নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু তে সময়ক্ষেপণ করি, অতি জানাশোনার ভিড়ে নিজের স্বল্পকায় জ্ঞান আজিকে সার্থক বলিয়া বোধোদয় হইতেছে। পড়াশুনা আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর, ঢাবি।

মার্কো পোলো

মার্কো পোলো › বিস্তারিত পোস্টঃ

অফিস, আদালত, দরবারে বসে ঝিমালে এমন প্রস্তাব আসতেই পারে (রম্য হলেও শিক্ষণীয়)

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১৬


আদালতে বিচার চলছিলো.....।
আসামীর বিরুদ্ধে অভিযোগ, সে একটি মেয়েকে অশ্লীল প্রস্তাব জানিয়েছে। মেয়েটির কাছে জানতে চাওয়া হলো আসামী তাকে কি প্রস্তাব দিয়েছিলো?
সবার সামনে সে কথা বলতে মেয়েটি ভীষণ লজ্জা পেলো। আসামীর প্রস্তাবটা সে এক টুকরো কাগজে লিখে দিলো। জজ সাহেব কাগজটা পড়ে তা জুরীদের কাছে পাঠিয়ে দিলেন।

জুরীর প্রত্যেকে একে একে কাগজটা পড়ে সেটা পাশের জনকে বাড়িয়ে দিচ্ছিলেন। জুরীদের মধ্যে একজন সুন্দরী মহিলাও ছিলেন। মহিলা জুরী কাগজটা পড়ে পাশের জনকে দিতে গিয়ে দেখলেন, পাশের ভদ্রলোক ঝিমুচ্ছেন। তাঁকে মৃদু খোঁচা দিয়ে জাগিয়ে কাগজটা তাঁর হাতে গুঁজে দিলেন। ভদ্রলোক কাগজটা পড়ার পর মহিলা সদস্যার দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং ঘাড় নেড়ে সম্মতি জানালেন। তারপর কাগজটা পকেটে রেখে হাসি মুখে বসে রইলেন।

কাগজে লেখা ছিলো “আমার সাথে বিছানায় যাবেন?"

বলি, কাজের সময় কাজে মন দিন, মুরগির মত ঝিমানো বাদ দিন।

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ২:২৩

চাঁদগাজী বলেছেন:


টপ

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ২:২৫

মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ। আমাদের দেশের চিত্র এটি, সবাই জানে আশাকরি।

২| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৪১

সোহানী বলেছেন: হাহাহাহা......... =p~ =p~

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৪১

মার্কো পোলো বলেছেন:
:P :P

৩| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:৩১

ডঃ এম এ আলী বলেছেন: ব্যপক শিক্ষনীয় , অনেকে চোখ কান খোলা রেখেও ঝিমায় , তাদের জন্য কি প্রেসক্রিপশন ?
ধন্যবাদ ।

১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৮

মার্কো পোলো বলেছেন:
চোখ কান খোলা রাখুক আর নাই রাখুক কাজের সময় ঝিমানো ঠিক নয়। এতে কাজের বারোটা বাজবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:০৮

রক্তিম দিগন্ত বলেছেন:
হাস্যকর।

কাজের সময় তো ঘুমাবেই, কারণ অন্যান্য সময় তো কাগজের লেখাটা পালন করায় ব্যস্ত থাকতে হয়। বুঝা উচিৎ।

B-))

১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১০

মার্কো পোলো বলেছেন:
তখন এমন অবস্থায় পড়তে হতে পারে।
:)

৫| ১৮ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:১৫

বিলিয়ার রহমান বলেছেন: বলি, কাজের সময় কাজে মন দিন, মুরগির মত ঝিমানো বাদ দিন।:):):)

পোস্টে লাইক!:)

১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১২

মার্কো পোলো বলেছেন:
আপনি কিন্তু আবার ঝিমায়েন না ভাই। বিশেষকরে সুন্দরী মেয়ের পাশে। :) :P

৬| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৮

অরুনি মায়া অনু বলেছেন: যাক শিক্ষা পেলাম ঘুমন্ত ব্যক্তিকে এমন চিরকুট দিতে নেই :P

১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৪

মার্কো পোলো বলেছেন:
হাহা। ঠিক। কখন কি বুঝে নেয় বলা মুশকিল। :) :D

৭| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৮

ভ্রমরের ডানা বলেছেন:
ভালই লাগলো রম্য খানা। দারুণ। প্লাস++

১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৬

মার্কো পোলো বলেছেন:
প্লাস পেয়ে খুব ভাল লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। :D

৮| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:২৯

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: এ রকম আরো চাই!

১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৭

মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ। :) :D

৯| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

=p~ =p~ =p~

১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৭

মার্কো পোলো বলেছেন:
:) :D :P

১০| ১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩১

কাছের-মানুষ বলেছেন: হা হা +++
কাজের সময় কাজে মনযোগ দেয়াই উত্তম ।

১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৪

মার্কো পোলো বলেছেন:
ঠিক। :) :D

১১| ১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৭

হাতুড়ে লেখক বলেছেন: ভদ্রলোক কাগজটা পড়ার পর মহিলা সদস্যার দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং ঘাড় নেড়ে সম্মতি জানালেন। তারপর কাগজটা পকেটে রেখে হাসি মুখে বসে রইলেন।

আমিও ভদ্দরনোক। ;)

১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫২

মার্কো পোলো বলেছেন:
হাহা। এমন প্রস্তাব পেয়ে ভদ্দরনোক রাজি হয়ে গেলো। :) :D :P

১২| ১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩২

বিজন রয় বলেছেন: হা হা হা হা হা হা
জম্পেস!!!

১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৬

মার্কো পোলো বলেছেন:
:) :D :P

১৩| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০৭

সুমন কর বলেছেন: হাহাহাহা............হোহোহোহো....
মজার।

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩২

মার্কো পোলো বলেছেন:
হাহা। আমিও একটু হেসে নিলাম। :D :P

১৪| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১০

গেম চেঞ্জার বলেছেন: দারুণ! =p~

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৪

মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ গেমু ভাই। আপনাকে স্বাগতম। :) :P

১৫| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৭

এডওয়ার্ড মায়া বলেছেন: মজার ছিল বেশ !

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪০

মার্কো পোলো বলেছেন:
:) :D

১৬| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:২৪

আহমেদ জী এস বলেছেন: মার্কো পোলো ,




ব্লগ যে হারে চলছে তাতে অনেক ব্লগারেরই বসে থেকে থেকে ঝিমুনি আসছে । তারও কি অমন প্রস্তাব পাবে ?????? :( B:-) :-P :`>

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৪০

মার্কো পোলো বলেছেন:
হাহা। শুধু ঝিমুলেই অমন প্রস্তাব পাবে না, শর্ত হলো পাশে সুন্দরীও লাগবে। :-P ইনাদের আনাগোনা মানে ঝিমুনিও দূর হওয়া। :D :P =p~

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

১৭| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৬

সামিয়া বলেছেন: হাহাহাহা ভালোলাগছে!!!!!!

১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১৯

মার্কো পোলো বলেছেন:
হাহাহা।। হেসে নিলাম। :) :D
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.