![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্যারিসের মন্টমাটরী'র অ্যাবিসিস বাগানের কেন্দ্রস্থলে "আমি তোমাকে ভালবাসি" প্রাচীরটি অবস্থিত । যা ৪০বর্গমিটার জুড়ে এবং এতে আছে ৬১২টি টাইলস। শব্দগুচ্ছ " আমি তোমাকে ভালবাসি" যা লেখা হয়েছে ১০০০বার ৩০০টি ভাষায়।
ফেডরিক ব্যারন এবং ক্লেয়ার কিটো নামে দুজন শিল্পী প্রেমিক-প্রেমিকাদের শাশ্বত শ্রদ্ধা নিবেদনের জন্য এই অসাধারণ প্রাচীরটি তৈরি করেন। ফেডরিক ব্যারন বিভিন্ন দেশের দূতাবাসে ধর্ণা দিয়ে বিভিন্ন ভাষায় "আমি তোমাকে ভালোবাসি" শব্দগুচ্ছের অনুবাদ সংগ্রহ করেন তার নোট বুকে । অত:পর হস্থ লেখা বিশারদ ক্লেয়ার কিটো স্ক্রিপ্ট তৈয়ার করেন ।
নেট থেকে সংগৃহিত
২৬ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪০
ফানার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।।
২| ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: ইন্টারেষ্টিং তো !
২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৫৫
ফানার বলেছেন: সত্যিই খুউব ইন্টারেষ্টিং
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৬
ঢাকাবাসী বলেছেন: সুন্দর জিনিস শেয়ার করার জন্য ধন্যবাদ।