নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাতি ঘরের আলোয় সবাই আলোকিত হউক

ফানার

ফানার › বিস্তারিত পোস্টঃ

বিভিন্ন আকৃতির ফল:-*:-*:-*

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৯





ফল কিনতে দোকানে যাওয়ার পর যদি দেখেন চারকোনা তরমুজ, হৃদয় আকৃতির শসা বা বুদ্ধ আকৃতির নাশপাতি - তাহলে অবাক হওয়ায় স্বাভাবিক ।

চমক দেখানোর উদ্দেশ্যে এই কাজটিই করেছে চীনের একটি কোম্পানী। ফলগুলো যখন ছোট থাকে তখন বিভিন্ন আকৃতির প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়ার কারণে ফলগুলো বিভিন্ন আকৃতির হয়ে থাকে।





নেট থেকে সংগৃহিত

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩২

সোহানী বলেছেন: দারুন আইডিয়াতো.......

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৭

ফানার বলেছেন: ব্যবসায়িক সফলতার জন্য মানুষ কত কি যে করে.......

২| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: আররে ইন্টারেস্টিং তো। এইবার গাঁজাখুরি অনেক ফলতত্ত্বের অবসান হল।

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৮

ফানার বলেছেন: সহমত।।

৩| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: তাই-ই তো বলা হয় জ্ঞন অর্জনের জন্য সু-দূর চীন যাও।

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০০

ফানার বলেছেন: ঠিক...

৪| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি অসাধারন বুদ্ধি!!!

আসলেই চায়নারা গ্রেট!

কিন্তু সমস্যা আছে :-B বুদ্ধের আকৃতি চাবাইয়া খাইতে কেমন কেমন লাগার কথা না ;) =p~ =p~

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৩

ফানার বলেছেন: বুদ্ধের আকৃতি চাবাইয়া খাইতে কেমন কেমন লাগার কথা না ...

সহমত।

৫| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এতো দিনে রহস্যের সমাধান বুঝলাম।

+++

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৪

ফানার বলেছেন: +++ জন্য লন এক আটি ধইন্যা

৬| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১১

আমি ইহতিব বলেছেন: মজারতো, আরও কত কি শেখার আছে চীনের কাছ থেকে।

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৫

ফানার বলেছেন: সহমত।।

৭| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৪

মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: এই পদ্ধতির কথা প্রথম জেনেছিলাম নারী ফলের কথা শুনে। থাইল্যান্ডে নাকি এক প্রকার গাছ আছে যাতে নারী আকৃতির ফল ধরে। আমি তো শুনে অবাক! পরে নেটে সার্চ দিয়ে বুঝলাম আসল কাহিনী কি!!! আইডিয়াটা কিন্তু দারুন।

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৯

ফানার বলেছেন: চমকে যাওয়ার মতো আইডিয়া - তাই না

৮| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০২

ইমিনা বলেছেন: চাইনিজদের এই চালাকি অনেক আগেই জানতাম। ওদের পক্ষে সব কিছুই সম্ভব। হা হা হা ...

তবে একটা ব্যাপার ভেবে অবাক হই। মানুষ আকৃতির ফলগুলোতে কামড় দিতে কেমন কেমন লাগে না?

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪১

ফানার বলেছেন: সত্যিই চাইনিজদের দ্বারা অনেক কিছুই সম্ভব

৯| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৪

এস এম ইলিয়াস বলেছেন: খুব আগ্রহ ছিল এসব এর প্রতি।কারন আগেও এসব দেখেছি কিন্তু আমার বিশ্বাস হত না এখন দেখে খুব ভাল লাগল এবং জানতে পেরে।

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৪

ফানার বলেছেন: আশা করি আপনার এবং আমারমতো অনেকের ভূল ধারনা লাগব হবে ।

১০| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৩

ফিলিংস বলেছেন: বুদ্ধের আকৃতি চাবাইয়া খাইতে সমস্যা হলে বাংলাদেশের নেতাদের আকৃতি দেন। চাবানোর লোকের অভাব হবেনা।

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৩

ফানার বলেছেন: শুধু বুদ্ধ না মানুষ আকৃতির কোন ফলই চাবাইয়া খাইতে কারও ভালো লাগার কথা না..

১১| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৬

রোমেল আশরাফ বলেছেন: কৃত্তিম, কিন্তু সুন্দর

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৪

ফানার বলেছেন: কৃত্তিম.........................

১২| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৫

বাউন্ডুলে শিকু বলেছেন: জাপানী বনসাই আর চীনা এই কান্ড (এটার নাম কি দিয়েছে তারা ?) আসলেই ওরা পারে । মজা লেগেছে ।

২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৮

ফানার বলেছেন: মজা পেয়েছেন জেনে ভাল লাগলো।

১৩| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: বেশতো....!

২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৮

ফানার বলেছেন: সহমত

১৪| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৪

তারছিড়া.. বলেছেন: mojar to....

২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৯

ফানার বলেছেন: মজার.......

১৫| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৭

সুমন কর বলেছেন: নাইস শেয়ার। অনেক কিছু জানতে পারলাম।

২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৯

ফানার বলেছেন: তাই ........

১৬| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫০

আমি কাল্পনিক সজল বলেছেন: মজা পেলাম।। চাইনিজরা আসলেই একটা চীজ বটে। =p~

২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২০

ফানার বলেছেন: চাইনিজরা আসলেই একটা চীজ বটে
-- সহমত

১৭| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ২:৫১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এর নাম চায়নিজ বুদ্ধি !!!

২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২১

ফানার বলেছেন: ১০০% সহমত।

১৮| ২৫ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:২৪

মুহাম্মাদ সাদিকুর রহমান বলেছেন: কেমন লাগে ?

২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২১

ফানার বলেছেন: ভালো

১৯| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৯

খাটাস বলেছেন: অদ্ভুত জিনিস শেয়ার করলেন ভ্রাতা। +++

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৭

ফানার বলেছেন: +++ জন্য ধন্যবাদ।

২০| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৪

বৃশ্চিক রাজ বলেছেন: ফলগুলোরে এইভাবে কষ্ট দেয়ার কোন মানে আছে ? X( X( X(

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৮

ফানার বলেছেন: সবই ব্যবসায়িক চমক.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.