![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
# এইতো কয়েক মাস আগের কথা । সময়টা ছিল "ক্রাশ অ্যান্ড কনফেশন" পেজের । কম করে হলেও কয়েকশত কনফেশন পেজের জন্ম হইছিল । আর তার একেকটা কাহিনী পড়ে মনে হইতো পুলাপানের জন্মই হইছে যেন প্রেম করার জন্য । আর দিন বদলের সাথে সাথে সবগুলাই ফার্মের মুরগী হয়ে গেছে । যেই কামডা কৈশরে সরাসরি করতে পারতাম , সেইডা বেনামে ভার্চুয়ালি করে লাভ কি , কোনদিন মাথাই ঢুকে নাই ।
# আস্তে আস্তে প্রেমের প্রতি বিতৃষ্ণা ঢুকে গেলো তাদের মনে । ভাবলো , ভার্চুয়ালি যখন করতাছি প্রেম কেন করবো ??? বিয়াই করে ফেলাই । যেই কথা সেই কাজ । কয়েকদিনের মধ্যে বাংলাদেশের সবগুলা ভার্সিটি (কোন কোন ক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্ট), সবগুলো স্কুল , কলেজ , কিন্ডার গার্টেন, বিভাগ, জেলা, উপজেলা, মহল্লার নামে খুলে গেলো পাত্র পাত্রী পেজ । কেউ কেউ আবার তাতেও খুশি না । বেশি লাইক দরকার , তাই যতটা খারাপ ভাষাই সম্ভব পাত্রীর দৈহিক বর্ণনা লেখার প্রতিযোগিতা শুরু হয়ে গেলো .........
এখন দেখার বিষয় এই পেজ গুলা কতো দিন চলে । হয়তো অথর্বের মতো কয়েক মাস পর এই যুগের অবসান ঘটবে । আরো বাজে কোন কনসেপ্ট নিয়ে নতুন কোন পেজ আসবে । হয়তো আরো বাজে ভাষা ব্যাবহার করা হবে । মাঝখানে লাভের লাভ হবে , আরেকজনের মেয়ে / বোনকে পণ্য বানিয়ে কিছু লাইক পাওয়া আর পেজের পাবলিসিটি বাড়ানো । জাস্ট এটুকুই ।
বি.দ্র. - আজ দেখলাম ফেসবুকে আপত্তিকর ছবি প্রকাশের জন্য এক মেয়ে আত্মহত্যা করছে । আচ্ছা, জাস্ট কিছু লাইকের জন্য একটা মেয়েরে নিয়ে যারা এম্নে লিখছেন তারা কি একটা বারের জন্য ভাবছেন না , আপনার জন্য কোন মেয়ের লাইফটা হেল হয়ে যাইতে পারে ? এইটা ভুলে যাইয়েন না , হয়তো আপনার বোন কেও কোন না কোন পেজে পণ্য হিসাবে তুলে ধরা হবে আর সেখানে কেউ না কেউ কমেন্ট করবে , "মালটা তো সেই মাম্মা । লিঙ্ক দাও রিকু পাঠাই।" আপনার অনুভুতি সেদিন কেমন হবে দেখার খুব ইচ্ছা
২| ১২ ই মার্চ, ২০১৪ রাত ২:২০
ফরহাদ রিংকু বলেছেন: একটু দুঃখিত ভাইয়া । এটা কিছুদিন আগের পোস্ট । হঠাৎ করে সামুতে ঢুকে দেখলাম দীর্ঘ ১ বছর পর আজ থেকে কমেন্ট করার সুযোগ পেয়েছি । আনন্দের আতিশয্যে আমার ফেবুর একটা স্ট্যাটাস কপি পেস্ট দিয়ে ফেলছি ।
কষ্ট করে পড়া আর মন্তব্য করার জন্য থ্যাংকস ভাইয়া ।
(বিদ্র - আপনি আমার পোস্টের প্রথম কমেন্টদাতা । এজন্য বেশি ধন্যবাদ। আর পুরাতন কিছু শেয়ার দিব না । সত্যি )
@ নিশাত তাসনিম
৩| ১২ ই মার্চ, ২০১৪ রাত ২:৩৩
নিশাত তাসনিম বলেছেন: হ্যাপি ব্লগিং এখন ভালো ভালো লেখা উপহার দিন আমাদেরকে । শুভ কামনা ।
১২ ই মার্চ, ২০১৪ রাত ২:৪০
ফরহাদ রিংকু বলেছেন: ধন্যবাদ ভাই
৪| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫১
সেলিম আনোয়ার বলেছেন: দারুন আবেদনময়ী লেখা।
৫| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:১০
ফরহাদ রিংকু বলেছেন: ধন্যবাদ ভাই । কষ্ট করে পড়ার জন্য @ সেলিম আনোয়ার
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৪ রাত ২:০৯
নিশাত তাসনিম বলেছেন: বি.দ্র. - আজ দেখলাম ফেসবুকে আপত্তিকর ছবি প্রকাশের জন্য এক মেয়ে আত্মহত্যা করছে ।
কই দেখলেন ? লিঙ্ক দিতে পারবেন ? মানে আত্মহত্যার নিউজ লিঙ্ক ।
আপনার পোস্ট ভালো লাগলো । নষ্টরা যে কোন ভাবে নোংরামি করবেই। নোংরাদের নোংরামি থেকে আল্লাহ আমাদের বোনদের রক্ষা করুন । আর নোংরা লোকগুলোকে আল্লাহ হেদায়েত দান করুন ।