![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপরোক্ত গাছের ছবিগুলো দেখলে মনে হবে কেউ বুঝি নিজ হাতে রং করে রেখেছে - বাস্তবিক এই রং প্রকৃতি প্রদত্ত । এই অদ্ভূত গাছের নাম Eucalyptus deglupta, যা রংধূনু ইউক্যালিপ্টাস বা মিন্দানাও গাম, বা রামধনু আঠা হিসাবেও পরিচিত । বছরের বিভিন্ন সময় গাছের বাকলগুলো যখন উঠতে থাকে তখন এই গাছটি বিভিন্ন রং ধারন করে ।
উত্তর গোলার্ধে প্রাকৃতিকভাবেই এই গাছটি জন্মে তাছাড়া নিউ ব্রিটেন, নিউ গিনি, সুলাওয়েসি এবং ফিলিপিন্সের মিন্দানাও প্রদেশও দেখা যায়। কাগজ তৈরির প্রধান উপকরণ হিসাবে এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া বাড়ীর বা এলাকার সৌন্দর্য বৃদ্ধির জন্যও পৃথিবীর বিভিন্ন জায়গায় এই গাছটি লাগানো হয়ে থাকে ।।
ছবি ও বর্ণনা নেট থেকে সংগৃহিত
১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৯
ফানার বলেছেন: সহমত।।
২| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৬
নুর ইসলাম রফিক বলেছেন: এ যেন শিল্পির তুলিতে আঁকা।
অনেক সুন্দর সংগ্রহ করেছে আপনি।
অজানেকে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
ফানার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।।
৩| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০০
শতদ্রু একটি নদী... বলেছেন: সুন্দর তো। মনে হচ্ছে কেউ ইচ্ছামত আকিবুকি করছে।
১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২০
ফানার বলেছেন: সহমত।।
৪| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
ডাঃ মারজান বলেছেন: হেভি লাগলো ! পোস্টির জন্য বিরাট ধন্যবাদ!! মামা!
২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৮
ফানার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।।
৫| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৪
মেহবুবা বলেছেন: অপূর্ব !
৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩১
ফানার বলেছেন: ধন্যবাদ।।
৬| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৬
ভাবুক বিড়াল বলেছেন: নাইস!
৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩১
ফানার বলেছেন: ধন্যবাদ।।
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
সুখী যুবরাজ বলেছেন: অসাধারন !!!
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩
ফানার বলেছেন: ধন্যবাদ।।
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩১
শামীম আরেফীন বলেছেন: অদ্ভুদ সুন্দর। পৃথিবীর কত কিছুই এখনও দেখিনাই! এইটা প্রথম আপনিই দেখাইলেন। থ্যাংকিউ ডিয়ার...
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪
ফানার বলেছেন: অদ্ভুদ সুন্দর। পৃথিবীর কত কিছুই এখনও দেখিনাই! - সহমত।।
আপনাকেও ধন্যবাদ।
১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: কন কি! সত্যিই নাকি!!
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৮
শায়মা বলেছেন: পুরাই গাছের বাকলে জলরঙ চিত্র!!!