নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ভাবনাগুলো...

গহীন অরণ্য পথে পথহারা এক পথিক....

ফরহাদ মাহমুদ সোহাগ

আমি ভাঙ্গার জন্যই গড়ি, গড়ার জন্য ভাঙ্গি । নিয়ম আমার জন্যে না, আমি নিয়মের জন্যও না ।

ফরহাদ মাহমুদ সোহাগ › বিস্তারিত পোস্টঃ

স্যালারী সার্ভে (বেতন জরিপ ) সবাই সাহায্য করুন!!!

২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২৯

বেশীরভাগ চাকুরীর বিজ্ঞপ্তিতে দেখা যায় Salary Negotiable দেয়ো থাকে। অবশ্য কিছু ব্যাংক ও সরকারী চাকুরীর বিজ্ঞপ্তিতে স্যালারী উল্লেখ থাকে। যারা চাকুরী করেন কিংবা যাদের কাছের কেউ চাকুরী করেন তারা এই Negotiable এমাউন্টটা কত হয় তা বলতে পারেন। তাই সবার উপকার্থে ব্লগীয় স্যালারী সার্ভে করতে চাচ্ছি। যে যেই কোম্পানীর যে পদের স্যালারী জানেন উল্লেখ করুন। সবার সহায়তা চাই।



আমি নিজে কিছু করে দিলাম:



১. প্রাইভেট ব্যাংক -



ম্যানেজমন্টে ট্রেইনী ( ২৫০০০-৩৫০০০



অফিসার ( ক্যাশ) (১০০০০-১৮০০০)





২. চাটার্ড / কষ্ট একাউন্টেন্ট-



কোর্স কমপ্লিট ( ২৫০০০-৩০০০০)

ফুল কোয়ালিফাইড ( ৩৫০০০-৪০০০০

এফ সি এ ( ৪০০০০-১৫০০০০)

সিএমএ ইন্টার ( ১৫০০০-৩০০০০)

এসিএম্‌এ ( ২৫০০০-৩৫০০০)

এফসিএমএ ( ৩৫০০০-৮০০০০)





৩. গ্রুপ অফ কোম্পানী



জি এম ( ফাইন্যানস) - ৪০০০০-৫০০০০

জি এম ( মার্কেটিং)- ৩৫০০০-৪৫০০০

জি এম ( এইচ আর)- ৩০০০০-৪০০০০



ডিজিএম - ২৫০০০-৩৫০০০



ম্যানেজার- ২০০০০-৩০০০০



এক্সিকিউটিভ- ১৫০০০-২০০০০



৪. মাল্টিন্যাশনাল কোম্পানী

ম্যানেজমন্টে ট্রেইনী- ৪০০০০-৬০০০০

ম্যানেজার ( মিড লেভেল)- ৮০০০০-১২০০০০

সিনিয়র ম্যানেজার - ১২০০০০-২০০০০০

হেড অব ডিপার্টমেন্ট ( Marketing, Finance, HR, Operation)-২০০০০০-৩৫০০০০



আপনারা যে যা জানেন জানান। কোম্পানীর নামসহ দিতে পারলে ভালো হবে।

মন্তব্য ১০৭ টি রেটিং +৪৩/-০

মন্তব্য (১০৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৩৪

খেক খেক বলেছেন: হুম্ম

২| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৪১

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: সবার বেতন দেখে আমি টাস্কি খেয়ে গেলাম

সবচেয়ে কম পয়সা কি তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডে ???????????????????


আমি যে বেতন জানি- সেটাই বলছি

রিয়েল এস্টেট ফার্মঃ

১। সিভিল ইঞ্জিনিয়ারঃ

পোস্ট-সাইট ইঞ্জিনিয়ার/ প্রোজেক্ট ইঞ্জি
(ফ্রেশ গ্র্যাজুয়েট)

৮০০০/- থেকে ১০,০০০ (আট থেকে দশ হাজার)


২। এক্সপেরিয়েন্স- (৩-৫ বছর)
পোস্ট- প্রোজেক্ট ইঞ্জি/ এসিস্টেন্ট ম্যানেজার/ কন্সট্রাকশন ম্যানেজার

১০,০০০- ২০,০০০


এই পোস্ট গুলা ফার্ম থেকে ফার্মে ভ্যারি করে, তবে স্যালারি রেঞ্জ এইরকম !! :(

২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১:০২

ফরহাদ মাহমুদ সোহাগ বলেছেন: সহমত। ইন্জিনিয়ারদের স্যালারী বাংলাদেশে খুব ভালো না। তাই তো সবাই বাইরের দেশে ছুটে।

৩| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৫৬

মুভি পাগল বলেছেন:
আপনি যেকোন কোম্পানীতে চাকুরি করে এই উপায়ে অর্থ উপার্জন করেন:



কিন্তু কোম্পানীর মালিক এই উপায়ে উপার্জন করে:





দুটোর তুলনামূলক চিত্র:







মালিকের উপার্জন পদ্ধতি সম্পর্কে আরও জানতে খোঁচা মারুন

হ্যাপী ব্লগিং

৪| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৫৯

বল্টু মিয়া বলেছেন: এইচ আর এ সবচেয়ে বেশী হওয়ার কথা।

২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১:১৩

ফরহাদ মাহমুদ সোহাগ বলেছেন: এইচ আর এ বেশী হওয়া দরকার। তবে আমাগো আবাল এন্টারপ্রিনিয়াররা এইচ আর কি সেটাই জানে না!!! ইদানীং নাম শুনতাছে তাই একটা পোষ্ট রাখে নামের লাইগা। তাই মূল্যায়ন করে কম।

৫| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১:০০

মাহবু১৫৪ বলেছেন: @ লেখক ,

আপনি বলেছেন

১. প্রাইভেট ব্যাংক -

ম্যানেজমন্টে ট্রেইনী ( ২৫০০০-৩৫০০০)
অফিসার ( ক্যাশ) (১০০০০-১৮০০০)


এর মধ্যে ম্যানেজমন্টে ট্রেইনী ব্যাংক ভেদে ভিন্ন হয় । বেশির ভাগ ক্ষেত্রে এটা হয় ১৫০০০ - ১৮০০০ ।


৩. গ্রুপ অফ কোম্পানী

আপনি বলেছেন -

এক্সিকিউটিভ- ১৫০০০-২০০০০


এখানে প্রথমেই আপনাকে এত তারা দিবে না । এখানে শুরু হবে ৬০০০ অথবা ৮০০০ থেকে । এটাই কমন এখন ।

২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১:০৭

ফরহাদ মাহমুদ সোহাগ বলেছেন: ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, এক্সিম ব্যাংক, ট্রাষ্ট ব্যাংকের সাম্প্রতিক জব এডভার্টাইসমেন্টে ম্যানেজমন্টে ট্রেইনী ৩০০০০ থেকে শুরু এরকম ছিল।

গ্রুপ অফ কোম্পানীজ এর মধ্যে বড়-ছোট রয়েছে। তাই এক্সিকিউটিভদের স্যালারী ভেরি করে ।
ধন্যবাদ।

৬| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১:১৯

অক্টোপাস বলেছেন: পিএইচপি প্রোগ্রামারের কথা কেন যেন কইলেন না! :((

৭| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ২:৩৭

বাংলার পোলা বলেছেন: হূমমমমম..........সিভিল ইন্জিনিয়ার দের বেতন কম......টেলিকমে এভারেজ........২৫০০০-৩৫০০০ থেকে শুরু হয়......ইন্জিনিয়ারদের জন্যে......ওপারেটরে এবং ভেন্ডরে.......সাবকনে ১৫০০০-২০০০০

৮| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ২:৪৮

ফিউশন ফাইভ বলেছেন: পরিবেশবাদী ঈগলপাখির ধারণা ঠিকই আছে। পরিচিত এক ছেলের কথা জানি, বুয়েট মেকানিক্যাল থেকে পাশ করে এখন চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে। দেখে আমার খুবই খারাপ লেগেছে. বুয়েট থেকে পাশ করা ছেলের যদি এই দশা হয়, তাহলে অন্যদের কী অবস্থা!

৯| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ৩:০৩

নতুন বলেছেন: বিদেশে পাচ তারা হোটেলে
কামলার ওয়েটার, এটেন্ডেট>>( প্রথমিক পদগুলোতে)
বেতন ৩০০০০ ++ (++ = থাকা +খাওয়া+যাতায়েত+চিকিৎসা+বিমান ভাড়া...)

সুপারভাইজার ৬০০০০++

ম্যানেজার ১০০০০০++

>>>>

১০| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ৩:৩৯

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: @ফিফা,

আসলে আমাকে একটা কথা স্বীকার করতে হবে, যে আল্লাহর রহমতে সিভিল এ আর কিছু না হোক, করে খাবার মত চাকুরী আছেই, (বেতন যেমনই হোক) । সরকারী স্কোপ অনেক ( পানি উন্নয়নবোর্ড, ডিপিএইচি, এলজিইডী, রোডস এন্ড হাইওয়ে, রাজউক , সিটি কর্প ) আর বেসরকারী স্কোপ এ রিয়েল এস্টেট, পরিবেশ ও পানি সম্পদ রিলেটেড সংস্থা সহ আরো অনেক, এই কারনে রোজ ই পেপারে দেখবেন কোন না কোন সার্কুলার এ সিভিল ইঞ্জিনিয়ার চায়। অর্থাৎ আহামরি বেতন নেই, তবে ইন জেনারেল করে খাবার মত কিছু আছে ।


কিন্তু সবার অবস্থা এইরকম লাকি না, মেকানিকাল বলেন আর ইলেক্ট্রিকাল বলেন। ইলেক্ট্রিকালে এক টেলকো ছাড়া বাকি সেক্টরে জেনারেল স্কোপ এর করুন দশা, টেলকো এর হালও এখন অনেকটা স্যাচুরেটেড। আর মেকানিকাল, কেমিকেল, মেটাল্লার্জি তে একটা সার্কুলার এর আশায় তীর্থের কাকের মত বসে থাকতে অনেককে দেখেছি। কিছু বড় ফ্যাক্টরীতে মেকানিকাল ইঞ্জিনিয়ার দের নেবার সময় শুরুতে যে টাকাটা দেয় সেটা দেয়া আর না দেয়া সমান, এর চেয়ে টিউশনি করে মাসে বেশি আয় করা যায়।


এই কারনেই, ইঞ্জিনিয়ারিং এর পোলাপান যদি লাইন শিফ্ট করার জন্য মরিয়া হয় বা বাইরে যেতে পাগল হয়ে যায়, খুব একটা দোষ দেয়া আসলে যায় না। একজনের একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে,সে ইঞ্জিনিয়ারিং চাকুরী চায়, ইঞ্জিনিয়ারিং লাইনে চাকরী না পেলে অন্য লাইনে যাওয়ার প্রবনতা বাড়বেই। এর নাম মেধার অপচয়

অটঃ আমার লেভেল থ্রি শেষে ইণ্টার্নি ছিল,ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলার মধ্যে আমাদের ভার্সিটিতেই কেবল সিভিল এর স্টুডেন্টরা ইন্টার্নির চান্স পায়, সেখানে যদিও কোম্পানি থেকে বেতন দেবার কোন বাধ্যবাধকতা ছিল না, তবে আম্র ফার্ম আমাদের গ্রুপকে টাকা দিয়েছিল,য়াগের কমেন্টে দেয়া সিভিলের ইনিশীয়াল বেতন হিসাব করলে সেই টাকার অংক্টা রীতিমত ভালোই ছিল,:) আর সেটা দেখে আমাদের ব্যাচের আর সব গ্রুপের আফসোস ছিল দেখার মত :P:P

১১| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ৩:৪১

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: @ বাংলার পোলা , সিভিলে ইনিশীয়াল বেতন আসলেই কম,
অভিজ্ঞতা হলে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের বেতন ভালোই , অবশ্যা যদিও সেটা যেকোন চাকরীর ক্ষেত্রেই, অভিজ্ঞ লোকের বেতন বেশি

১২| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ৩:৪৬

জাহাজী পোলা বলেছেন: সমুদ্রগামী জাহাজে বেতন অনেক!!!!!

সর্বনিম্ন U S D 300 ( ২১,০০০ টাকা ) থেকে U S D ১০, ০০০ (৭, ০০, ০০০ টাকা) আরো জানতে ক্লিক করুন এখানে

আমার বয়স ২৪ বছর, জুনিয়র অফিসার হয়ে মাসে ২৪, ০০০ টাকা বেতন পাচ্ছি !!!!!!!!!!

২৩ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৩৬

ফরহাদ মাহমুদ সোহাগ বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য

১৩| ২৩ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:৩৬

আশিকুর রহমান অমিত বলেছেন: আশা শেষ, মেক্যানিকালে পড়ি, বিদেশে যাওয়া ছাড়া উপায় নাই......
মেরিন ইঞ্জিনিয়ার হতে পারলে লাভ ছিল,কিন্তু বাসা থেকে পড়তেই দিবে না

১৪| ২৩ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:৪৬

কাঙাল বলেছেন: বাংলাদেশের প্রাইভেট সেক্টরে বেতন এখন অনেক ভাল। ইঞ্জিনিয়ারদের বেতনের কথা বলছেন? আরে ভাই, শুরুতে তো বেতন কমই হবে। সবার নোলেজ তো এক না।

আমার এক বন্ধুর কথা। তাদের প্রতিষ্ঠানে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিল রেফারেন্সে। আহসানউল্লাহ থেকে। সে নাকি কিচ্ছু জানে না। একটা ফ্যান কিভাবে ঘোরে তাও জানে না। এইরকম পোলাদের নিয়া কোম্পানীগুলা কি আঙুল চুষবো?

১৫| ২৩ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:০৫

সাদাচোখ বলেছেন:
@পরিবেশবাদী ঈগলপাখি,

মেকানিক্যালের অবস্থা এতটা খারাপ না। শুরুর দিকে বেতন অনেক কম হলেও চাকরির অভাব হয় না। এখানে সমস্যা হল খাটুনি অনেক। যারা ইন্ডাস্ট্রীতে কাজ করেন, তাদেরকে যে কোন একটা ঈদের ছুটি সাক্রিফাইস করতে হয়। কারন সে সময় ইন্ডাস্ট্রী মেইনটেনেন্স এর কাজ হয়।

এছাড়া শুরুর দিকে বেতন ১৫০০০ এর আশেপাশেই হয়।

শুরুর দিকে আর একটা ঝামেলা হল কোন কোন কোম্পানী আগামী কয়েক বছর চাকরি ছাড়তে পারবে না এমন চুক্তিতে নিয়োগ দেয়। সেক্ষেত্রে বেশ ঝামেলা হয়। তারা অনেক সময় সার্টিফিকেট আটকিয়ে রাখে।

এছাড়া শুরুর দিকে কম বেতন আর চুক্তি ভিত্তিক চাকরি না করার জন্য অনেকেই কিছুদিন বসে থাকে। পরবর্তিতে তারা ভাল চাকরিই পায়। সুতরাং মেকানিক্যালদের এত হতাশ হবার কিছু নেই।

১৬| ২৩ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:২০

আকাশের তারাগুলি বলেছেন: গার্মেন্টস
গার্মেন্টস কর্মী- ৩০০০টাকা থেকে ১২০০০ টাকা।
মার্চেনডাইজিং, ট্রেইনি-১০০০০
এক্সপরিয়েন্সড=৩০০০০-৬০০০০
ম্যানেজার= ৮০০০০-১৩০০০০
জেনারেল ম্যানেজার- ১৫০০০০-৩০০০০০+

কমার্শিয়াল/একাউনটস
মার্চেনডাইজিং, ট্রেইনি-৭০০০
এক্সপরিয়েন্সড=১৪০০০-২৫০০০
ম্যানেজার= ৩০০০০-৫৫০০০


২৩ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৩৮

ফরহাদ মাহমুদ সোহাগ বলেছেন: মার্চেনডাইজিং, ট্রেইনি-১০০০০
এক্সপরিয়েন্সড=৩০০০০-৬০০০০
ম্যানেজার= ৮০০০০-১৩০০০০
জেনারেল ম্যানেজার- ১৫০০০০-৩০০০০০

উপরের পদগুলোর জন্য কেমন যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়???

১৭| ২৩ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:২১

রাহা বলেছেন: ব্লগের পেইড ছাগুরা কত পায়??

২৩ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৪২

ফরহাদ মাহমুদ সোহাগ বলেছেন: সরি সেইটা জানি না।

১৮| ২৩ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৪২

টিভি পাগলা বলেছেন: কেরিয়ার টক। বিসিএস বনাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

১৯| ২৩ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫২

টিভি পাগলা বলেছেন: ম্যাকানিক্যাল নিয়ে যারা হতাশ, তাদের জন্য বলছি, বর্তমানে প্রায় অনেকে গুলো পাওয়ার প্লান্ট হচ্ছে, সরকারী কিংবা বেসরকারী।

বেসরকারী অনেক বেশি, প্রতিটা পাওয়ার প্লান্টে এন্ট্রি লেভেলে কমপক্ষে ১০-১৫ জন করে ম্যাকানিকেল ইনজিনিয়ার নেয়।

গ্যাসফিল্ড গুলোতে প্রচুর ইনজিনিয়ার নেয় বিভিন্ন সময়ে।

ম্যাকনিক্যালে স্যালারী খারাপ না, তবে ডিপেন্ডস করছে, আপনি ঢাকার বাইরে যাবেন কিনা সেটার উপর।

অনেকগুলো বেসরকারী অফিস আছে, ছোট ছোট জেনারেটর সেলস আর সার্ভিসিংএ। তাদেরকে ম্যাকানিক্যাল ইনজিনিয়ারের চাহিদা ব্যাপক।

বাংলাদেশে ইন্ডাস্ট্রি যত গড়ে উঠবে, ম্যাকানিক্যাল এর চাহিদা তত বাড়বে।


২০| ২৩ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:০৩

আসক্ত_আমি বলেছেন: এখানে হেলথ্‌ সেক্টরের কোনো কথা বলা হয়নি।
যা হোক আমি মোটামুটি একটা কাছাকাছি ধারণা দিলাম__

১। ১২০০০-১৭০০০ (কোম্পানি/পারফর্মেন্স ভেদে->ফ্রেশ)
২। ৮০০০-১২০০০(থার্ড এবং ফোর্থ গ্রেড কোম্পানি->ফ্রেশ
৩। ১৭০০০-২৬০০০(১ থেকে দেড় বছর পর->সিনিয়র এক্সেকিউটিভ)
৪। ২৫০০০-৩৪০০০(দেড় থেকে তিন বছর অভিজ্ঞতার দাম)
৫। ৩০০০০-৪০০০০(কম্পক্ষে তিন বছর অভিজ্ঞতা+হায়ার ডিগ্রী)

এটুকুই আপাতত জানি।

২১| ২৩ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:০৪

আসক্ত_আমি বলেছেন: রাহা বলেছেন: ব্লগের পেইড ছাগুরা কত পায়??

হাহাহাহা..................জটিল কাম লয়া বিজি ভাইজান, জানতে পারলে আমায় এট্টুস জানায়েন কইলাম।

২২| ২৩ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:০৭

আসক্ত_আমি বলেছেন: আসক্ত_আমি বলেছেন: এখানে হেলথ্‌ সেক্টরের কোনো কথা বলা হয়নি।
যা হোক আমি মোটামুটি একটা কাছাকাছি ধারণা দিলাম__

১। ১২০০০-১৭০০০ (কোম্পানি/পারফর্মেন্স ভেদে->ফ্রেশ)
২। ৮০০০-১২০০০(থার্ড এবং ফোর্থ গ্রেড কোম্পানি->ফ্রেশ
৩। ১৭০০০-২৬০০০(১ থেকে দেড় বছর পর->সিনিয়র এক্সেকিউটিভ)
৪। ২৫০০০-৩৪০০০(দেড় থেকে তিন বছর অভিজ্ঞতার দাম)
৫। ৩০০০০-৪০০০০(কম্পক্ষে তিন বছর অভিজ্ঞতা+হায়ার ডিগ্রী)

এটুকুই আপাতত জান....................................।

একটা ভুল ছিল, এটা হেলথ সেক্টর বলতে স্পেসিফিক্যালি ফর ফার্মাসিউটিক্যালস্‌ কোম্পানির জন্য প্রযুয্য হবে।

২৩| ২৩ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:২৮

রাজামশাই বলেছেন: হুমম

সাধারন কন্ট্রাকটিং কোম্পানীতে
বাংলাদেশীদের গড় বেতন

লেবার = ৬০০০-১২০০০ টাকা (থাকা + খাওয়া + মেডিক্যাল+ বিমারভাড়া ফ্রি)
ফোরম্যান = ১২০০০- ৩০০০০টাকা (থাকা + খাওয়া + মেডিক্যাল+ বিমারভাড়া ফ্রি)
সুপারভাইজার =২৫০০০- ৮০০০০ টাকা (থাকা + খাওয়া + মেডিক্যাল+ বিমারভাড়া ফ্রি) + অনেক ক্ষেত্রে ফ্যামিলি ষ্টাটাস ( স্ত্রী + ২দুই সন্তানের মেডিক্যাল + বিমারভাড়া ফ্রি)
এরিয়া ম্যানেজার = ৬০০০০-১০০০০০(থাকা + মেডিক্যাল+ বিমারভাড়া ফ্রি) + ফ্যামিলি ষ্টাটাস ( স্ত্রী + ২দুই সন্তানের মেডিক্যাল + বিমারভাড়া ফ্রি)

টেকনিশিয়ান

লো ভোল্টেজ ইলেক্ট্রিশিয়ান/টেকনিশিয়ান = ১২০০০-১৮০০০ টাকা (থাকা + খাওয়া + মেডিক্যাল+ বিমারভাড়া ফ্রি)

প্লাম্বার = ১২০০০-২০০০০ টাকা (থাকা + খাওয়া + মেডিক্যাল+ বিমারভাড়া ফ্রি)

অটো ম্যাকানিক = ১২০০০-১৮০০০ টাকা (থাকা + খাওয়া + মেডিক্যাল+ বিমারভাড়া ফ্রি)

হাই ভোল্টেজ ইলেক্ট্রিশিয়ান/ টেকনিশিয়ান = ২০০০০-৩৫০০০ টাকা (থাকা + খাওয়া + মেডিক্যাল+ বিমারভাড়া ফ্রি)

কেরানি / ক্লার্ক = ১৬০০০-২৪০০০ টাকা (থাকা + খাওয়া + মেডিক্যাল+ বিমারভাড়া ফ্রি)

সচিব / সেক্রেটারী = ২০০০০-৫০০০০ টাকা (থাকা + খাওয়া + মেডিক্যাল+ বিমারভাড়া ফ্রি)


আমার কাছে বিশাল লিষ্টি আছে :) জানতে চাইলে আওয়া দিস





২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৪৮

ফরহাদ মাহমুদ সোহাগ বলেছেন: বস ধন্যবাদ। আরো তথ্য থাকলে জানান। সবার উপকার হবে।

২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৩১

ফরহাদ মাহমুদ সোহাগ বলেছেন: এ সব জবে কীভাবে এপ্লাই করা যায় জানিয়ে একটা পুষ্ট দেন।

২৪| ২৩ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:২১

আকাশ_পাগলা বলেছেন: আচ্ছা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বেতন কত হয়? কেউ বলতে পারেন?

২৫| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৩৭

টিভি পাগলা বলেছেন: @আকাশ_পাগলা:

টেক্সটাইলের বেতন নিয়ে জুলভার্ণ এর একটা পোস্ট আছে, দেখেন।

২৬| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৪৪

মুভি পাগল বলেছেন:
উনি এত টাকা কিভাবে বেতন পায়? আমার মাথায় ঠিক ধরে না। কিছু কিছু মানুষ গাধার খাটুনি খেটেও মাস শেষে পিঠ সোজা করে দাঁড়াতে পারেনা।

আর এইসব বাটপাররা প্রতি মাসে এত এত টাকা কামিয়ে নিচ্ছে কোন রকম শারীরিক পরিশ্রম ছাড়াই????

শুধুমাত্র স্রষ্টা এদের বিচার করুক



২৭| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৫০

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: ইঞ্জিনিয়ার রা পুরা মারা।
আমি ৮০০০ ট্যাকার অফার পাইছিলাম।
এখন পাই ৩০

২৮| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৫৬

ফেরদৌসী বলেছেন: প্রধানমন্ত্রীর বেতন কত? ;) ;)

২৯| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১:০৬

বাংলার পোলা বলেছেন: @ঈগলপাখি: মেকানিকাল র ওবস্থা এখন তো ওনেক ভালো.......প্রচুর পাওয়ার প্লান্ট.......প্রাইভেট পাওয়ার প্লান্ট ২০০০০ র উপরে বেতন দেয়......আমি জতদুর জানি.....প্লান্টে ৩:১ হারে মেকানিকাল: ইলেকট্রিকাল ইন্জিনিয়ার নেয়

৩০| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১:১২

অ্যামাটার বলেছেন: ছেলেদের বেতন আর মেয়েদের বয়েস জানতে নাই। আপনি দেখি হাঁড়ির খবর নিয়ে টানাটানি শুরু করেছেন। ধিক্কারX(

৩১| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১:১২

দেখতাছি বলেছেন: php programmer with bachelor in cse

1st 3 month : Magna (parle taka nite chai company)
2nd 3 month:5000
6-12 month :tikte parle 10-20k
12-24 month: 25-30
24-36:30-40
>36 : jobless freelancer..

৩২| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ২:৩২

ডাসট ইন দা উইনড বলেছেন: মিলিটারীর খবর বলি....

মেজর অথবা সমতূল্য ৩৫০০০+

জাতিসংঘ মিশনে....১ বছরে

কন্টিনজেন্ট সদস্য ১২-১৮ লক্ষ টাকা

স্ট্যাফ অফিসার / মিলিটারী অবসার্ভার ৩৬-৪৫ লক্ষ টাকা

৩৩| ২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:১৬

বর্তমানবাংলা বলেছেন: আর মিডিয়ার কি অবস্থা.........

৩৪| ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১০:০৪

মাইন রানা বলেছেন: জটিল

৩৫| ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১০:২০

হাসানুর বলেছেন: সপ্টওয়্যার ইঞ্জিানয়ারদের বেতন কেমন ভাই.....

৩৬| ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১০:২৪

ব্লগ ৪১৬ বলেছেন: আমাদের আইটি কোম্পানীতে রেগুালার হলে:

১। জুনিয়ার অফিসার/জুনিয়ার ইন্জিনিয়ার-১২০০০-১৪০০০
২অফিসার/ইন্জিনিয়ার-১৪০০০-১৮০০০
৩।সিনিঃঅফিসার/সিনিঃইন্জিনিয়ার-১৮০০০-২২০০০
৪।অ্যাসিসনেন্ট ম্যানেজার: ২২০০০-২৮০০০
৫।ডেপুটি ম্যানেজার-২৮০০০-৩৫০০০
৬।ম্যানেজার-৩৫০০০-৪৫০০০
৭।সিনিঃ ম্যানেজার-৪৫০০০-৫৫০০০
৮।অ্যাসিসনেন্ট জেনেরেল ম্যানেজার-৫৫০০০-৬৫০০০ (প্লাস ফুল টাইম গাড়ী)
৯।ডেপুটি জেনেরেল ম্যানেজার-৬৫০০০-৭৫০০০ (প্লাস ফুল টাইম গাড়ী)
১০।জিএম ৭৫০০০ উপরে (প্লাস ফুল টাইম গাড়ী)

এরা রিকগনাইজ প্রভিডেন্ড ফান্ড, গ্রাচুইটি, ল্যাপটপ স্কীম, ও মোবাইল সুবিধাদী পেয়ে থাকে।

কন্ট্রাকচুয়াল:

১।রাতে যারা NOC ও Customer Care থাকে তাদের -১২০০০
২।চতুর্থ শ্রেনী ( পিয়ন, ক্লিনার, গার্ড, ড্রাইভার, টেকনিসিয়ান)--৩০০০-৮০০০ সাথে ওভারটাইম ।

২৭ শে অক্টোবর, ২০১০ রাত ২:৩৫

ফরহাদ মাহমুদ সোহাগ বলেছেন: যথেষ্ট তথ্যপূর্ণ। অনেক ধন্যবাদ।

৩৭| ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৩২

মনে নাই বলেছেন: আইসিসিডিআরবিতে:
অফিসার: ২৫,০০০+ টাকা/মাস
সিনিয়র অফি:৩২,০০০+ টাকা/মাস
মেডিকেল অফি/ন্যাশনাল অফি/ছোট-খাট সায়েন্টিস্ট: ৪৫,০০০+ টাকা/মাস থেকে শুরু করে বড় সায়েন্টিস্টরা ৮-১২লক্ষ টাকা/মাস পেয়ে থাকেন।

৩৮| ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৩৫

মনে নাই বলেছেন: আইসিসিডিআরবি এর জায়গায় আইসিডিডিআরবি(ICDDR,D-কলেরা হাসপাতাল) হবে।

৩৯| ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৪০

শিপু ভাই বলেছেন: সাধারন দোকানের সেলসম্যান= ৩০০০-৫০০০/=
চা- আনার পিচ্চি= ১০০০-১৫০০/=
বড়সর দোকানের ম্যানেজার= ৫০০০-১০০০০/=
সাধারন বাসার বুয়া= ৫০০-১০০০/=( থাকা+খাওয়া+ চিকিতসা+পোষাক ফ্রি)

রাজমিস্ত্রি=৩০০+/ দিন
জোগালী=+-২০০/দিন
স্যানিটারী মিস্ত্রি=৩০০+/দিন
রঙ মিস্ত্রি=৩৫০+/দিন
কাঠ মিস্ত্রি= ২০০-৪০০/দিন
আবাসিক বাড়ির দাড়োয়ান= ৩০০০-৮০০০/=
সাইট সুপারভাইজার= ৩০০০-৫০০০/=
সাইট ইঞ্জিনিয়ার= ৬০০০- ১০০০০/=( ডিপ্লোমা)

রড/সিমেন্টের দোকানের লেবার= +-১০০০০/= ( গড়ে)


মনে পড়লে আরো কমুনে।

পোস্ট প্রিয়তে রাখলাম।

২৭ শে অক্টোবর, ২০১০ রাত ২:৩৬

ফরহাদ মাহমুদ সোহাগ বলেছেন: থ্যংক ইউ

৪০| ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৫৭

অজানা এক পথিক বলেছেন: সফটু ইন্জিনিয়ারদের বেতন আসলে স্কিল এর উপর নির্ভর করে। কাজ জানলে ২/৩ বছরে ৫০/৬০ হাজার পাওয়া কোন ব্যাপার না। আমি শুরু করছিলাম ২৫০০০ দিয়ে। আমার অন্যান্য ফ্রেন্ডরাও প্রায় একই বেতন পেত। এখন সবাই ৫০-৬০ এর মত পায়।

৪১| ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১১:০০

অজানা এক পথিক বলেছেন: বিটিডব্লিউ: আমরা সবাই ডটনেট প্ল্যাটফর্মে কাজ করি। পিএইচপিতে যারা কাজ করে তাদের বেতন স্কেল আলাদা

৪২| ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১১:০৩

জিয়া চৌধুরী বলেছেন: সেনাবাহিনীর সদস্যরা নিজের পরিবার পরিজন হতে দুরে থেকে নিজের জীবন কে মরণপণ করে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করেছে আর তাদের বিরুদ্ধে দেশবাসিকে ক্ষেপিয়ে তুলে বাহবা কুড়াচ্ছি আমরা। রুপগন্জের ঘটনায় আসল দোষীদের বিচার দাবী করছি। এবং অনতি বিলম্বে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার সম্বলিত স্টিকি পোস্ট বাতিলের দাবী জানাচ্ছি।

৪৩| ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৪৬

ক্লান্ত পথিকের গল্প বলেছেন: সফটওয়্যার ফিল্ডের বেতন ভ্যারী করে। আমি বুয়েটের কথা বলতে পারি। আমাদের ০৪ কম্পিউটার সায়েন্স ব্যাচ থেকে পাস করে বের হওয়া দের প্রাথমিক স্যালারী ছিল ১৮০০০-৩০০০০ এর মত। আমরা বের হবার ৬-৭ মাসের মধ্যে তা বেড়ে ৩০০০০-৪০০০০ এ দাঁড়িয়েছে। আমি ঢুকেছিলাম ২৩০০০ এ। ৭ মাস পর এখন ৪০ পাচ্ছি। আমার অন্যান্য ফ্রেন্ড রাও এভারেজে ৩৫০০০ পাচ্ছে। বলাবাহুল্য আইটি ফিল্ডে দেশের চাক্রীর বাজার খুব ভাল। অনেক সফটওয়্যার ফার্ম এসেছে।

৪৪| ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৩১

উরা-ধুর০০৭ বলেছেন: ফার্মাসিউটিকাল সেক্টরে স্কয়ার এ জুনিয়র ফার্মাসিস্ট এর বেতন প্রথম দিকে ওভারটাইম সহ ২৫০০০ পড়ে....... এই সেক্টরে সবচেয়ে বেশি বেতন দেয় ইনসেপ্টা.............

আর অনন্য কোম্পানিতে সর্বনিম্ন ১০ দিয়ে সুরু করে........ এটা কোম্পানি ভেদে ভেরি করে.............

২৭ শে অক্টোবর, ২০১০ রাত ২:৩৮

ফরহাদ মাহমুদ সোহাগ বলেছেন: সবার সহযোগিতা পেলে জরিপটা সফল হবে।

৪৫| ২৭ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৪

আম্বিয়া বলেছেন: ফুড সেক্টরে স্যালারীর কী অবস্থা !!!!!!!!!!!!!জানেন নাকি কেঊ???????

৪৬| ২৭ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১৪

রিজেল বলেছেন: পরিবেশবাদী ঈগলপাখি -র সাথে আমিওঃ

সবার বেতন দেখে টাস্কি খেয়ে গেলাম

সবচেয়ে কম পয়সা কি তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং এ ?????

৪৭| ২৭ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:২৩

ওঙ্কার বলেছেন: দরিদ্র ধর্মপীড়িত দেশে প্রযুক্তি ও বিজ্ঞানের আদর সবচেয়ে কম হবে, এতে আশ্চর্যের কি আছে?

যে জাতি চিন্তা ভাবনায় যতো বেশি স্বাধীন, সে জাতির মাঝে বিজ্ঞানমনষ্ক চিন্তার পরিধি ততো বেশি।

আমরা বিজ্ঞান পড়ি পেটের দায়ে, তারচেয়েও দুঃখ হলো ব্যবসা নিয়ে অতি পড়াশোনা। মনে হয় সবাই বুঝি পেন্সিল পুশার হয়ে যাবে।

৪৮| ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ১১:২৭

লুথা বলেছেন:
ব্যবসা করেন...চাকরী কইরা কি হবে ;);)

২৮ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৪৩

ফরহাদ মাহমুদ সোহাগ বলেছেন: প্রথমে চাকুরী করে অভিজ্ঞতা অর্জন করা দরকার তারপর ব্যবসা করার যোগ্যতা অর্জিত হবে।

৪৯| ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ১১:২৭

জেবাল বলেছেন: ভাই বিবিএ পড়ি সাস্ট (sust/শাবি) তে, কত টাকা বেতন পামু? রেজাল্ট ভাল। ক্লাসের ৪র্থ বয়। আমার আরেকবার চান্স আছে। ইঞ্জিনিয়ারিং লাইনে ট্রাই করমু নাকি সাস্টে বা আই.ইউ.টি. তে? নাকি ভারত জামু ইঞ্জিনিয়ারিং এর জন্য ?

২৮ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৫৫

ফরহাদ মাহমুদ সোহাগ বলেছেন: আইবিএ তে ট্রাই মারতে পারেন।। ফ্রেশ বিবিএ স্যালারী ১৫০০০- ৩০০০০ এই রেন্জে....

৫০| ২৮ শে অক্টোবর, ২০১০ রাত ২:৪১

তাহসিন আহমেদ বলেছেন: আমি পাশ করছি জাহাংগিরনগর,সিএসই থেকে।

৪ বছরের অনার্স শেষ করতে ৭ বছর লাগছে।২০০৩ জুলাই থেকে ২০০৯ মে তে রেজাল্ট হয়।পড়ালেখা করতে হয়েছে টিউশনি করে।খুব ১টা কোডিং বা অন্য কাজ শেখার সুযোগ হয়নি,করা ও হয়নি।

জব খুজতে গেলে ২৫০০-৩০০০ টাকার অফার দেয় স্পেকট্রাম,জাভা।সি শার্প এ কাজ করতএ হবে।আর যাই নি।

১০,০০০ টাকায় ভলভো ব্যাটারি কোম্পানি তে ওরাকল প্রোগ্রামারের জব দিয়ে শুরু করি।৬ মাস করি।এরা সেলারি বারাবে বছরে ১০০০ টাকা!!

মিরপুর থেকে মতিঝিল ও কামরাংগিরচর ঘিয়ে অফিস করতাম,আমার সিনিয়র ছিলো পাগল।২০০৯ রোজার ঈদের আগে জব টা ছাড়ি,মনে হইছিলো গায়ে হাত তুলবে সিনিয়র ভাই!!

গেলো প্রোগ্রামার হিসেবে বড় হবার স্বপ্ন।জব পাওয়া অনেক কঠিন,আল্লাহ আল্লাহ করে ১টা পেলাম।ডাটাএডজ্ ,মতিঝিল এ।বেতন ৮,০০০ টাকা,এসিস্ট্যান্ট প্রোগ্রামার,জব এ জয়েন করলাম কোডিং এ কাজ শিখবো বলে।ভাবলাম প্রথমে সেলারি নিয়ে ভাবলে হবেনা।আমাকে সাপোর্ট এ দিলো।ব্যাচ প্রজেক্টে পুরো ঢাকার ব্যাংক চষে ফেললাম।ডিপ্লোমা ও এই কাজ করে না।আমার সাথে বুয়েট পাশ জুনিয়র ৪/৫জন ছেলে ছিলো।সবাই ভালো ভালো সুযোগ পেয়ে চলে গেলো।আমি ডিসেম্বর ২০০৯ এ ডাটাএডজ্ ছেরে দিলাম।!!

৪মাস বেকার ছিলাম,টাকা দেয় নাই কেউই।জব ও পাই না।কারনঃআগেই বলছি,টেনেটুনে পড়ালেখা করতে হইছে।শুরু থেকে এ পর্যন্ত ৭০০ এর উপরে রিটেন/ভাইবা দিছি।একই অফিসে ধাপে ধাপে ৩য় ভাইবা পর্যন্ত দিছি,৫০ বার এর উপরে।তাও জব হয়নাই।

মে,২০১০ এ ১টা জব পাই তাও সপ্তাহে ৩দিন রাত ১১টা থেকে ভোর ৭ টা পর্যন্ত অফিস করি।বাকি ৩ দিন দুপুর ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত অফিস করি।বেতন ১০,০০০ টাকা।

একেতো ইয়ার লস+সেশন জ্যাম লস=৩বছর,আমার জব সিকিউরড এমন জবের জন্য তাড়না বেশি ছিলো।

ব্যাংক এর জব এর প্রতি আগ্রহ ছিলো।কিছু পড়ালেখা করছি।২০০৯ এ কোন ব্যাংকে রিটেনে টিকি নাই।২০১০ এ সোনালি,সিনিয়র অফিসার ,আইটি তে রিটেন,ল্যাব টিকছি ভাইভা ও দিছি।রেজাল্টের অপেক্ষায় আছি।আমি কি কষ্ট করছি আমি জানি। এটার স্কেল ১১,৫০০ টাকা।সাকুল্যে বেতন কত আসে আমি জানিনা।২০,০০০ এর মতো হবে।

ইসলামি ব্যাংকে এসিস্ট্যান্ট অফিসার-৩ তে টিকছি।আজকে ভাইভা দিয়ে আসলাম।এটা হলে প্রথম ৬ মাস ১৩,০০০ টাকা দিবে।এর পর ১৫,০০০ টাকা।

ফ্লোরা টেলিকমে জব ১টা পাইছি ,২০,০০০ টাকা সেলারি।জয়েন ডেট ডিসেম্বর,২০১০।

আমার চেয়ে বেশি রিটেন/ভাইভা/এক্সাম আমার ক্লাশের কেউ দেয় নাই।আমি কোডিং এ যেতে পারিনাই,তবে আমার যা আছে, সেইটা নিয়ে ফাইট দিছি,হতাশা ছিলো,টাকার অভাব খুব ভোগ করছি।তার পরেও মিথ্যে বলিনা,কারোই খারাপ চাইনা।

তবে সিনিয়র কারো হেল্প/রেফারেন্স পাইনি।পেলে এত কস্ট হয়তো করা লাগতো না।আমার জন্য সবাই দোয়া করবেন।







২৮ শে অক্টোবর, ২০১০ রাত ৩:০৮

ফরহাদ মাহমুদ সোহাগ বলেছেন: পরিশ্রম যারা করে সাফল্য এসে তাদের পায়ের কাছে লুটিয়ে পড়ে। দমে থাকার পাত্র আপনি নন। তবে একটা পরামর্শ Don't work hardly, work smartly!

৫১| ২৮ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:৪৬

আম্বিয়া বলেছেন: @তাহসিন আহমেদ..........ভাইজান......।আপনাকে আমার স্যালূট.........।

৫২| ২৮ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:৪৬

অজানা এক পথিক বলেছেন: @তাহসিন: অনেক কষ্ট করেছেন আপনি.....যে সময়টুকু বসে ছিলেন তখন একটু কষ্ট করে প্রোগ্রামিং ভাল করে শিখে নিলে এখন ভাল জব পেতে সুবিধা হত। শুভকামনা রইল

৫৩| ২৮ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:০৯

শিবলী বলেছেন: লেখক বলেছেন: Don't work hardly, work smartly!

আমাদের আসলে স্মার্টলি চিন্তা করতে হবে।

৫৪| ২৮ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:১৩

শিবলী বলেছেন: লেখক বলেছেন: Don't work hardly, work smartly!

আমাদের আসলে স্মার্টলি চিন্তা করতে হবে।

৫৫| ২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:১০

তাহসিন আহমেদ বলেছেন: শিবলি,আমি মি স্মার্ট নই?তুমি তো মোটামুটি জানো। :)
আসলে কারো জীবনই কারো মতো না,কারো সাথে তুলনা করে জীবন কে ভাবা ঠিক নয়।

আমার জায়গার থাকলে কে কতটা করতে পারতো,সেটা প্রশ্নসাপেক্ষ।!!

৫৬| ২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:২৩

শিবলী বলেছেন: তাহসিন ভাই, আপনার মত বিপদে আমিও আছি। প্রতিনিয়ত চেস্টা করে যাচ্ছি। ইন্জিনয়ারিং ট্রাকে থাকার।
কিন্তু টাকাটা তেমন কৈ?
আমার কি ঠ্যাকা পরছে নিজের ফ্যামিলি বাদ দিয়ে চিটাগাং থাকার???? ঈদ এর ছুটি পাবনা কেন?

কস্ট সবাই করছে। অনেকে সেটা প্রকাশ করে না।
আর চাকরী তে যোগ্যতা যখন কাজ করে না, তখন ভাগ্য-ই সহায় , আবার যোগ্যটা অর্জন করতে হলে ভাল একসপেরিয়েন্স যোগার করা ভাগ্যের ব্যাপার।

সো , আমরা আশা বাদী হই।

৫৭| ২৮ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:০৩

তাহসিন আহমেদ বলেছেন: তোমার জন্য দোয়া রইলো।আশা করি ভালো কিছু ,যা চাইছো ,পেয়ে যাবে।

৫৮| ৩০ শে অক্টোবর, ২০১০ রাত ৮:০৭

দুরণ্ত সাহস বলেছেন: ইংরেজি তে অনার্স করে একটা কনসাল্টেন্সি ফার্ম এ কাউনসিলর হিসেবে জয়েন করি বিভাগিয় শহরে। ৬০০০টাকা বেতন। ওখানে ৩ মাস চাকরি একটা ইংলিশ মিডিয়াম কলেজিয়েট স্কুলে ঢুকে "লেকচারার ইন ইংলিশ" হিসেবে। ৫০০০টাকা বেতনে। এক বছর ওখানেই ছিলাম। কর্মক্ষেত্রের রাজনিতি সহ্য করতে না পেরে চাকরি ছেড়ে দিলাম। কিছু না পেয়েই। শুরু করলাম আই-ই-এল-টি-এস এর ব্যাবসা। এর ফাকে ফাকে চাকরির চেষ্টা করছিলাম। পরিচিত এক ভাইের মাধ্যমে সিভি দেয়ায় বাংলালিংক থেকে ইন্টারভিউএর জন্য ডাকল। ১০বেসিক পারফরমেন্স বোনাস ৮ হাজার এ চাকরি হয়ে গেল। মোট মাট সাড়ে ১৭ পেতাম। ৫ হাজার ছিল মোবাইলে কথা বলার লিমিট। দেড় বছর চাকরি করলাম। কন্ট্রাকচুয়াল। ম্যানেজারের সাথে ঝামেলা হল। রাগ করে ছেড়ে দিলাম চাকরি। এবং বেশ বড় একটা ভুল করলাম। এর পর বাংলালিংক এর নাম সিভি তে থাকা সত্যেও দেড় বছর কেউ বেইল দিল না। জীবন কি জানলাম। বাস্তবতা কে দেখলাম। এই বছর জানুয়ারি তে নতুন একটি উঠতি মাল্টিনেশনালে সেল্স এ ঢুকলাম ১২ হাজার টাকায়। ৩ মাসের মাথায় পারফরমেন্সের ভিত্তি তে এইচ আর এ চলে আসলাম বেতন বেড়ে ১৫ হল। জানুয়ারিতে আবার বাড়ার কথা। এখন ঠান্ডা মাথায় কেরিয়ার প্লানিং করছি। আমার জন্য দোয়া করবেন। তবে কোনও রেসাল্ট এ আসতে পারলে কানাবেন। ভাল থাকবেন।

৩১ শে অক্টোবর, ২০১০ রাত ১:১৩

ফরহাদ মাহমুদ সোহাগ বলেছেন: এইচ আর ম্যানেজমেন্টকে মেজর করে এমবিএ করে নিন, না হয় পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করে নিন। শুভ কামনা রইল।

৫৯| ২২ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৩৭

মোঃ মােজদুল ইসলাম বলেছেন: খুব ভালো লাগলো। কিন্তু সবথেকে বেশি বেতন রেফারেন্স ওয়ালাদের।

৬০| ২২ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:১১

শিখতে চাই বলেছেন: ami Real Estate Firm Asst. Accountant Salary--- 5000/-

Experience - 2Year.............

২২ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:২১

ফরহাদ মাহমুদ সোহাগ বলেছেন: বেতন কম । সিএ কিংবা সিএমএ করে নিলে ভালো কোম্পানীতে উচ্চবেতন পাবেন।

৬১| ০৮ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৩৭

ফটো পাগল বলেছেন: oh !!!! wait to see more !!!!

৬২| ২৩ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:২৭

ছোট মুখে বড় কথা বলেছেন: লাইনে দাডাইলাম। দেখি কোন ভাগে পড়ি। =p~ =p~ =p~ =p~ =p~

৬৩| ০৯ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩২

সাজিদ. বলেছেন: পাওয়ার লাইনে সালারি আর জব কেমন জানাবেন কেও? প্রাইভেট পাওয়ার প্ল্যান্টগুলোতে জব কেমন+সালারি? Energypac, RahimAfroz এই কোম্পানীতে জব+সালারী কেমন? এগুলোতে নাকি বুয়েট গ্র্যাড ছাড়া নেয়না?

৬৪| ১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪০

প্রশান্ত মন বলেছেন: আমার জব এক্সপিরিন্স অনেক লম্বা
আমার স্টারটিং সেলারি খুবই হাস্যকর........
নিচে আমার সব স্টারটিং সেলারি দিলাম......

২০০৩ বেসরকারী উচ্চবিদ্যালয় ৭৫০/-
২০০৪ কম্পিউটার ফার্ম হার্ডওয়ার ইঞ্জিনিয়ার ২০০০/-
২০০৫ কম্পিউটার ফার্ম হার্ডওয়ার ইঞ্জিনিয়ার ৩৫০০/-
২০০৭ আইএস পি সাপোর্ট ইঞ্জিনিয়ার ৪০০০/-
২০০৮ লোকাল আই এস পি সিস্টেম ইঞ্জিনিয়ার ৮০০০/-
২০০৯ কম্পি উটার সোর্স প্রি-সেলস পোস্ট সেলস ১৩০০০/-
২০১০ প্রাইভেট ব্যাংক হার্ডওয়ার ইঞ্জিনিয়ার ১৭৩৫০/-


চট্টগ্রামে চাকুরির বাজার ভালো কিন্তু সেলারিটা ভালো না.......

৬৫| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:০১

দেবার্নব রায় বলেছেন: সিঙ্গাপুরে সিভিল ইঞ্জিনিয়ার ...। কুয়েট থেকে পাশ করছি চার বছর আগে...১৮০০০০ র মত পাচ্ছি.........।

৬৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২৬

ছোটমির্জা বলেছেন:
ব্যবসা করি- আইটি ব্যবসা।
মাসে
১৭,০০০-বিডিএম
১১,০০০ -প্রোগ্রামার
৭,৫০০-মার্কেটিং এক্সি
৬,৫০০ -জুনিয়র প্রোগ্রামার
৬,০০০ -পিআর এক্সি
৪,৫০০-অফিস এক্সি:
২,৫০০ -জুনিয়র এক্সি:

মোট: ৫৫,০০০ তাকা দেই।

----------------------


আমার তেমন কিছু থাকে নারে ভাই।

৬৭| ২৪ শে মার্চ, ২০১১ রাত ৩:১৯

আকাশগঙ্গা বলেছেন: মেকানিকাল বলেন আর ইলেক্ট্রিকাল বলেন। ইলেক্ট্রিকালে এক টেলকো ছাড়া বাকি সেক্টরে জেনারেল স্কোপ এর করুন দশা, টেলকো এর হালও এখন অনেকটা স্যাচুরেটেড

ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারদের সমন্ধে আপনার ধারনা ভুল।
কেন ভুল জানতে চাইলে জানাব।এখন লেখতে ভাল লাগছে না।

ইঞ্জিনিয়ারদের ভিতরে বুয়েটের হিসাব অন্য সবার চেয়ে আলাদা।আমি যখন সেকেন্ড ইয়ারে তখন থেকে আমি এ আই ইউ বি,ষ্টাম্ফোর্ড,আই আই ইউ সি প্রভৃতি ইউনির ফার্ষ্ট ইয়ারের ছেলেদের প্রাইভেট পরিয়েছে।
শুধুমাত্র বারদিন ক্লাসে নিতাম ১০০০০ টাকা।

চিন্তা করেন সেও ইঞ্জিনিয়ারিং পড়ে আমিও পড়ি।কিন্তু আমি মাসে ২০০০০ টাকা আয় করি আর তার পেছনে মাসে ৩০০০০ টাকা খরচ হয়।

সেই পোলাপাইন গুলি পড়ানোর সময় হাসতাম মনে মনে।এই এরা নাকি ভবিষ্যতে আমার সাথে কম্পিটিশন করতে আসবে!
ঠিকমত কার্শফের সুত্র বুঝতে যাদের জান বেরিয়ে যায় তারা নাকি ইলেক্ট্রিক্লাল ইঞ্জিনিয়ার হবে!
সমস্যা হল টাকা দিয়া সার্টিফিকেট আনা যায়,জব আনা যায় না।

কেউ আবার আমারে প্রাইভেট বিদ্বেষি ভাইবেন না।



বুয়েটের ইলেক্ট্রিকাল ডিপার্টমেন্টের সাম্প্রতিক অবস্থা বেশ ভাল।কিছুদিন আগে স্যামসাং ক্যাম্পাসে এসে রিক্রুট করে।

ঐখানে ৩৩ জন টিকে (৫০ জনের মত পরিক্ষা দিয়ছিল বাকিরা দেয় নাই)।
তারা জয়েন করেছে এই মাসে।স্টার্টিং বেতন ৩৩০০০ টাকা।

আমাদের চাকরীর অবস্থা কেমন জানতে চান?
কয়েকদিন আগে এইখানে জব ফেয়ার হয়েছে।কিন্তু বুয়েটের পোলাপাইন সেই খানে পাওয়া যায় নাই।কারন আগেই সবার চাকরি হয়ে গেছে।পরে বুয়েটের জব ফেয়ারে বাইরের পোলাপাইনের চাকরি হয়েছে।

আমাদের এক ভাই ০৪ ব্যাচের।কাচপুর এক কোম্পানিতে চাকরি করতেন।
প্রথম বছরে উনি বেতন পেতেন ৩০০০০ টাকা।তার সাথে অন্য ইউনির পোলাপান পায় ১০০০০ টাকার মত।তো তারা একদিন মালিকের কাছে কমপ্লেই করল যে বেতনের হেরফের এত কেন?

তখন মালিক বলল তোমাদের এত কম দেই তাও তোমরা থাকবা আর ওনাকে এত বেশি দেই তারপরেও উনি থাকবেন না।

তার দুইমাস পড়ে উনিঢাকায় চলে আসেন এবং বার্জারে জয়েন করেন সালারি ৫০০০০ টাকা।

০৪ ব্যাচ পাস করেছে গত বছর।

মনে হয় আমরা ভালই আছি।কি বলেন।

আর আমি এখন পর্যন্ত টিউশনি করে ম্যাক্সিমাম ২০০০০ টাকা পেয়েছি একমাসে।পরে ছেড়ে দেই।এখন এত টাকার আসলে দরকার নাই।



















৬৮| ২৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৫৫

িনদাল বলেছেন: বাপরে ! চাকরির বাজার এত খারাপ ! আমিতো দেখি বহুত ভাল আসি

৬৯| ২৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:০৭

রুহানি বলেছেন: ভাই আমি অর্থনীতিতে পড়ছি, এই সেক্টরের কি অবস্থা?

৭০| ২৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১৭

আইডিয়াল বলেছেন: সরকারী ১ম শ্রেনীর চাকরি একটা পাবো ৩-৪ মাস পর। সবাই তো জানেন এর স্কেল ১১০০০/ থেকে। জানিনা টোটল কতো পাবো।

৭১| ২৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৩৫

নাজনীন১ বলেছেন: বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে

লেকচারার পদে ২৫,০০০ - ৪০,০০০ টাকা।
সিনিয়র লেকচারার পদে ৩৫,০০০ - ৫৫,০০০ টাকা,
এসিস্ট্যান্ট প্রফেসর পদে ৪৫,০০০ - ৬৫, ০০০ টাকা,
...

ভিসি পদে এক লাখ টাকার উপরে স্যালারী।

৭২| ২৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৪০

মোটামানুষ বলেছেন: সরকারী বিশ্ববিদ্যালয়, লেকচারার : বেতন ১৭,০০০ টাকা

৭৩| ২৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৪৪

নাহিদ বলেছেন: রেডিমেড গামেন্টস গেল কই???

৩৫০০ টাকা থেকে শুধু শেষ কত বলতে পারি না।

৭৪| ০৭ ই এপ্রিল, ২০১১ রাত ২:২৭

স্বপ্নস্রষ্টা বলেছেন: আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ পড়ছি.........মার্কেটিং মেজর........ফটোগ্রাফি তে ঝোক আছে.......এক-একটা ইভেন্ট করলে ৩-৪ ঘন্টার খাটুনিতে ৮-১২হাজার টাকা পাই.....নিশ্চিত কিছু নয় যদিও......কাজ থাকলে টাকা.....না হলে নাই.......এইটা নিয়ে তেমন সিরিয়াস ও না.......এই বছরই বিবিএ শেষ হবে......চাকরি করব নাকি এমবিএ শেষ করে নিব এখনো কনফার্ম নই......তবে কনফিডেন্স আছে ইনশাল্লাহ ৩০ এর নিচে চাকরিতে ঢুকবোনা। সবাই দোয়া করবেন :) সবকিছু ঠিকঠাক থাকলে নেক্সট ইয়ার এই সময় আপডেট দিবো, চাকরি করছি নাকি এমবিএ :)

৭৫| ০৭ ই এপ্রিল, ২০১১ রাত ২:৩০

স্বপ্নস্রষ্টা বলেছেন: গার্মেন্টস -এর একটা তথ্য দিতে পারি...আমার এক ব্যাচ সিনিয়র ভাইয়া ঢুকেছেন ভিয়েলাটেক্স গার্মেন্টসে ম্যানেজমেন্ট ট্রেইনী অফিসার (এমটিও) হিসেবে। বেতন - ৫০০০০। শিক্ষাগত যোগ্যতা - বিবিএ (আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।

২০ শে এপ্রিল, ২০১১ রাত ১০:১৬

ফরহাদ মাহমুদ সোহাগ বলেছেন: বেতটাকেই বড় করে দেইখেন না। জব এনভারনমেন্ট কেমন সেটাও যাচাই করা দরকার। তবে যেই জব করে ভালো লাগে সেটাই করা ভালো,...

৭৬| ০৮ ই মে, ২০১১ বিকাল ৪:৩৭

সর্ট সার্কিট বলেছেন: সি এ কোর্স কমপ্লিট ( ১৫০০০-৩০০০০)

সি এ - পার্ট ১/ নলেজ লেবেল কোয়ালিফাইড (৩০০০০ - ৪৫০০০)

সি এ - পার্ট ২/অ্যাডভান্স লেবেল কোয়ালিফাইড (৪০০০০-৬০০০০)

এ সি এ/ ফুল কোয়ালিফাইড ( ৬০০০০-১০০০০০)

এফ সি এ ( ১০০০০০-আনলিমিটেড)
[আমার এক স্যার করেন KDS- এ ৩৫০০০০]

সিএমএ ইন্টার ( ২০০০০-৪০০০০)

এসিএম্‌এ ( ৪০০০০-৬০০০০)

এফসিএমএ ( ৬০০০০-আনলিমিটেড)


এই স্কেল হলো সাধারনত যা সবসময় পাওয়া যায়। এ ছাড়া অভিজ্ঞতা এবং কোন ফার্ম থেকে কোর্স কমপ্লিট করা হয়েছে তার উপর ভিত্তি করে স্কেল পরিবর্তন হয়।

এছাড়া এফ সি এ/এফসিএমএ- রা সাধারনত গাড়ি পেয়ে থাকেন।

আমার এক সিনিয়র ভাই Mosthafa Group - এ ৩০০০০ দিয়ে জয়েন করেছেন। আমার বন্ধু Incepta- তে ৩৫০০০ দিয়ে জয়েন করেছে। ওনারা অবশ্য সি এ - পার্ট ১/ নলেজ লেবেল কোয়ালিফাইড। আমি এখনো হই নাই তবে ইনশাল্লাহ হয়ে যাব, এখনো সি এ কোর্স কমপ্লিট হই নাই আর মাত্র চার মাস, তবে দু'য়েকটা অফার পাইতেছি।
দোয়া করবেন।

৭৭| ৩১ শে মে, ২০১১ বিকাল ৪:৩৭

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
@পরিবেশবাদী ঈগলপাখি

আপনার কথা ঠিক আছে, তবে আজকাল অবস্থা কিছুটা ভাল। আমি যে ডেভেলপার কোম্পানিতে আছি সেখানে সিভিল ডিজাইন ইঞ্জিনিয়ার এক লাখ পঁচিশ পান।

৭৮| ১৫ ই জুন, ২০১১ রাত ১:১৭

ইন্জিনিয়ার জনি বলেছেন: আমি ছাড়া সবাই ভালো আছেন দেখে এখন কিছুটা ভালো লাগছে। :|

৭৯| ১৩ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:১৭

অসামাজিক লোক বলেছেন: আমি এক কোম্পানীতে ট্রেইনী প্রোগ্রামার হিসেবে গেছিলাম, স্যলারী ৭০০০, তাও ছয় মাস প্রবেশন, এক দিন গিয়ে আর যাই নাই। পরের মাসে জয়েন দিলাম আরকে কোম্পানীতে, স্যালারী ১০ হাজার, কাজ কাম কিছু নাই, খালি মেইনটেনেন্স, এইখানে বসে বসে খালি ঘুমাই, আগেতো টাকা পয়সার দরকার ছিল না, কিন্তু রিসেন্টলি ফ্যামিলিতে টাকা পয়সার দরকার পড়ছে অনেক তাই এখন ৩০ এর মতো স্যালারীর চাকরি খুজছি হন্নে হয়ে, দোয়া করবেন, আমার এখন ৩০ এর মতো স্যালারী খুবি দরকার

৮০| ১৩ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:২৩

অর্ফিয়াস বলেছেন: আমার এক বন্ধু এপেক্স ফুটওয়ার এ জয়েন করেছে গত মাসে। স্যালারী ১৫০,০০০/- পদ : এজিএম (এইচ আর)

৮১| ১৩ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:২৬

অর্ফিয়াস বলেছেন: বিটিআই এর একটা এড আছে গতকাল প্রথম আলোতে। সেখানে এক্সিকিউটিভ ডাইরেক্টর (এইচ আর)পোষ্টে লোক চাওয়া হয়েছে। সেটার বেতন ১২০,০০ টাকা। নেগোশিয়েট করতে পারলে হাজার বিশেক বাড়বে।

৮২| ১৩ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:২৯

অর্ফিয়াস বলেছেন: আমি ঢুকেছিলাম ৬ হাজারে। ১৪ বছর পর এখন পাই ৮৬,০০০ টাকা। এটা একটা ছোট প্রাইভেট কোম্পানী। তবে বেশ ভালো আয় আছে কোম্পানিটির।

১৩ ই আগস্ট, ২০১১ রাত ৮:৫৯

ফরহাদ মাহমুদ সোহাগ বলেছেন: কী ধরনের কোম্পানী এখন কী পদে আছেন?

৮৩| ১৩ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:৩৮

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: @ সালাহউদ্দীন আহমদ ,

হা হা হা, দাবার চাল এখন পালটে গেছে B-) B-) B-) B-) হি হি হি


আপনি কমেন্ট না করলেও ১ বছর আগে করা এই পোস্টে আমার কমেন্ট টা রিভিউ করার সময় এখন এসে গেছে ।

বর্তমানে আমি যেই জবটা করি, আল্লাহর রহমতে সেটাতে ভালোই পাই, নিজে যে রেঞ্জ এর স্যালারি লেখেছিলাম কমেন্ট এ তার চেয়ে বেশিই পাই, অন্য সুযোগ সুবিধাও আছে , ২ দিন ছুটি :) :) , যদিও প্রচুর প্রেশার ! :(

আমি যে ডেভেলপার কোম্পানিতে আছি সেখানে সিভিল ডিজাইন ইঞ্জিনিয়ার এক লাখ পঁচিশ পান।



আপনার কথা ঠিক, তবে ডিজাইন এ হিসাব অন্য। এখানে এক্সপেরিয়েন্স লাগবে প্রচুর, আর সিভিল এ এক্সপেরিয়েন্সড লোকের বেতন শুধু ডিজাইন কেন কন্সট্রাকশন বা ম্যানেজার লেভেলেও অনেক। এখানে ইনিশিয়ার রেঞ্জের স্যালারি নিয়ে কথা হচ্ছে। আমি যে সেক্টরে আছি সেখানেও এক্সপেরিয়েন্সড লোকের বেতন লাখের ঘরে

৮৪| ১৩ ই আগস্ট, ২০১১ বিকাল ৫:৫০

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আমি ব্যাংকে আছি। এ ব্যাংকে MTO হিসেবে জয়েন করার সময় ৩৫ দিয়ে শুরু হয়। এখন আমার পদের স্যালারী ৮০ +

১৩ ই আগস্ট, ২০১১ রাত ৮:৫৬

ফরহাদ মাহমুদ সোহাগ বলেছেন: আপনি কী যমুনা ব্যাংকে আছেন???

৮৫| ০৫ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৪২

যাযাব৮৪ বলেছেন: আমি পলিশ এস আই................


বেতন ও বাড়ি ভাড়া ,মেডিকেল =১৭০০০
রেশন = ৩০০০-৩৫০০
টি এ/ডিএ =২০০০-৪০০০
মামলা তদন্ত বিল (সরকারি) =১৫০০০-৩০০০০ (প্রতেক মামলায় ১০০০ -৩০০০ করে)

৮৬| ০৫ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৪৪

যাযাব৮৪ বলেছেন: আমি পুলিশ এস আই ****************

৮৭| ০৬ ই মার্চ, ২০১২ রাত ৩:১৪

যাযাব৮৪ বলেছেন: একটু ঘুইর‌্যা যান.........

Click This Link

৮৮| ১৯ শে মার্চ, ২০১২ দুপুর ১:৩৭

ভাবসাধক বলেছেন: @তাহসিন আহমেদ..........ভাইজান......।আপনাকে আমার স্যালূট.........।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.