নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাতি ঘরের আলোয় সবাই আলোকিত হউক

ফানার

ফানার › বিস্তারিত পোস্টঃ

তাবুর শহর মীনা

১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

রাত পোহালেই হজ্ব আসুন তাবুর শহর মীনা থেকে ঘুরে আসি.............................




পশ্চিম সৌদি আরবের মক্কা প্রদেশের উপত্যকার ভিতরে অবস্থিত ছোট্ট একটি শহর মীনা যার দুরত্ব পবিত্র কাবা শরীফ থেকে পূর্বদিকে ৮ কিলোমিটার। ২০ কিলোমিটার উপত্যকার ভিতর যতটুকু সমতল ভূমি আছে এবং যেদিকেই আপনার চোখ যাবে শুধু দেখতে পাবেন সারি সারি তাবু আর তাবু ।



৩ মিলিয়ন হাজ্বীদের সাময়িক বাসস্থান প্রদানের জন্য মীনাতে আছে প্রায় ১০০,০০০ শীতাতাপ নিয়ন্ত্রিত তাবু যার দৈর্ঘ্য ৮মিটার এবং প্রস্থে ৮মিটার এবং তৈয়ারী করা হয়েছে ফাইবারগ্লাসের সাথে টেফলন কোটেড দিয়ে, যাতে সহজে আগুন ধরতে না পারে । পূর্বে হাজীগণ সবাই নিজ নিজ দ্বায়িত্বে তাবু বানিয়ে থাকতেন। হাজীদের এই কষ্ট লাঘব করার জন্য সৌদি সরকার ১৯৯০ সালের দিকে ত্রিপাল দিয়ে স্থায়ী তাবু তৈয়ার করে কিন্তু ১৯৯৭ সালের অগ্নিকান্ডে প্রায় ৩৫০ জন হাজীর মৃত্যুবরণ করার পরিপ্রেক্ষিতে এই ফায়ার প্রুফ শহর তৈয়ার করা হয়।





ছবি নেট থেকে সংগৃহিত

পূর্বে প্রকাশিত

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

ভ্রমরের ডানা বলেছেন: সৌদিরা বর্বর, জানোয়ার, অমানুষ....

২| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৩

স্রাঞ্জি সে বলেছেন:

@ ভ্রমরের ডানা বলেছেন: সৌদিরা বর্বর, জানোয়ার, অমানুষ....
আপনার এমন মনে হলো কেন???

৩| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৩

ভ্রমরের ডানা বলেছেন:




@স্রাঞ্জি সে, আরব প্রবাসী ৯০ পার্সেন্ট আপ বাংলাদেশি নারী গৃহকর্মীকে সৌদিরা ধর্ষণ করে পেটে বাচ্চাসহ এদেশে ফেরত পাঠিয়েছে! তাদের কি ভাবব ? দেবদূত?

পেপার পত্রিকা কিছু পড়েন না নাকি??

৪| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৩

বাকপ্রবাস বলেছেন: আবেগ দিয়ে সওদিআরবকে মূল্যায়ন করা হয়ে আসছে। যেখানে ইসলামের পত্তন সেখানে নেই ইসলামের গুরুত্বপূর্ণ অনেক বেসিক উপাদান। "পড় তোমার আল্লাহর নামে," দিয়ে কোরানের শুরু। সওদি আরব জ্ঞান বিজ্ঞানে কতোটা অবদান রাখছে আর তাদের নিজেদের শিক্ষার কী অবস্থা?
নারীদের সম্মান করার ধারে কাছেই নেই, পর্দা যেটা পালন হয় সেটা ধর্মের চাইতে কালচার এর অবদান বেশী। প্রথম কমেন্ট এই সত্যটা বলে দিয়েছে, তারা কিভাবে নারীদের দেখে ও ভোগ করে সেটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই।
আধুনিক ভোগ বিলাস এর সকল উপাদান এরা ভোগ করে থাকলেও আধুনিক ভাল উপাদানগুলো এরা গ্রহণ করতে নারাজ
আরো অনেক কিছুু বলা যায়, হয়তো পাল্টা প্রশ্ন আসবে এবং ইসলাম এর সাথে গুলিয়ে আকাশ ভারি হবে, বিশেষ করে বলতে চাই ইসলাম নিয়ে আমি কিছু লিখিনা্ই সওদি আরব সম্পর্কে লিখেছি, যেখানে ইসলামে সূত্রপাত সেখানে বড় বড় গলদ আছে সেটা বলতে চেয়েছি।

৫| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.