নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাতি ঘরের আলোয় সবাই আলোকিত হউক

ফানার

ফানার › বিস্তারিত পোস্টঃ

চলুন বইয়ের শহর Hay-on-Wye থেকে ঘুরে আসি ...

১২ ই জুলাই, ২০২৪ রাত ১০:৩৩


ইংরেজ সীমান্ত সংলগ্ন ওয়েলসের পােওয়েস এর ওয়ে নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি বাজার শহর যার নাম Hay-on-Wye যা বইয়ের শহর হিসাবেও বর্ণনা করা হয়ে থাকে । এখানে আছে ৪০টি বইয়ের দোকান যেখানে সিংহভাগ বই পুরাতন অর্থ্যাৎ ব্যবহূত ।

প্রতি বছর মে মাসে সারা পৃথিবী থেকে প্রায় ৮০,০০০ লেখক, প্রকাশ এবং সাহিত্য প্রেমিক এখনে জড়ো হয় Hay Literature Festival উদাযাপন করার জন্য ।
১৯৬১ সালে Richard Booth একটি পুরাতন ফায়ার ষ্টেশনে প্রথম পুরাতন বইয়ের দোকান খুলেন তারপর ১৯৭০ সালে আন্তর্জাতিকভাবে Hay-on-Wye বইয়ের শহর হিসাবে পরিচিতি পায় এবং প্রতি বছর প্রায় ৫ লক্ষ পর্যটক এখানে আসে ।
এই বইয়ের শহরের দোকানগুলো বিশেষ বৈশিষ্ট হচ্ছে পাঠক বই নির্বাচন করার পর দাম ভেদে নিজ থেকে মূল্য পরিশোধ করে থাকে ।

হে ফেস্টিভাল এ তরুণ পাঠক

নেট থেকে সংগৃহিত
(পূর্বে প্রকাশিত)

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২৪ রাত ১১:২৯

শেরজা তপন বলেছেন: পূর্ব প্রকাশিত হলেও আমি জানলাম নতুন করে । ধন্যবাদ শেয়ার করার জন্য

২| ১৩ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৩২

নয়া পাঠক বলেছেন: পোষ্টটি পড়ে ভাল লাগল। আমাদের দেশেও আছে এমন দোকান, ফুটপাতে হকারা বসে, কিন্তু বই কিনতে হয় অনেক দরদাম করে। আর এরকম ভাবে রাখলে ১দিন পরেই দোকান মালিকেরা দেখত তাদের সব বই বিক্রি হয়ে গেছে, অবশ্য বিনা পয়সায়। =p~

৩| ১৩ ই জুলাই, ২০২৪ দুপুর ১:১৪

জ্যাক স্মিথ বলেছেন: ওয়েলসের একজনের সাথে আমার নিয়মতি যোগাযোগ যোগ হয় সে মাঝে মাঝেই আমাকে দৃষ্টিনন্দন সব ইনফ্রাস্ট্রাকচারের ছবি পাঠায়, কিন্ত বইয়ের শহরের ছবি আপনার কাছ থেকেই প্রথম দেখলাম, বিউটিফুল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.