![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব জীবনকে সহজ, সহজাত এবং আকর্ষনীয় করার জন্য শত শত বছর যাবত মানুষ অনেক কিছু আবিস্কার করেছে । এক সময় দক্ষিন অষ্ট্রেলিয়ার ভূগর্ভস্থ শহর Coober Pedy তে তেমন কোন সুযোগ সুবিধা ছিল না বেচে থাকার জন্য আর এখন এই শহরের বাসিন্দা প্রায় ৩,৫০০ জন।
আকাশ থেকে দেখলে বিরাণ ভূমি ছাড়া কিছুই চোখে পড়ে না বাস্তবিক পুরো শহরটাই মাটির নীচে।
কিভাবে এই শহরে পত্তন?
১৯১৫ সালে এক বাবা তার ছেলেকে নিয়ে স্বর্ণের সন্ধানে এখানে আসেন । অনেক অনুসন্ধান করার পরও তারা স্বর্ণের খোজ পায়নি তবে ওপেল নামক এক মূল্যবান পাথরের সন্ধান পান যা পৃথিবীতে খুবই জনপ্রিয় হয়ে উঠে। অতিরিক্ত গরমের জন্য খনি শ্রমিকরা তাদের থাকার জন্য খনির ভিতরেই ঘর তৈরি করেন আর এভাবেই প্রায় এখানে ১৫০০টি ঘর তৈরি হয়।
বর্তমানে সারা পৃথিবীতে Coober Pedyই মূল্যবান ওপেল পাথর সরবরাহ করে থাকে কিন্তু উদ্ভট ভূগর্ভস্থ ঘর-বাড়ীর জন্যই এই শহরটা বিখ্যাত।
নেট থেকে সংগৃহিত
০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩২
ফানার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।।
২| ০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩০
প্রবাসী ভাবুক বলেছেন: চমৎকার তথ্য৷ পড়ে ভাল লাগল৷
০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩২
ফানার বলেছেন: ধন্যবাদ।।
৩| ০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪২
রিকি বলেছেন: নতুন কিছু জানতে পেরে ভালো লাগল ভাই পোস্টে অনেক অনেক ভালো লাগা
০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৫
ফানার বলেছেন: ধন্যবাদ।।
৪| ০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৭
হাসান মাহবুব বলেছেন: দারুণ তো!
০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৬
ফানার বলেছেন: দারুন ...............
ধন্যবাদ।।
৫| ০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০৫
চুক্কা বাঙ্গী বলেছেন: বাহ!
০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৬
ফানার বলেছেন: ধন্যবাদ।
৬| ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৮
আদম_ বলেছেন: "অনেক অনুসন্ধান করার পরও তারা স্বর্ণের খোজ পাইনি" বাক্যটি কি সঠিক হলো। "পাইনির" জায়গায় হবে "পায়নি"। আজকাল অনেকেই এমন লিখছেন। স্টাইল নাকি অজ্ঞতা?
০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৯
ফানার বলেছেন: ধন্যবাদ ভূল ধরিয়ে দেওয়ার জন্য।।
৭| ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৪
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
চমৎকার ব্যাপার !!
০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪০
ফানার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।।
৮| ১০ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১১
মনিরুল ইসলাম রনি বলেছেন: How is ventilation system there? অক্সিজেন নিশ্চয়ই কম।
২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৯
ফানার বলেছেন: সিস্টেমতো একটা অবশ্যই আছে ...
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৮
নুর ইসলাম রফিক বলেছেন: এই প্রথম জানলাম।
আগে কখনো জানিনি বা শুনিনি।
ধন্যবাদ অজাকে জানানোর জন্য।