নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাতি ঘরের আলোয় সবাই আলোকিত হউক

ফানার

ফানার › বিস্তারিত পোস্টঃ

স্নো রুলার : একটি অদ্ভুত আবহাওয়া ফেনমেনন:-*:-*:-*

১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫২


স্নো রুলার একটি বিরল আবহাওয়া ফেনমেনন (ঘটনা) । যেখানে প্রাকৃতিকভাবে রবফ জমে সিলিন্ডারের আকৃতি ধারন করে এবং একাকী ভূমির উপর বাতাসের সাহায্যে চলতে থাকে । ভূমির উপর চলার সময় বিভিন্ন দ্রব্যাদির সংগ্রহে একসময় মানুষের তৈরি স্নোবলের আকার ধারন করে । দেখতে একরকম হলেও মানুষের তৈরি স্নোবল আর প্রাকৃতিকভাবে তৈরি স্নো'বল এক নয় । প্রাকৃতিক ভাবে তৈরি স্নো'বল আকৃতিতে সিলিন্ডারের মত যার ভিতরের অংশ ফাপা থাকে ।

তুষার এবং দ্রুতগতির বাতাসের কারণে স্নো'বলের সৃষ্টি হয়ে থাকে । যা উত্তর আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে দেখা যায় । সৃষ্টির সময় স্নো বলের আকার থাকে টেনিস বলের চেয়েও ছোট যা ক্রমান্বয়ে বড় হতে হতে ২ ফুট ব্যস আকৃতির হয়ে থাকে ।
আসুন এই চমৎকার চোখ জুড়ানো স্নো'বলের কিছু ছবি দেখি যা নেট থেকে সংগৃহিত ।।

অনেক দিন পর সামুতে আসা ...
রিপোষ্ট

মন্তব্য ২১ টি রেটিং +৮/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার।

২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:০৩

ফানার বলেছেন: ধন্যবাদ।

২| ১৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

কালাচাঁদ আজিজ বলেছেন:

বেশ মনমুগ্ধকর, প্রকৃতি আসলেই অপরুপ।

২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:০৪

ফানার বলেছেন: বেশ মনমুগ্ধকর, প্রকৃতি আসলেই অপরূপ - সহমত।

৩| ১৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৫

শায়মা বলেছেন: বাহ এ তো একদম আমার প্রিয় আইসিং স্যুগার কোটেড ডোনাটের মতই ইয়াম্মী!!

২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:০৫

ফানার বলেছেন: সহমত।

৪| ১৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লাগলো জেনে।

২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:০৫

ফানার বলেছেন: ধন্যবাদ।

৫| ১৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৫

সোবুজ বলেছেন: দেখা হয় নাই।ছবিতে দেখতে চমৎকার,চলতে দেখলে আরো ভাল লাগবে।

২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:০৭

ফানার বলেছেন: বাস্তবে দেখা সত্যিই ভাগ্যের ব্যপার

৬| ২০ শে মার্চ, ২০২২ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: ইউটিউবে কি ভিডিও আছে। থাকলে একটা লিংক দেন। দেখি।

২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:০৭

ফানার বলেছেন: থাকতে পারে। দেখি খোঁজ পেলে জানাবো।

৭| ২০ শে মার্চ, ২০২২ ভোর ৬:৩১

জিকোব্লগ বলেছেন:



এইগুলো দেখতে ক্ষেতের খড়ের গাদা রোলের মত।



খড়ের গাদার রোল যেভাবে বানানো হয়:

২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:০৮

ফানার বলেছেন: অনেকটা তাই

৮| ২০ শে মার্চ, ২০২২ সকাল ৯:০৩

জ্যাকেল বলেছেন: সুন্দর। ভাল উপস্থাপন।

২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:০৮

ফানার বলেছেন: ধন্যবাদ।

৯| ২০ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩১

ফয়সাল রকি বলেছেন: ইন্টারেস্টিং!
সুন্দর ছবি।

২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:০৯

ফানার বলেছেন: ধন্যবাদ।

১০| ২০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: :(

২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:০৯

ফানার বলেছেন: ধন্যবাদ।

১১| ১৫ ই মে, ২০২৩ বিকাল ৫:৪৭

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: জেনে ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.