নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Fardeen ES

Fardeen ES › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন

১২ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৭

মানুষ স্বপ্ন দেখে, আমিও দেখি
.
স্বপ্ন ছিল আমরা কাপল হব। শুধু কাপল না, মোস্ট রোমান্টিক, মোস্ট কিউট কাপল। আমরা চাঁদনী রাতে পাশাপাশি হাত ধরে নদীতীরে হাটব। ঘাসের উপর বসব, তুমি আমার কাধে মাথা দিবে। আমাদের সম্পর্কে কোন ভুল বোঝাবুঝি থাকবে না। কোন জিনিস আমার বা তোমার হবেনা, সব হবে "আমাদের"। যেমন স্বপ্ন। একজনের স্বপ্ন আরেকজন নিজের করে নিবে। আমাদের মধ্যে কোন প্রাইভেসি থাকবে না। সব শেয়ার করব আমরা।
.
তারপর একদিন আমি নিজের পায়ে দাঁড়াব। তোমার আব্বুর কাছে গিয়ে তোমাকে চাইব। পারিবারিকভাবেই আমাদের বিয়ে হবে। আমরা ছাদে বসে হাত ধরে গল্প করে পার করব আমাদের বাসর রাত।
.
খুব ভালোভাবেই কাটবে আমাদের দিন, কোন ঝামেলা ছাড়া। একদিন আমাদের একটা বাবু হবে। মেয়ে। না থাক, ছেলে। আচ্ছা থাক, তুমি যেটা চাও, সেটাই হবে। বাবুটা আমাদের মাঝখানে শুবে। আমি বলব, "এই পুচকিটা কে রে??? শুধু শুধু আমার আর আমার বউয়ের মধ্যে ডিস্টার্ব করতেসে। এইটারে তুলে বাইরে ফেলে দাও তো"। তুমি বলবে, "দরকার হলে তোমাকে বাইরে ফেলে দিব, আমার বাবুর নামে আরেকটা কথা যদি বলস.............." তারপর আমার দিকে চোখ রাঙিয়ে তাকাবে। আমি ভেংচি কেটে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ব। তুমি ঘুমিয়ে গেলে বাবুটাকে একপাশে সরিয়ে আমি মাঝখানে শুবো। তোমাকে জরিয়ে ধরে তোমার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ব। সকালে ঘুম ভাংলে তুমি দেখবে বাবুর জায়গায় আমি। আমার পাগলামি দেখে তুমি মুচকি হাসবে, আর আমার মাথায় হাত বুলিয়ে দিবে।
.
রোজ সকালে অফিসে যাওয়ার সময় আমি তোমার কপালে একটা করে কিস দিব। তুমি বলবে, হয়েছে আর আদিখ্যেতা করতে হবেনা। কিন্তু মনে মনে খুশিই হবে। বিভিন্ন উৎসবে তুমি গিফট চাইবে, আমি বলব বেতন পাইনি। সকালে রেডি হওয়ার সময় ড্রেসিং টেবিলে তোমার জন্য রাখা গিফট দেখে খুশি হবে, দৌড়ে গিয়ে আমাকে জরিয়ে ধরে বলবে, আই লাভ ইউ।
.
শুধু এগুলো না, আরো অনেক পাগলামি করব আমরা, এগুলো সব আমার স্বপ্ন, যে স্বপ্নের রানি শুধু তুমি
.
.
.
.
.
কিছু কিছু মানুষ স্বপ্ন দেখার এক অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মায়। স্বপ্ন সবাই দেখে, কিন্তু এই মানুষগুলো একটু আলাদা। এরা একটু বেশিই স্বপ্ন দেখে, কিন্তু পূরণ করতে পারেনা। ভাগ্য এদের সাথে থাকেনা। পরিবারও এদের পাশে থেকে সাহায্য করেনা। এরা স্বপ্ন দেখতে থাকে, ভালো লাইফ লিড করার স্বপ্ন, কাউকে নিয়ে ঘর বাধার স্বপ্ন। আর অনেক স্বপ্ন দেখে এরা। এক স্বপ্ন ভেঙে গেলে নতুন করে স্বপ্ন দেখে। কিন্তু পূরন করতে পারেনা কোন স্বপ্নই। বলতে কষ্ট লাগে, আমিও এদেরই দলভুক্ত
.
Dedicated to: You
.
# Fardeen_ES

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.