![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘ক’ একজন হিন্দু, ‘খ’ নামে তার একজন মুসলিম স্ত্রী রয়েছে। তারা স্পেশাল ম্যারেজ এ্যাক্ট, ১৮৭২- এর অধীনে বিবাহ বন্ধনে হয়ে সংসার করছেন এবং তাদের নিজ নিজ ধর্ম পালন করছেন। ‘ক’ এর জিজ্ঞাসা-
** ক-এর পিতা-মাতার মৃত্যুর পর সে উত্তরাধিকার হিসাবে পরিগণিত হবে কি না?
** তার নিজের(ক)-এর মৃত্যুর পর ‘খ’ অর্থাৎ তার স্ত্রী তার সম্পত্তিতে উত্তরাধিকার হিসেবে সম্পত্তির অংশ দাবী করতে পারবে কি না?
উত্তরঃ বিবাহ সম্পর্কে কোন জিজ্ঞাসা না থাকলেও প্রসঙ্গক্রমে এই বিষয়ে কিছু মন্তব্য করা বাঞ্চনীয়- সেই প্রাচীনকাল থেকে বিবাহ একটি সামাজিক প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত, বিবাহ শুধুমাত্র ধর্মীয় কোন আচার নয়; এটির সামাজিক প্রয়োজনীয়তাসহ সন্তান জন্মদান ও তার বৈধকরণ সম্পর্কিত ভূমিকাও অসীম।
আমাদের দেশে মুসলিমদের বিবাহের জন্য মুসলিম আইন আর হিন্দুদের বিবাহের জন্য হিন্দু আইন প্রচলিত ও প্রযোজ্য। তবে আন্তঃধর্মীয় বিবাহের (cross religion marriage) ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন, ১৮৭২ প্রযোজ্য। অর্থাৎ ১৮৭২ সালের আইন শুধুমাত্র কিছু বিশেষ টাইপের বিবাহের ক্ষেত্রে প্রয়োগযোগ্য। ১৮৭২ সালের বিশেষ বিবাহ আইনের ২ ধারায় দুটি ভিন্ন পরিস্থিতিতে শুধুমাত্র এ বিয়ে সম্ভবঃ
১) যেখানে বর বা কনে কোন পক্ষই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান, শিখ ইত্যাদি ধর্মের অনুসারী নয় (অর্থাৎ পক্ষদ্বয়কে এ বিয়ের উদ্দেশ্যে স্বীয় ধর্ম ত্যাগ করতে হবে, অর্থাৎ তাদের পরিচয় হবে 'Nastik'/atheist) এবং
২) যেখানে বর এবং কনে অবশ্যই ইসলাম ভিন্ন উপরে বর্ণিত অন্য কোন ধর্মের অনুসারী (অর্থাৎ পাত্র-পাত্রী হিন্দু, জৈন, শিখ বা খৃষ্টান হবে কিন্তু মুসলিম হবে না)।
ফলতঃ বিশেষ বিবাহ আইনে হিন্দু, মুসলমানদের নিজ নিজ ধর্ম বলবৎ রেখে কোন বিবাহ অনুমোদিত নয়। অধিকন্তু, মুসলিম আইনে একজন মুসলিম মহিলাকে একজন হিন্দু পুরুষকে বিবাহের ব্যাপারে কড়া ভাষায় নিষেধ করা হয়েছে।
এবার প্রশ্নকর্তার প্রশ্নের উত্তরের সাপেক্ষে কিছু লেখা যাক, আপনার স্ত্রী একজন মুসলিম; এবং সে মুসলিম হওয়ায় ধর্ম ত্যাগের কারনহেতু সে কোন ক্রমেই একজন হিন্দুকে বিবাহ করতে পারে না। এখানে, প্রশ্নকর্তা যখন তার স্ত্রীর সহিত বিশেষ বিবাহ আইনের অধীনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তখন তাদেরকে দুটি ভিন্ন Declaration Form-এ স্বাক্ষর করতে হয়েছিল যাতে উল্লেখ ছিল যে, পক্ষদ্বয় কোন ধর্মের অধীন নয় এবং তারা যা বর্ণনা করছে তা তাদের জ্ঞান ও বিশ্বাস মতে সত্য ও শুদ্ধ। So when you have signed the declaration, both of you have declared yourself as non-believer. যদিও এখন পক্ষদ্বয় তাদের স্ব স্ব ধর্ম পালন করছে বলে দাবী করছে কিন্তু হলফনামা অনু্যায়ী আপনারা কোন ধর্মই পালন করছেন না। উত্তরে হয়ত আপনারা খুশি না, তারপরেও এটা সত্য। উল্লেখ্য, বিশেষ বিবাহ আইন ১৮৭২ সালে বৃটিশ সরকারের সময়ে, এই আইনের সংশোধনের তাগিদ থাকলেও যতদিন এটি সংশোধিত না হচ্ছে ততদিন এটিই আমাদের জন্য পালনীয় বৈধ আইন যা অবশ্য পালনীয়।
তর্কের খাতিরেও যদি ধরি যে, আপনি এখনো হিন্দু আর আপনার স্ত্রী মুসলিম সেক্ষেত্রে উত্তরাধিকারের বিষয়টি নিন্মোক্তভাবে মীমাংসিত হবে... Special Marriage Act, 1872 এর Section 23’তে পরিস্কার ভাবে বলা আছে, “a person professing Hindu religion shall have the same rights with regard to any right of succession to any property as a person to whom the Caste Disabilities Removal Act, 1850 applies.” অর্থাৎ ১৮৫০ সালের আগে হলে ধর্ম ত্যাগের অযুহাতে আপনি হয়ত আপনার পিতা-মাতার সম্পত্তির অধিকার হতে বঞ্চিত হতেন কিন্তু এখন (১৮৫০ সালের পর Caste Disabilities Act পাশের পর) conversion of religion বা শুধুমাত্র ধর্ম ত্যাগের দরুন উত্তরাধিকার হতে বঞ্চিত হবার বিধান বাদ দেওয়া হয়েছে। সুতরাং, হিন্দু ধর্মের অনুসারী হওয়ায় আপনার পিতার মৃত্যুর পর আপনি তাঁর সম্পত্তিতে উত্তরাধিকার বলে পরিগণিত হবেন।
আপনার বক্তব্য অনু্যায়ী, আপনার স্ত্রী যদি এখনো মুসলিম আইনের অনুসারী হয়ে থাকেন তার বিবাহ মুসলিম আইন অনুযায়ী একটি 'irregular marriage' বা অনিয়মিত বিবাহ বলে গণ্য হবে। এই অনিয়মিত বিবাহটি নিয়মিত হতে পারে তখনই যখন ‘অনিয়মিত’ হবার কারণটি দূরীভূত হয় অর্থাৎ আপনি যদি মুসলিম হন। এবং তাহলেই শুধুমাত্র আপনার স্ত্রী আপনার সম্পত্তিতে উত্তরাধিকারিণী হবেন অন্যথায় নয়। কিন্তু মূল বিষয় বিবেচনা করলে অর্থাৎ আপনাদের ঘোষণা অনুযায়ী আপনাদেরকে স্ব-ধর্মত্যাগী স্বামী-স্ত্রী হিসাবে বিবেচনা করলে আপনারা Succession Act অনুযায়ী পারস্পরিক সম্পত্তিতে উত্তরাধিকারী হবেন।
জানি, উত্তরে আপনারা হয়তবা চূড়ান্তভাবে অসন্তুষ্ট হয়েছেন কিন্তু দূর্ভাগ্যক্রমে এটিই সত্য। সুতরাং যারা বিশেষ বিবাহ আইনের অধীনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার ইচ্ছা পোষণ করছেন তারা আশা করি উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করবেন, সেই সাথে এই আইনটির সংশোধনীও কাম্য।
২২ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
মার্কো পোলো বলেছেন:
সহজ কথায় নারী মুসলিম, পুরুষ হিন্দু বা অন্য ধর্মের হলে এবং নারী যদি ধর্মের বিষয় এড়িয়ে বিয়ে করে তাহলে বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ে করতে পারে। তখন দুজনই নাস্তিক বা কোন ধর্মের অনুসারী নয় বলে বিবেচিত হবে এবং উত্তরাধিকার থেকেও নারী বঞ্চিত হবে। কিন্তু বিয়ের পর যদি নারী মুসলিম ধর্ম-কর্ম পালন করে তাহলে বিয়ে irregular বা অনিয়মিত হিসেবে বিবেচিত হবে। তবে বিয়ের পর পুরুষ যদি মুসলিম ধর্মের অনুসারী হয়ে যায় তখন নারী উত্তরাধিকার পাবে, এছাড়া পাবে না। কারণ মুসলিম আইন অনুসারে একজন মুসলিম নারী অন্য ধর্মের কোন পুরুষকে বিয়ে করতে পারবে না, যদি করে তাহলে ইসলাম হতে বিচ্যুত হবে এবং উত্তরাধিকার হতেও বঞ্চিত হবে।
তবে এসব বিষয়ে পুরুষটির ক্ষেত্রে ভিন্ন।
ধন্যবাদ আপু।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যারা পরিবারের অমতে এই 'আকাম' করে তারা এমনিতেই পরিবার ত্যাগের কারণে কোন সম্পদ পাবে না। আর যাদের এই 'আকাম' পরিবার মেনে নেয় তারা উত্তরাধিকার তথা সম্পদ পাবেন বলেই ধরে নেয়া যায়...
২২ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
মার্কো পোলো বলেছেন:
হুম। অনেকে হয়তো আবেগের বশে বা স্বজ্ঞানে এসব করে, কিন্তু আইনে কিছুটা ঝামেলা পোহাতে হয়।
ধন্যবাদ।
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৬
বিলিয়ার রহমান বলেছেন: ১৮৭২ সালের বিশেষ বিবাহ আইন ওএমজি!!!!):
এই প্রাচিন আইন সংশোধীত হোক এটাই কাম্য!!
২২ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
মার্কো পোলো বলেছেন:
সংশোধনী অবশ্যই কাম্য।
ধন্যবাদ ভাই।
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৯
দিমিত্রি বলেছেন: ১৪৪ বছর পুরনো আইন!
২২ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
মার্কো পোলো বলেছেন:
ভারতে এই একই আইন ১৯৫৪ সালে সংশোধন করা হয়েছে, আর আমাদের আগের আইনই বহাল আছে।
ধন্যবাদ।
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০১
সুখী নীলগঞ্জ বলেছেন: মুসলিম যদি হিন্দুকে বিয়ে করে, তাহলে তো সে ইসলামকেই অবমাননা করল। কাজেই ইসলামী বিধান অনুযায়ী তার সাথে তো পরিবারের কোন সম্পর্কই থাকেনা। উত্তরাধিকারের প্রসঙ্গ এখানে আসে কি করে?
২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০০
মার্কো পোলো বলেছেন:
সেজন্য উত্তরাধিকার বিষয়টাও বাদ দেওয়া হয়েছে।
ধন্যবাদ।
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫
আহলান বলেছেন: মহিলা মুসলিম পুরুষ হিন্দু হলে বিয়ে অবৈধ
মহিলা হিন্দু পুরুষ মুসলিম হলে বিয়ে অনিয়মিত ... বিষয়টা এমন কিনা?
যার যার ঘরে সে সে থাকলেই ল্যাঠা চুকে যায় ...
২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৯
মার্কো পোলো বলেছেন:
বিশেষ বিবাহ মুসলিম ভিন্ন অন্য ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থ্যাৎ উভয়ই নাস্তিক বা মুসলিম ভিন্ন অন্য ধর্মের অনুসারী। যদি বিয়ের পর নারী মুসলিম ধর্মের অনুসারী হয়ে ধর্ম বহাল রাখে তখনই বিয়ে অনিয়মিত হবে। কেননা, মুসলিম আইনে মুসলিম নারীর ক্ষেত্রে অন্য ধর্মের কোন পুরুষকে বিয়ে করতে পারবে না। যদি করে তাহলে ইসলাম হতে বিচ্যুত হবে। আর যদি পাত্র মুসলিম ধর্মে কনভার্ট হয়ে বিয়ে হয় তবে বিয়ে বৈধ।
পাত্র মুসলিম কিন্তু নারী হিন্দু এরকম হলে বিয়ে বৈধ হবে না। কারণ, একজন মুসলিম পুরুষ শুধুমাত্র কিতাবয়া নারী অর্থ্যাৎ হিন্দু বা প্রকৃতিপূজারী বাদে অন্য ধর্মের অনুসারী নারীকে বিয়ে করতে পারে।
ধন্যবাদ ভাই।
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৭
শাহরিয়ার কবীর বলেছেন:
কপালে বিয়ে আছে কি নাই ! কিছুই বুঝতেছি না ......
২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৯
মার্কো পোলো বলেছেন:
হাহা। বিয়ে করে ফেলুন শাহরিয়ার ভাই।
৮| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৫
প্রামানিক বলেছেন: সুন্দর একটি বিষয় জানা হলো। ধন্যবাদ
২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৯
মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ প্রামানিক ভাই।
৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫৩
দেশী পোলা বলেছেন: মারা যাবার আগে উইল করে দান করে গেলে এসব কোন সমস্যাই না, সম্পত্তিটি হেবা বা রেজিস্টার্ড দানপত্র করে যে কেউ যে কোন কারণ দিয়ে যাকে ইচ্ছা তাকে দান করে যেতে পারে, তখন কোন মুসলিম বা হিন্দু উত্তরাধিকার আইন সেখানে বাম হাত গলাতে আসবে না।
২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৮
মার্কো পোলো বলেছেন:
পুরো সম্পত্তি উইল করতে ঝামেলা আছে। বললেই হয় না। আর হেবা শুধুমাত্র মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য।
ধন্যবাদ।
১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫
জুন বলেছেন: শাহরুখ খান আমির খানের বৌরা কি তাদের স্বামীর উত্তরাধিকারী হবে না ?? বা এই পুরুষ দুজন অন্য ধর্মের নারী বিয়ে করায় তাদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবে কি ?? জানার ইচ্ছে রইলো মার্কোপোলো ।
১১| ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:০৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানবেন
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৫
বিলিয়ার রহমান বলেছেন: কোথায় হারিয়ে গেলেন ভাইয়্যু!!!!!!!
১৩| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪২
মার্কো পোলো বলেছেন: দুঃখিত আপু অনেক দেরিতে উত্তর দেয়ার জন্য। আমি আসলে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম।
ভারতে বিশেষ বিবাহ আইন সংশোধন আনা হয়েছিল। সেখানে কোন মুসলিম পুরুষ ভিন্ন ধর্মাবলম্বী মেয়ে বিয়ে করলে সম্পত্তি হতে বঞ্চিত হবে কিনা আমার জানা নেই। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এক্ষেত্রে মেয়েরা তাদের উত্তরাধিকার হতে বঞ্চিত হতো।
১৪| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৪
মার্কো পোলো বলেছেন: ধন্যবাদ ভাই।
১৫| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৫
মার্কো পোলো বলেছেন:
বিলিয়ার ভাই, অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। আপনাদের অনেক মিস করেছি।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৪১
সোহানী বলেছেন: এতো কঠিন করে লিখেছেন যে কিছুই বুঝিনি। সহজ করে বলেন ...... যাহোক আমার কয়েকজন বন্ধু-বান্ধব এ তালিকায় আছে। তাদেরকে তাহলে জানাতে হয় !!!!!!!