![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৬ বছর বয়সী এক কিশোরকে পুলিশ ধরে নিয়ে এসেছে আদালতে। হাতে হ্যান্ডকাপ, মাজায় দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। মনে হচ্ছে বড় কোনো অপরাধী। কিন্তু তা নয়। কিশোরটি মাতাল অবস্থায় পথচারীদের বিরক্তি করছিল। বিরক্তি উৎপাদনের কারনে পুলিশ তাকে দন্ডবিধির ৫১০ ধারা অনুযায়ী আদালতে সোপর্দ করেছে। আইনজীবী মহোদয় কিশোরটির পক্ষে দোষ স্বীকারের আবেদন জানালেন। বিচারক মাত্র ১০ টাকা জরিমানা করে কিশোরটিকে ছেড়ে দেয়ার আদেশ দিলেন। কি অদ্ভুদ দেশ! কি অদ্ভূদ আইন! যে দেশের ভালো কোনো হোটেলে এক কাপ চায়ের দাম ১০ টাকা। আর রাস্তাঘাটে মাতলামির শাস্তিও ১০ টাকা। দন্ডবিধির ৫১০ ধারা অনুযায়ী রাস্তাঘাটে মাতলামি করলে সর্বোচ্চ ২৪ ঘণ্টা বিনাশ্রম কারাদন্ড অথবা সর্বোচ্চ ১০ টাকা জরিমানা। তার মানে এ ক্ষেত্রে জরিমানার পরিমাণ পাঁচ টাকা অথবা আট টাকাও হতে পারে।
(ছবিঃ ইন্টারনেট)
১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৮
মার্কো পোলো বলেছেন:
খুব অদ্ভুত। আজকাল ১০ টাকার যে কোন মূল্য নেই সেটি বুঝবে কেমনে।
তবে পুলিশও কম চালাক না। লঘুদণ্ড দেখে মাদকের মামলা দিয়ে দিলে উপযুক্ত শাস্তিই পাবে। তখন ঠেলা টের পাবে।
ধন্যবাদ ভাই।
২| ১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৭
সুমন কর বলেছেন: হাহাহাহা--------আসলেই অদ্ভুত আইন !
১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৭
মার্কো পোলো বলেছেন:
৩| ১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: সত্যিই এক হাস্যকর আইন!
পোস্টে লাইক!
১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫১
মার্কো পোলো বলেছেন:
ভাই, আপনি অনেক ভালা।
৪| ১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০১
বিলিয়ার রহমান বলেছেন: মুই নিজেও হ্যাতা জানি যে মুই বহুত ভালা!
১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৭
মার্কো পোলো বলেছেন:
হ। আমিও জানি আন্নে বহুত ভালা মানুষ।
শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:০৫
রক্তিম দিগন্ত বলেছেন:
কী অদ্ভুত আইন। তাহলে তো মাতালদের পকেটে দশটাকা নিয়ে নেশা করলেই চলবে। আর কিছুই লাগবে না।