নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু মানুষ পৃথিবীতে কোন প্রতিভা নিয়ে জন্মায় না , এরা অন্যের প্রতিভা দেখে অবাক হয় । আমি ঐ কিছু মানুষের মধ্যে একজন ।

ফরহাদ রিংকু

ব্যাকবেঞ্চার

ফরহাদ রিংকু › বিস্তারিত পোস্টঃ

চুরি যাওয়া ল্যাপটপ অতঃপর বিক্রয়.কম’এর একটা অ্যাড......

২১ শে মে, ২০১৪ রাত ১:০৬

ল্যাপটপ গুতাইতে গুতাইতে রাত ৩ টা বাজলো । ভাবলাম ঘুমানো দরকার । যেই ভাবা সেই কাজ । মাথার কাছে ল্যাপটপ রেখে দিলাম ঘুম । ঠিক ২ ঘণ্টা পর ফ্রেন্ডের ফোনের শব্দে ঘুম ভাংলো । কথা বলার সময় হঠাৎ খেয়াল হলো , মাথার কাছে ল্যাপটপ নাই আর জানালাটা হালকা খোলা ।

মুহূর্তেই মাথাই আকাশ ভেঙ্গে পড়লো । একটু ধাতস্থ হবার সাথে সাথে খেয়াল করলাম বন্ধু সাইফের ল্যাপটপটাও উধাও । উল্লেখ্য যে , আমার আর সাইফের ল্যাপটপ জানালা থেকে প্রায় ৭ / ৮ ফুট দূরে ছিলো ।

কিছুতেই বুঝতে পারলাম না , ল্যাপটপটা জানালা দিয়ে কিভাবে নিলো ? কিছু সময় পর খেয়াল করলাম আমার জানালার কাছে আমার একটা বই পড়ে আছে । যার উপর একপ্রকার আঠা লাগানো । চিউইংগামের সাথে অ্যাডহেসিব মিশায়ে আঠাটা বানানো হইছে । অন্ধকারে হইত বইটাকে দামি কিছু ভেবে ৭ ফুট দূর থেকে নিছিলো , পরে বই দেখে ফেলে দিছে ।

অনেক বেশি কষ্টে কাটলো সকালটা । আমার কালেকশনের কত্ত মুভি , ভার্সিটি লাইফের অনেকগুলা মুভি আর পড়ালেখা সংক্রান্ত অনেক জিনিষ একসাথে হাতছাড়া হলো , ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছিলো ।

এরপর থেকে কিছুক্ষণ পরপর বিক্রয়.কম’এ ভিজিট করতে থাকলাম আর আমার মডেলের ল্যাপটপ গুলো ঘাটতে থাকলাম । ঠিক পর দিন দুপুরেই একটা অ্যাড দেখলাম । কনফিগারেশন একেবারেই আমার ল্যাপটপের সাথে মিলে যায় । একটু সন্দেহ লাগলো । তার পর ক্রেতা হিসাবে কল দিলাম । তারা আমাকে তাদের অফিসে আসতে বললো । কথা বলার সময় কয়েকটা ব্যাপারে সন্দেহটা বেড়ে গেলো । যেমন , ল্যাপটপের কোন কাগজ পত্র নেই , কারন, এটা নাকি বিদেশ থেকে আসছে । মাত্র ৩ মাস ব্যাবহার করা হইছে । যেখানে ল্যাপটপটার বাজার দাম ৪৯,০০০ টাকা সেখানে তারা ৩ মাস ব্যাবহার করে কিভাবে ২৮০০০ টাকাই দিবে , ভাবার বিষয় :P

যাই হোক, ফ্রেন্ডকে নিয়ে গেলাম তাদের অফিসে । ল্যাপটপটা দেখেই চিনতে পারলাম এটা আমার । ১.৫ বছর ব্যাবহার করে এটার একপাশে সামান্য ক্রাক হইছিলো । তাছাড়া কিছু কিছু চিহ্ন যা কেবল আমিই জানতাম আমারে সিওর করে দিলো, এটা আমার । ল্যাপটপটা ওপেন করে দেখলাম হার্ডডিস্কের সব কিছু ডিলিট করে দেয়া হইছে । কিন্তু ভাগ্যক্রমে আমার কিছু ছবি হাইড করা ছিল, যা তারা খেয়াল করে নি , তাই সেগুলো ডিলিটও করতে পারে নি । এরপর দামদর করে বেরিয়ে আসলাম ।

এরপর... আমার ফ্রেন্ডের এক রিলেটিভকে বলার পর উনি ডিবিকে জানালেন । তারপর আবার ক্রেতা হিসাবে গেলাম , ল্যাপটপে আমার ছবিগুলা বের করলাম আর তখনই বাংলা মুভির মতো পুলিশের আগমন  । আমার ছবি আর কাগজ পত্র দেখে তারা সিওর হলেন , এটা আমার ল্যাপটপ । এরপর ওই দোকানে আরো ৫ টা চোরাই ল্যাপটপ আর ৩৮ টা স্মার্টফোন পাওয়া গেছিলো । সবকিছুই জব্দ করা হয় ।

১১ মে চুরি হওয়া ল্যাপটপটা আমি ১৪ মে ফেরত পেলাম  । কি যে ভালো লাগছিলো, বলে বোঝানো যাবে না ...

মন্তব্য ৫৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৪ রাত ১:০৭

নীল অনুভব বলেছেন: Great work.

২১ শে মে, ২০১৪ রাত ১:১২

ফরহাদ রিংকু বলেছেন: ধন্যবাদ ভাই ।

২| ২১ শে মে, ২০১৪ রাত ১:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বলেন কি! কোথায় তাদের অফিস ছিল? আরো ডিটেইল বলেন।

খুব ভালো কাজ করেছেন। আপনার ভাগ্য ভালো ল্যাপটপ ফেরত পাইছেন।

২১ শে মে, ২০১৪ রাত ১:৩৬

ফরহাদ রিংকু বলেছেন: আসলেই ভাই , ভাগ্য একটু বেশি ভালো ছিল ।

৩| ২১ শে মে, ২০১৪ রাত ২:১৩

মনে নাই বলেছেন: আপনি অনেক লাকি, পার্টি দেন।

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

ফরহাদ রিংকু বলেছেন: ভাই , সিলেটে আসেন । পার্টি দিমু :P

৪| ২১ শে মে, ২০১৪ রাত ২:১৭

নতুন বলেছেন: পুরাই ফিলিমি স্টাইল হইছে...

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

ফরহাদ রিংকু বলেছেন: দেখলেন ভাই , অসম্ভবকে সম্ভব করা শুধু জলিলের কাম না । আরো অনেকের কাম হইতে পারে । ধন্যবাদ

৫| ২১ শে মে, ২০১৪ রাত ২:৩৩

শান্তির দেবদূত বলেছেন: মাই গড! বাস্তবে এমন ঘটে? জটিল একটা কাজ করেছেন, সেই সাথে চরম লাকীও ।

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

ফরহাদ রিংকু বলেছেন: ধন্যবাদ । আসলেই লাকি ।

৬| ২১ শে মে, ২০১৪ রাত ২:৩৩

নহে মিথ্যা বলেছেন: আপনার উপরে যে মহান আল্লাহর রহমত আছে তা বলার অপেক্ষা রাখে না।

ভাই যে অফিসের কথা উল্লেখ করেছেন সেই অফিস সম্পর্কে বিস্তারিত তথ্য না দিয়ে অনেকটা ভাল কাজ করেছেন।

কেননা এটা করলে আমরা সচেতন হয়ে যেতাম আর চুরি করা ল্যাপ্টপ কিনতে পারতাম না।

আসলে আপনি আপনার প্রসন্ন ভাগ্যের কথা সবাইকে জানিয়েছেন তা জেনে মোটামুটি হিংসে হচ্ছে আর নিজেকে এই সব ঝামেলা থেকে দূরে রেখে নিতান্তই মূর্খের মত কাজ করছেন না মানে আসলেই ভালই করেছেন।

কেন যে ভাগ্য সব সময় স্বার্থপরের উপর প্রসন্ন হয় তা এক মাত্র আল্লাহই জানেন।

অনেকের ছোট খাট বিপদ হলে বলে যে, "যাক হয়ত এই উছিলায় বড় বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছেন।"

আপনার গা বাঁচানো সভাবের কারনে বলতে ইচ্ছা করছে, হয়ত আপনার এই স্বার্থপর সভাবের কারনে আল্লাহ আপনার কোন বড় উপকার এই ছোট উপকার দিয়ে কাটিয়ে দিয়েছেন।

কাল্পনিক_ভালোবাসা আপনার কাছে অফিস সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে কমেন্ট করলেও সেখানে নিজেই গাঁ বাঁচিয়ে জবাব দিছেন।

বড়ই গাঁ বাচাইন্না পাব্লিক আপনি।

আর এরকম লোক দেশ ও জাতীর জন্য খুব বিপদজনক।

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

ফরহাদ রিংকু বলেছেন: এক নিঃশ্বাসে অনেক বড় কথা বলে ফেললেন ভাই । যাই হোক, ভাই যদি সিলেটের হয়ে থাকেন তাহলে প্ল্যানেট আরাফ অথবা তালতলা মোড়ের গুলশান সেন্টারের সামনের পিচ্চি দোকানে খেয়াল করতে পারেন ।
আপনার কথা শুনে মনে হলো, ল্যাপটপ পাওয়ার জন্য ট্রাই না করা উচিত ছিলো, তাহলে হইতো বড় বিপদ থেকে বাচা যাইত :/

৭| ২১ শে মে, ২০১৪ রাত ৩:১৪

নদী সাগর বলেছেন: আমার ল্যাপটপ ও চুরি গেছিল, জানতাম কে করছে।কিন্তু কিছুই করার ছিল না।আপনি লাকি

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

ফরহাদ রিংকু বলেছেন: আসলেই লাকি মনে হয় । ধন্যবাদ

৮| ২১ শে মে, ২০১৪ সকাল ৭:১৬

সোয়েব সালেহীন বলেছেন: পুরাই শারলক হোমস

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

ফরহাদ রিংকু বলেছেন: :)

৯| ২১ শে মে, ২০১৪ সকাল ১০:২৬

জামাল হোসেন (সেলিম) বলেছেন: আমার তো মনে হইতাছে এইটা কোন ঘটনা না। পুরাই গপ্প।

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

ফরহাদ রিংকু বলেছেন: যখন তাদের অফিসে যেয়ে দেখছিলাম ওইটা আমার ল্যাপটপ তখন মনে হচ্ছিলো, এটা কোন ঘটনা না । পুরাই স্বপ্ন ।

১০| ২১ শে মে, ২০১৪ সকাল ১০:৪১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাই অফিসটির ঠিকানা বিস্তারিত দিন যাতে সবাই সচেতন হতে পারে।

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

ফরহাদ রিংকু বলেছেন: ঘটনাটা সিলেটের । তালতলা মোড়ে গুলশান সেন্টারের বিপরীতে । নতুন দোকান , কোন নাম এখনো ওরা দেই নায়

১১| ২১ শে মে, ২০১৪ সকাল ১০:৪৭

িমল্টসুিম বলেছেন: আপনার কাছে অফিস সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে কমেন্ট করলেও সেখানে নিজেই গাঁ বাঁচিয়ে জবাব দিছেন।

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

ফরহাদ রিংকু বলেছেন: দুঃখিত । আসলে বুঝছিলাম না , তাদের অফিসের নাম জানায়ে আবার নতুন করে ঝামেলাই পড়বো কিনা । আসলে বাসা থেকে অনেক দূরে থাকি তো, তাই গা বাঁচিয়ে চলার স্বভাবটা মনে হয় একটু বেশি

১২| ২১ শে মে, ২০১৪ সকাল ১০:৪৮

িমল্টসুিম বলেছেন: ভুয়া গলপ নাকি?

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

ফরহাদ রিংকু বলেছেন: এটা গল্প না , ঘটনা ।

১৩| ২১ শে মে, ২০১৪ সকাল ১১:১৫

সাইবার অভিযত্রী বলেছেন: নতুন বলেছেন: পুরাই ফিলিমি স্টাইল হইছ।

জামাল হোসেন (সেলিম) বলেছেন: আমার তো মনে হইতাছে এইটা কোন ঘটনা না। পুরাই গপ্প।

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

ফরহাদ রিংকু বলেছেন: ধন্যবাদ । এটা গল্প না , ঘটনা ।

১৪| ২১ শে মে, ২০১৪ সকাল ১১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আসলে আপনার অভিযোগটি খুবই গুরুত্বপূর্ন। কিন্তু এই সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য যদি আপনি না দেন তাহলে বিষয়টি নিয়ে একটি ধুম্রজাল সৃষ্টির আশংকা থাকে। বিজ্ঞাপনটি কবে প্রকাশিত হয়েছে এই ব্যাপারেও আপনি কোন তথ্য বা লিংক দেন নি। বিক্রয় ডট কমে যোগাযোগের চেষ্টা করেছিলাম, +88-09613-786786 এই নাম্বারে যোগাযোগ করে জানতে পারলাম এই জাতীয় কোন ঘটনার ব্যাপারে তারা জানেন না। যদিও কোন প্রডাক্ট চুরির কিনা তা যাচাই করা বিক্রয় ডট কমের কাজ নয়, তথাপি ইউজার এন্ড থেকে বা ব্যবহারকারী হিসেবে তাদেরকে অভিযোগ জানানোটা স্বাভাবিক কাজেরই অংশ।

যেহেতু এই ধরনের একটি খবরে সাধারন মানুষের সচেতনতা সৃষ্টির সুযোগ আছে, তাই অনুরোধ রইল এই সংক্রান্ত তথ্যগুলো শেয়ার করার জন্য।

আপনার অভিজ্ঞতায় আমরাও কিছুটা অভিজ্ঞ হতে পারব।

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

ফরহাদ রিংকু বলেছেন: ধন্যবাদ ভাইয়া । আসলে বিক্রয় ডট কমের কিছু জানার কথাও না ।
ভার্সিটির এক সিনিয়র ভাই বলছিলেন জিডি করে রাখতে আর বিক্রয় / সেলবাজার/ ওএলএক্সে নজর রাখতে ।
আমি জাস্ট সেটাই করছি । লাক ফেবার করছে , তাই হইতো পেয়ে গেছি ।
আর ঘটনাটা সিলেটে ঘটছে । আমি সিলেটের স্থানীয় না । নতুন করে নাম ঠিকানা বলে কোন প্রব্লেমে পড়বো কিনা , এটা নিয়ে চিন্তায় ছিলাম ।
তাই গা বাঁচিয়ে কথা গুলো এভোয়েড করছিলাম ।
ভালো কথা , বিক্রয়ের পোস্টটা সরায়ে নেয়া হইছে ।

১৫| ২১ শে মে, ২০১৪ সকাল ১১:৪৯

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: কোন দোকান এটা, নাম-ঠিকানা বলেন, সবাই উপকৃত হবে তাহলে।

১৬| ২১ শে মে, ২০১৪ দুপুর ১২:০২

একজন আরমান বলেছেন:
সুন্দর গল্প :)

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২০

ফরহাদ রিংকু বলেছেন: সিলি মিস্টেক । গল্প না ঘটনা হবে

১৭| ২১ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ইশ ! কি এক্সাইটিং ভাইয়া !
আপনার চুরগুলা কি ছাগল ?
চুরি যাওয়া ল্যাপটপ ফরম্যাট মারে নাই !
আপনার বুদ্ধি , সাহস আর চতুরতার ফ্যান হয়ে গেলাম !

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

ফরহাদ রিংকু বলেছেন: ভাইয়া , কেউ যদি ফরম্যাট না মেরে শুধু ফাইলগুলা ডিলেট করে দেয়, আর এতেই হ্যাপি থাকে , তাইলে কি আমাদের কিছু করার থাকে ???
যাই হোক, কোনদিন আপনার ল্যাপটপ কেউ ফরম্যাট মারলেও দেখবেন ল্যাপটপের উলটা পাশে একটা সিরিয়াল নাম্বার থাকে যেটা আপনার রিসিটে লেখা আছে ।
আর উলটা পাশে লেখাটা না পাইলে , কষ্ট করে ব্যাটারি টা খুলবেন ।

১৮| ২১ শে মে, ২০১৪ দুপুর ১২:৫০

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

যদি বাস্তবে তাই হয়ে থাকে, তবে আপনি লাকি। একটু বেশী লাকি।

কিছুদিন আগে আমার বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইয়ের ল্যাপটপ টিএসসি থেকে চুবি করে নিয়ে যায়, এই পোস্টটি আগে আসলে আমি ঐ ভাইকে আপনার বুদ্ধির কথাটা বলতে পারতাম। যা হোক, নতুন একটা আইডিয়া পেলাম। কিছু হারিয়ে গেলে, আগে বিক্রয়. কমে যাবু। :P :P

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

ফরহাদ রিংকু বলেছেন: আসলে ভাই , ঢাকা তো অনেক বড় জাইগা । ওইখানে পাওয়ার চাঞ্চ কিন্তু সিলেটের চেয়ে একটু কম । তবে যেহেতু ল্যাপটপ দামি জিনিস আর এটা মোবাইলের মতো এতো হাতে হাতে বিক্রয় করা টাফ সেহেতু খুজে দেখতে পারেন । :)

১৯| ২১ শে মে, ২০১৪ দুপুর ১:২২

নোবিতা রিফু বলেছেন: ল্যাপটপ চুরি হইয়া গেলে বিক্রয় ডট কমে ঢুক্লেন ক্যামনে? :D

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

ফরহাদ রিংকু বলেছেন: ভায়ের কি ফ্রেন্ড ট্রেন্ড নাই ? আর তাদের কি ল্যাপটপ নাই ? আর থাকলেও বোধ হয় আপনাকে নেট ইউজ করতে দেয় না ?
ঠিক না ???

২০| ২১ শে মে, ২০১৪ দুপুর ১:২৪

মশিকুর বলেছেন:
আগের দিনে মসজিদে জুতা চুরি গেলে সন্ধার পর তা গুলিস্থানে পাওয়া যাইতো। আর এখন??? দেশতো পুরাই ডিজিটাল :)

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

ফরহাদ রিংকু বলেছেন: আসলেই ভাই । আপনার মতো করে চিন্তা করে দেখি নি :D

২১| ২১ শে মে, ২০১৪ দুপুর ২:৩২

মোমের মানুষ-২ বলেছেন: মশিকুর বলেছেন:
আগের দিনে মসজিদে জুতা চুরি গেলে সন্ধার পর তা গুলিস্থানে পাওয়া যাইতো। আর এখন??? দেশতো পুরাই ডিজিটাল

২২| ২১ শে মে, ২০১৪ বিকাল ৩:০৩

হাসানুর বলেছেন: বিক্রয় ডট কমের প্রচার বাড়ানোর একটি ভাল কৌশল !

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

ফরহাদ রিংকু বলেছেন: হে হে । ভালো পয়েন্ট ধরছেন দেখি । :D

২৩| ২১ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অভিন্দন আপনাকে যদি ঘটনা সত্য হয়ে থাকে।

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

ফরহাদ রিংকু বলেছেন: অভিনন্দন গ্রহন করলাম ভাই ।

২৪| ২১ শে মে, ২০১৪ বিকাল ৫:২৩

টেকনিসিয়ান বলেছেন: আন্নি একখান জিনিস বটে............. B-))

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

ফরহাদ রিংকু বলেছেন: লজ্জা পাইলাম । এম্নে কেউ প্রশংসা করে ? :P

২৫| ২১ শে মে, ২০১৪ রাত ১১:৫৪

হাসান মাহবুব বলেছেন: জটিল তো!

২২ শে মে, ২০১৪ রাত ১২:৪৪

ফরহাদ রিংকু বলেছেন: ধন্যবাদ

২৬| ২২ শে মে, ২০১৪ রাত ৩:২৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ ইন্টারেস্টিং ঘটনা!

২২ শে মে, ২০১৪ রাত ৩:৫৬

ফরহাদ রিংকু বলেছেন: ধন্যবাদ

২৭| ২২ শে মে, ২০১৪ ভোর ৬:২০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হাহাহা অনেক মজার কাহানিতো,,, আপনার লেপটপ ফিরে পাওয়ায় আমার বেশ আনন্দ লাগছে, বেশী ভাল লাগছে শ্লার চোরদের ডিবি দিয়ে ধরায়ে দেয়ার জন্য......... আপ্নেরে কইস্যা পিলাস +++ :)

২২ শে মে, ২০১৪ সকাল ১১:০৮

ফরহাদ রিংকু বলেছেন: আর আপনারে এত্তগুলা ধইন্না :)

২৮| ২২ শে মে, ২০১৪ সকাল ১১:৪০

মদন বলেছেন: ++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.