![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আন্দিজ পর্বতরে উঁচু ভূমি দেখে মনে হয় শেওলার চাদরে ঢাকা । বাস্তবিক এটা Yaret নামে পরিচিত একটি বহমান উদ্ভিদ যার বয়স হাজার বছরেরও বেশী ।
Apiaceae পরিবারের সপুষ্পক এই উদ্ভিদ যা স্প্যানিশ নাম Llaret নামেও পরিচিত । পেরু, বলিভিয়া , উত্তর চিলি এবং পশ্চিম আর্জেন্টিনার আন্দিজ পর্বতে ভূমি থেকে ৩,২০০ - ৪,৫০০ মিটার উচ্চতায় ঠান্ডা আবহাওয়ায় এই উদ্ভিদ বেড়ে উঠে ।
চরম অবস্থায় বেচে থাকার জন্য এর গঠন ঘনভাবে তৈরি যাতে একজন সাধারন মানুষের ওজন বহন করা সম্ভব । শুধু তাই না অতিরিক্ত গরম এবং ঝড়ো হাওয়া প্রতিরোধে সক্ষম।
নেট থেকে সংগৃহিত
২৬ শে মে, ২০১৪ বিকাল ৪:২৬
ফানার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।।
২| ২৬ শে মে, ২০১৪ বিকাল ৫:০৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছবি গুলো খুবই চমৎকার। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৪ বিকাল ৪:১৯
ডরোথী সুমী বলেছেন: উফ! দারুন লাগছে। ধন্যবাদ।