| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়েকদিন আইসিসি'র সহযোগি দেশসমূহের মধ্যে থেকে বেছে বেছে কিছু দেশের তারকা দের নিয়ে লিখার চেষ্টা করেছি। দলগুলোর মধ্যে ছিল ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত : আফগানিস্তান, হংকং, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড এবং আরব আমিরাত। সেইসাথে ছিল টি-২০ স্ট্যাটাস প্রাপ্ত : নেদারল্যান্ডস এবং ওমান!
আরো বড় করার ইচ্ছা ছিল, কিন্তু এই দলগুলোর বাইরে অন্য কোন দলের বর্তমানে ওয়ানডে বা টি-২০ স্ট্যাটাস নেই এবং দলগুলো বেশি ভারসাম্যপূর্ন ও নয়। তাই আমার এই সিরিজ আপাততঃ এখানেই সমাপ্ত করছি। ক্রিকেটের পরাশক্তি হতে যাওয়ার দৌড়ে ১৩টি দলের তারকাদের লিস্ট এবং পূর্বের লিঙ্ক রইল সবার জন্য ![]()
আফগানিস্তান
কানাডা
বারমুডা
কেনিয়া
নেদারল্যান্ডস

আয়ারল্যান্ড
নেপাল
সংযুক্ত আরব আমিরাত
স্কটল্যান্ড

পাপুয়া নিউ গিনি

নামিবিয়া

হংকং

ওমান

এটা ছিল ফজলুভাই এর প্রথম কোন সিরিজ ব্লগ। দোষত্রুটি নিজ গুনে ক্ষমা করবেন, কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ![]()
সামনে আরো ভাল কিছু দেওয়ার চেষ্টা থাকবে ![]()
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৬
ফজলুভাই বলেছেন: হুম ভাই, এই পর্বে শুধু লিঙ্কগুলো দিয়েই সিরিজটা শেষ করলাম ![]()
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ![]()
২|
২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা ভাই।
পোষ্ট প্রিয়র তালিকায় রেখে দিলাম।
দারুণ একটা সিরিজ ছিলো।
+++++++
২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
ফজলুভাই বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনি অনেক সাহস এবং অনুপ্রেরনা দিয়ে আসছেন আমাকে।
মনে থাকবে ভাই ![]()
৩|
২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬
হাসান মাহবুব বলেছেন: ভালো ছিলো সিরিজটা। +++++
২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
ফজলুভাই বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই ![]()
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৫
কেউ নেই বলে নয় বলেছেন: এই পর্বে লিঙ্ক ছাড়া কিছুই নেই তেমন, কিন্তু সিরিজটা বেশ ভালো ছিলো। বেশ অনেকগুলো পড়েছি অন এবং অফলাইনে। শুভকামনা রইলো।