আমি বাংলার ফজলু ভাই... আমি ভাই চিকিৎসার অতীত.।

ফজলুভাই › বিস্তারিত পোস্টঃ

ল.সা.গু শেখার ফজলুভাই কায়দা

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৯

ধরেন ২ সংখ্যার ল.সা.গু করবেন! সংখ্যা দুইটা যদি ৩ আর ৫ হয় তাইলে তো দুইটা গুণ করে দিলেই ল.সা.গু বের হয়ে যায়।

ধরেন সংখ্যা ২টা হইল ১৬ আর ৩০। আমি চিরাচরিত নিয়ম টা আর টানবো না, সবাই জানে। আমার নিয়ম টাও আসলে ঐটার উপর ভিত্তি করেই।
১। প্রথমে দেখেন সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে দুইটা সংখ্যাই ভাগ যায়। (উপরের ক্ষেত্রে সর্ব্বোচ্চ ২ দিয়ে এরা ভাগ যায় )
২। যে কোন একটা কে ঐ সর্বোচ্চ যা দিয়ে ভাগ যায় তা দিয়ে ভাগ করেন। (আমরা ১৬ কে করলাম, ১৬/২=৮)
৩। অপর যে সংখ্যা আছে তাকে অপরটা ভাগ করে যা পেলেন তা দিয়ে গুণ করেন। ( ৩০*৮=২৪০ )
৪। এই গুণফল-ই আপনার ল.সা.গু :)

তিন সংখ্যার ল.সা.গু করার ক্ষেত্রে এই নিয়ম খাটবে, কিন্তু আপনার কাজ বেশি করতে হবে। প্রথমে যে কোন ২টার ল.সা.গু বের করবেন, পরে তৃতীয় সংখ্যা আর অপর দুইটার ল.সা.গু এর ল.সা.গু বের করবে!
যেমন ধরেন ১৬ আর ৩০ এর সাথে ২১০ এর ল.সা.গু করবেন।
#আমরা জানি যে ১৬ আর ৩০ এর ল.সা.গু ২৪০।

১। ২৪০ আর ২১০ এর মধ্যে উভয়ই ৩০ দিয়ে ভাগ যায়।
২। ২১০ কে ৩০ দ্বারা ভাগ করে পাই=৭।
৩। থাকে ২৪০, ২৪০*৭=১৬৮০। ইহাই ল.সা.গু :)

নিয়ম টা ঘুড়ানো পেচান মনে হইলেও মুখে মুখে ল.সা.গু করার ক্ষেত্রে বেশ কাজে দিবে ইনশাল্লাহ।
{ ব্যাপারটা আমার নিজের আবিষ্কার, কোথা থেকে কপি মারা না। তাই ভূল-ত্রুটি থাকলে ধরিয়ে দিবেন }


[ একটু পার্ট নিলাম আরকি ;) ]

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫২

দরবেশমুসাফির বলেছেন: ভাল লাগল। তবে মনে হয় না সবক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করে মুখে মুখে ল সা গু বের করা যাবে।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১১

ফজলুভাই বলেছেন: যে কোন সংখ্যা নিয়ে করে দেখতে পারেন। অবশ্যই হবে!
কিন্তু আপনি সবক্ষেত্র বলতে কি বুঝালেন তা স্পষ্ট না :(

২| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৮

এহসান সাবির বলেছেন: বেশতো।

৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৫

ফজলুভাই বলেছেন: ধন্যবাদান্তে ফজলুভাই :)

৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

সুমন কর বলেছেন: হাহা......২টি সংখ্যার ক্ষেত্রে ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.