![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. প্রাচীনকালে চীনারা আত্মহত্যা করার জন্য ৫০০ গ্রাম লবণ খেত।
২. আমেরিকার নিউইয়র্কে কোনো উঁচু বিল্ডিং থেকে লাফিয়ে পড়ার শাস্তি হলো মৃত্যুদণ্ড।
(অর্থাৎ, কেউ লাফিয়ে পড়ে যদি বেঁচে যায় তবে তাকে সুস্থ করে বাঁচিয়ে তুলে এরপর আবার মেরে ফেলা হবে।)
৩. সমুদ্রের ৪০০ মিটার নিচে সূর্যের আলো পৌঁছায় না।
৪. আফ্রিকার কালো ষাঁড় পানি পান করে না।
৫. সূর্য প্রতি মিনিটে ২৪ কোটি মেট্রিক টন হাইড্রোজেন কণাকে পুড়িয়ে ভস্ম করে।
৬. খাওয়ার পর একটি ব্যাঙ হজম করতে সাপের প্রায় ৫০ ঘন্টা লাগে।
৭. মানুষ তার জীবনের প্রায় ৬ বছর স্বপ্ন দেখে কাটায়।
৮. পৃথিবী থেকে মৌমাছি বিলুপ্ত হয়ে গেলে, ৪ বছরের মধ্যে মানবজাতি বিলুপ্ত হয়ে যাবে। (কনফিউজড)
৯. মহিলারা প্রতিদিন গড়ে ৭০০০ শব্দ বলে। অপরদিকে পরুষদের ক্ষেত্রে এই সংখ্যা ২০০০ এর কিছু বেশি। (বেশি কথা না বললে হয়না ? হা হা হা)
১০. দেহে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্ত কণিকার পরিমাণ ২৫০০ কোটি এবং এরা ৪ মাস বাঁচে।
১১. দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে।
১২. অস্ট্রেলিয়াতে এক ধরনের কেঁচো পাওয়া যায় যা লম্বায় ১০ ফুট পর্যন্ত হতে পারে।
১৩. আপনার শরীরে যে পরিমান কার্বন আছে তা দিয়ে ৯০০০ পেন্সিল বানানো যাবে।
১৪. একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে ৭ বার পেঁচানো যাবে।
১৫. একজন মানুষ সারা জীবনে ৪০ হাজার লিটার মূত্র ত্যাগ করে।
১৬. একজন মানুষের চামড়ার ওপর রয়েছে ১ কোটি লোমকূপ।
১৭. আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০ টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে।
১৮. বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ ভূটান।
১৯. একটি জিরাফের বাচ্চা জন্মানোর সময় প্রায় ৫ ফিট উপর থেকে মাটিতে পড়ে, কিন্তু অধিকাংশ সময়ই এরা ব্যাথা পায় না বা আহত হয় না।
২০. জাপানের মোট স্থলভাগের ৭০% এর বেশি হল পাহাড়। এর মধ্যে আছে ২০০ এর বেশি আগ্নেয়গিরি।
সূত্রঃ ওয়েবসাইট।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৬
মার্কো পোলো বলেছেন:
তাদের আইনে যা আছে সেটিই তারা করবে। যতই অদ্ভুত মনে হোক না কেন এসবই বাস্তব। তারা কি উদ্দেশ্যে এমন করেছে সেটি তারাই ভাল জানে।
ধন্যবাদ।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: মজার!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২
মার্কো পোলো বলেছেন:
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০
সামিয়া বলেছেন: আগেও এই পোস্ট কোথায় যেন পড়েছিলাম। যাই হোক, ৫০০ গ্রাম লবন খাইলেই শেষ?? খাইতে হয় ক্যামনে?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩
মার্কো পোলো বলেছেন:
স্মরণ করুণ। একটুখানি পরখ করে দেখতে পারেন।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৫
একটি পেন্সিল বলেছেন: আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০ টি বিভিন্ন গন্ধ ফালতু।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৭
মার্কো পোলো বলেছেন:
আপনার মনে হতে পারে।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ৯. মহিলারা প্রতিদিন গড়ে ৭০০০ শব্দ বলে। অপরদিকে পরুষদের ক্ষেত্রে এই সংখ্যা ২০০০ এর কিছু বেশি। (বেশি কথা না বললে হয়না ? হা হা হা)
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০২
মার্কো পোলো বলেছেন:
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৫
মোবাশ্বের আহম্মেদ মিলন বলেছেন: জেগে জেগে? না দাড়িয়ে দাড়িয়ে?
মানুষ তার জীবনের প্রায় ৬ বছর স্বপ্ন দেখে কাটায়?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
মার্কো পোলো বলেছেন:
মানুষ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়!
ধন্যবাদ।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
সুমন কর বলেছেন: আসলেই মজার সব তথ্য !
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ ভাই।
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: মজার সব তথ্য তো
কিছু কিছু পড়া আছে কিছু নতুন
+++
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
মার্কো পোলো বলেছেন:
অসংখ্য ধন্যবাদ।
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৭
প্রামানিক বলেছেন: দারুণ পোষ্ট। ধন্যবাদ
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৬
মার্কো পোলো বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৯
জনৈক অচম ভুত বলেছেন: মজার তথ্যই বটে। শেয়ারের জন্য ধন্যবাদ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৩
মার্কো পোলো বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৭
আরণ্যক রাখাল বলেছেন: ১৮. বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ ভূটান।
আমি ভূটান গিয়া বিড়ি খাইতে চাই
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০০
মার্কো পোলো বলেছেন:
হাহা। আপনি রাজকীয়ভাবে আমন্ত্রিত।
১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৬
গেম চেঞ্জার বলেছেন: আমি এক মেয়েকে জানি যে ১০ কথা বললে ১ কথা বলে!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৩
মার্কো পোলো বলেছেন:
বিপরীত! রেকর্ড ভঙ্গ হইলো! :-D
১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪২
ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: সুন্দর তথ্য, শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৪
মার্কো পোলো বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ভাই।
১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৭
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫
মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ নীলপরি আপু।
১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৯
ঢাকাবাসী বলেছেন: সবগুলো সঠিক কিনা বলা যাচ্ছেনা, কারণ চেক করার উপায় রাখেননি! তবু ভাল তথ্য।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৭
মার্কো পোলো বলেছেন:
ঠিক। তবে অদ্ভুত ও মজার।
১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫২
রেজা এম বলেছেন: পুরানো সেই দিনের........
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৮
মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ ভাই।
১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৬
রক্তিম দিগন্ত বলেছেন:
হাহাহা! বেশ কয়েকটা বেশ মজার!!!
৫০০ গ্রাম লবণ খাওয়া এখনো আত্নহত্যার শক্তিশালী এক উপায়।
৬. খাওয়ার পর একটি ব্যাঙ হজম করতে সাপের প্রায় ৫০ ঘন্টা লাগে।
এই জন্যই তো বলি সাপের দেহ এত স্লিম কী করে!!!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৯
মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ ভাই।
১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৬
দ্যা ফয়েজ ভাই বলেছেন: মৌমাছি তোমরা বেঁচে থাকো।কারণ আমার এখনো জীবন বাকি আছে।
আমার পরিচিত এক মেয়ে আছে যে,সাত দুগুণে চৌদ্দ,চৌদ্দ দুগুণে আটাশ হাজারের বেশি শব্দ বলে মনে হয়।আবার আরেকজন,সাত শব্দ মুখে দিয়া বাহির করতেও কষ্ট হইয়া যায়।
পোষ্ট ভালো +মজারর ছিল।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১২
মার্কো পোলো বলেছেন:
সেরাম অভিজ্ঞতা শেয়ার করলেন। তবে ম্যাক্সিমাম এরকম হাজার শব্দ পার করে।
অসংখ্য ধন্যবাদ।
১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০১
মাদিহা মৌ বলেছেন: মানুষ তার জীবনের প্রায় ৬ বছর স্বপ্ন দেখে কাটায়। - আমি সম্ভবত বারো বছর স্বপ্ন দেখে ঘুমাব! ঘুমালেই স্বপ্ন দেখি!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩২
মার্কো পোলো বলেছেন:
স্বপ্নময়ী মৌ। স্বপ্নঘোরে থাকুন। শুভকামনা রইলো।
২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯
সাহসী সন্তান বলেছেন: অবশ্যই পোস্টটা মজার! তবে বেশ কিছু তথ্য অবিশ্বাসের দোড় গোড়ায় প্রচন্ড ভাবে নাড়া দিয়ে যায়.....
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
মার্কো পোলো বলেছেন:
হুম। অনেক অদ্ভুত, সেজন্য বিশ্বাস করাও কঠিন।
ধন্যবাদ ভাই।
২১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: লিংক দেন তো।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
মার্কো পোলো বলেছেন:
লিঙ্ক রাখিনি।
ধন্যবাদ।
২২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩২
দিগন্ত জর্জ বলেছেন: ৯. মহিলারা প্রতিদিন গড়ে ৭০০০ শব্দ বলে। অপরদিকে পরুষদের ক্ষেত্রে এই সংখ্যা ২০০০ এর কিছু বেশি। (বেশি কথা না বললে হয়না ? হা হা হা) ..... এর জন্যই নিজের ভাষাকে মাতৃভাষা বলে। পিতারা তো কথা কওয়ার চান্সই পায় না।
অনেক কিছু জানলাম। ভালো!!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
মার্কো পোলো বলেছেন:
বাহ! চমৎকার জিনিস আবিষ্কার করলেন।
ধন্যবাদ ভাই।
২৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪
মো:সাব্বির হোসাইন বলেছেন: আসলেই অসাধারণ তথ্য। ভালো লেগেছে।
ধন্যবাদ আপনাকে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
মার্কো পোলো বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২১
চাঁদগাজী বলেছেন:
"২. আমেরিকার নিউইয়র্কে কোনো উঁচু বিল্ডিং থেকে লাফিয়ে পড়ার শাস্তি হলো মৃত্যুদণ্ড।
(অর্থাৎ, কেউ লাফিয়ে পড়ে যদি বেঁচে যায় তবে তাকে সুস্থ করে বাঁচিয়ে তুলে এরপর আবার মেরে ফেলা হবে।) "
-একটু ছাগলামী হয়ে গেছে?